Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,)
4.79K subscribers
444 photos
5 files
518 links
Wellcome to Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) এই সমস্ত পরীক্ষা নোটস দেয়া হয়।
Download Telegram
🧩 *Food Si GK Mock test in Bengali Part - 43* 👇

🔥 *খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর*
💊 *পূর্ণমান : 40*
💊 *সবাই অ্যাটেন্ড করুন 👇*


https://www.tarakexamcenter.in/2023/11/Food%20Si%20GK.html


💎 *আপনার বন্ধুদের শেয়ার করুন।*
👍1
🧩 *Food Si GK Mock test in Bengali Part - 44* 👇

🔥 *খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর*
💊 *পূর্ণমান : 40*
💊 *সবাই অ্যাটেন্ড করুন 👇*


https://www.tarakexamcenter.in/2023/11/Food%20Si.html?m=1


💎 *আপনার বন্ধুদের শেয়ার করুন।*
🥰1
Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) pinned «🧩 *Food Si GK Mock test in Bengali Part - 44* 👇 🔥 *খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর* 💊 *পূর্ণমান : 40* 💊 *সবাই অ্যাটেন্ড করুন 👇* https://www.tarakexamcenter.in/2023/11/Food%20Si.html?m=1 💎 *আপনার বন্ধুদের শেয়ার করুন।*»
*আজ শুভ দীপাবলি উপলক্ষে শেষবারের মতো আমাদের 34 হাজার Gk PDF টা অফার দেয়া হলো* রাত 12 টা পযন্ত অফার থাকবে। *399 only Today ₹251 only।* আর অফার আসবে না , আজকেই এই PDF শেষ অফার যারা নেবেন তারা আজই নিয়ে নিন আর পড়া শুরু করে দিন।।
সামনে Food si WBP আসছে।

*সামনে 12 হাজার WBP আসছে তাই দেরি করবেন না। PDF নিয়ে ভালো করে পড়া শুরু করে দিন। এই বছর অনেক পরীক্ষা আসছে।*🔰🔰🔰🔰

*পিডিএফ টা যে সমস্ত মেম্বাররা নিয়েছেন তাদের মধ্যে ৯৫% মেম্বার পিডিএফ টা পছন্দ করেছেন।*

যারা আমাদের 34 হাজার জিকে PDF কিনতে চান তারা যোগাযোগ করুন দাম মাত্র আজ রাত 12 টা পযন্ত ₹251 টাকা। নেক্সট দিন 399 হয়ে যাবে।

https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
👍2
*এবার SSC GD প্রস্তুতি হোক জোরদার*

আজ আমাদের SSC GD এর স্পেশাল জিকে PDF লঞ্চ করা হলো। এর মধ্যে ssc GD বিগত বছরের প্রশ্ন ও উত্তর আছে।

*SSC GD PDF নিতে sms করুন।*

https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
👍2👏1
https://whatsapp.com/channel/0029Va9MXtTLtOj5p62kHy22

SSC GD বাংলায় নোটস দেয়া হবে। যারা SSC GD নোটস নিতে চান ফ্রী তে তারা সবাই জয়েন করুন।
আজ আমাদের Food Si সিলেবাস অনুযায়ী স্পেশাল 76 টা প্র্যাকটিস সেট PDF লঞ্চ করা হলো।

*Paid নোটস* ₹299

*Food Si 76 টা প্র্যাকটিস কিনতে sms করুন।*

https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
*জেনারেল নলেজ প্রশ্নোত্তর*

❖কমলালেবুর শহর কাকে বলে?
উ: নাগপুরকে

❖কোন শহরকে উদ্যান নগরী বলে?
উ: বেঙ্গালুরুকে

❖ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কী?
উ: গুজরাটের কান্দালা

❖বান ডাকা কোন জোয়ারের সঙ্গে যুক্ত?
উ: ভরা জোয়ার

❖ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে?
উ: এরাটোসথেনিস

❖'সব বিষয়ের জননী' কোন শাস্ত্রকে বলা
হয়?
উ: ভুগোলকে

❖এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উ: আরব উপদ্বীপ

❖সাহারা মরুভূমির প্রধান খনিজ সম্পদ কী?
উ: খনিজ তেল

❖হোয়াইট নীলের ওপর নাম কী?
উ: বার-এল-গজল

❖নীল্ নদ কোথায় পড়েছে?
উ: ভূমধ্যসাগরে

❖তামা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ
প্রথম স্থান অধিকার করেছে?
উ: চিলি

❖মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি?
উ: কার্পাস

❖এর্গ কাকে বলে?
উ: বালুকাময় মরুভুমিকে

❖দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী
বলে?
উ: দোয়াব

❖কোন প্রণালীর মাধ্যমে আফ্রিকা
ইউরোপ থেকে বিছিন্ন হয়েছে?
উ: জিব্রাল্টার প্রণালী

❖আফ্রিকার কঙ্গো নদীর অপর নাম কী?
উ: জাইরে

❖নদীর মাঝে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ
কোনটি?
উ: মারাজো
👍7
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

1. আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন?
উত্তরঃ 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু।
2. আজাদ হিন্দ বাহিনী কবে কোহিমা দখল করেন?
উত্তরঃ 1944 সালে।
3. ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে।
4. কেবিনেট মিশন কবে ভারতে আসেন?
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে।
5. নৌ সেনা বিদ্রোহ কবে হয়?
উত্তরঃ 1946 সালে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে।
6.তেভাগা আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
7.ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশ কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
8.মাউন্টবাটেন পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1947 সালে। ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা।
9.কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়?
উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে।
10.প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?
উত্তরঃ 1914 থেকে 1918 সাল।
11.কবে কার উদ্যোগে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়?
উত্তরঃ মাইকেল ডায়ার এর নির্দেশে 1919 খ্রিস্টাব্দে।
12. অসহযোগ আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1920 সালে।
13. "ভারতশাসন আইন" কবে প্রণয়ন হয়?
উত্তরঃ 1892 খ্রিস্টাব্দে।
14বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ প্রমথনাথ মিত্র, 1902 খ্রিস্টাব্দে।
15.জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়?
উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।
16.ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1908 খ্রিস্টাব্দে।
17.মর্লে-মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তন হন?
উত্তরঃ 1909 খ্রিস্টাব্দে।
18.গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরে, 1913 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল এর উদ্যোগে।
19. কোমাগাতা মারু ঘটনা কত খ্রিস্টাব্দে হয়?
উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে। বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্ধি হয়।
20.চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ গান্ধীজীর নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে।
21.রাওলাট আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
22.মন্টেগু-চেমসফোর্ড সংস্কর আইন কবে পাস হয়?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
23. খিলাফৎ আন্দোলনের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।
24.অহিংস অসহযোগ আন্দোলন কবে হয়েছিল?
উত্তরঃ 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে।
25.চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল?
উত্তরঃ 1922 সালে। এই ঘটনায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন

26.স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে।
27.ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়?
উত্তরঃ 1925 খ্রিস্টাব্দে।
28.সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1927 খ্রিস্টাব্দে।
29. নেহেরু রিপোর্ট কবে পাশ হয়?
উত্তরঃ 1928 খ্রিস্টাব্দে।
30.জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।
31.আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে।
32.ডান্ডি লবন সত্যাগ্রহ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে।
33.চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে।
34. অলিন্দ যুদ্ধ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।
35. প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।
36.ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
37.গান্ধী আরউইন চুক্তি কবে হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
38.পুণাচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে। ডাঃ বি. আর. আম্মেদকর ও গান্ধীজির মধ্যে।
39."সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি" কে ঘোষণা করেন?
উত্তরঃ র্যামসে ম্যাকডোনাল্ড, 1932 খ্রিস্টাব্দে।
40. "National Trade Union Federation" - কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দে।
41.সূর্যসেনের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।
42.কংগ্রেস সমাজ মন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ন, 1934 খ্রিস্টাব্দে।
43. ভারত শাসন আইন কবে পাস হয়?
উত্তরঃ 1935 সালে।
44.নিখিল ভারত কিষান কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে।
45. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন?
উত্তরঃ 1938 সালে হরিপুরা অধিবেশনে।
46. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?
উত্তরঃ 1939 সালে।
47. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে করেন?
উত্তরঃ 1939 সালে সুভাষচন্দ্র বসু।
48. মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়?
উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।
49. ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজির নেতৃত্বে।
50. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে।
👍7
gk kamal
জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর
notesforcompetitiveexaminindia
1 year ago
Advertisements

১. প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?

উত্তর: ওয়াটসন ও ক্রিক

২. প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উত্তর: আমিষ

৩. প্রশ্ন: কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?

উত্তর: উট

৪. প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?

উত্তর: ৩

৫. প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক

৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তর: অক্সিজেন পরিবহন করা

৭. প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –

উত্তর: শ্বসন

৮. প্রশ্ন: Photosynthesis takes place in –

উত্তর: Green parts of the plants

৯. প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উত্তর: নাইট্রোজেন

১০. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–

উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়

১১. প্রশ্ন: Dengue fever is spread by–

উত্তর: Aedes aegypti mosquito

১২. প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তর: ৬ টি

১৩. প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তর: অগ্ন্যাশয় হতে

১৪. প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-

উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস

১৫. প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –

উত্তর: গ্লাইকোজেন

১৬. প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –

উত্তর: জেনেটিক্স

১৭. প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?

উত্তর: মসুর ডাল

১৮. প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?

উত্তর: খেসারী

১৯. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?

উত্তর: জল সেচ

২০. প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–

উত্তর: শুশুক

২১. প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-

উত্তর: প্যাথজেনিক

২২. প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

উত্তর: স্নায়ুতন্ত্রের

২৩. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?

উত্তর: নিওমোনিয়া

২৪. প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

উত্তর: ইভোলিওশন

২৫. প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

উত্তর: ট্রিপসিন

২৬. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?

উত্তর: প্লিহাতে

২৭. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?

উত্তর: পেনিসিলিন

২৮. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –

উত্তর: যকৃত

২৯. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-

উত্তর: গো-বসন্তের ভাইরাস

৩০. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-

উত্তর: ছত্রাকের

৩১. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?

উত্তর: হিমোগ্লোবিন

৩২. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?

উত্তর: আর্থ্রোপোডা

৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?

উত্তর: ৮৮-৯০ ভাগ

৩৪. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?

উত্তর: Prawn culture

৩৫. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?

উত্তর: গ্রীষ্মকাল

৩৬. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি?

উত্তর: সাগর কন্যা

৩৭. প্রশ্ন: কত সালে মৎস্য সংরক্ষন আইন প্রনয়ন করা হয়?

উত্তর: ১৯৫০

৩৮. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী পানি হল-

উত্তর: ক্ষার ধর্মী পানি

৩৯. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল-

উত্তর: প্লাংকটন

৪০. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-

উত্তর: জুয়োপ্ল্যাংকটন

৪১. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় –

উত্তর: বাগদা চিংড়ি

৪২. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?

উত্তর: ২১

৪৩. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?

উত্তর: কোষ

৪৪. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?

উত্তর: রবার্ট হুক

৪৫. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?

উত্তর: কোষ

৪৬. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?

উত্তর: ৪৬

৪৭. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?

উত্তর: ১৯৭২

৪৮. প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?

উত্তর: প্রানীবৈচিত্র্য

৪৯. প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?

উত্তর: প্রানিকূল

৫০. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?

উত্তর: কাইটিন

৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে?

উত্তর: নিউক্লিয়াসে

৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় ____

উত্তর: ছোলা

৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?

উত্তর: সুইফট বার্ড

৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?

উত্তর: হাত নেই

৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি?

উত্তর: উপগুল্ম

৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?

উত্তর: হিমোগ্লোবিন

৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?

উত্তর: SARS

৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?

উত্তর: শর্করা

৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?

উত্তর: প্লীহায়

৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?

উত্তর: ৩৩

৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?

উত্তর: লিগামেন্ট

৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়

উত্তর: HIV

৬৩. প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?

উত্তর: রেডিও আইসোটোপ
👍9
৬৪. প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?

উত্তর: কচু

৬৫. প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?

উত্তর: এগারিকাস

৬৬. প্রশ্ন: Pteris কে বলা হয়

উত্তর: সানফার্ন

৬৭. প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?

উত্তর: ২

৬৮. প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?

উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং

৬৯. প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?

উত্তর: লুই পাস্তুর

৭০. প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?

উত্তর: জলজ

৭১. প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি

উত্তর: cycas

৭২. প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?

উত্তর: ল্যামার্ক

৭৩. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?

উত্তর: নদী

৭৪. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?

উত্তর: জ্বর

৭৫. প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?

উত্তর: ৪০০০০

৭৬. প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?

উত্তর: ৩

৭৭. প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?

উত্তর: ১৮৬৮

৭৮. প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?

উত্তর: ২

৭৯. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?

উত্তর: প্লা
👍3
🧩 **SSC GD Mock Test -1* 👇

🔥 *খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর*

💊 *সবাই অ্যাটেন্ড করুন 👇*

https://www.tarakexamcenter.in/2023/12/ssc-gd-constable-gk-mock-test-in.html?m=1


💎 *আপনার বন্ধুদের শেয়ার করুন।*
🔥1
Forwarded from 🌷জিকে ভান্ডার🌷 (Torab)
*জেনারেল নলেজ প্রশ্নোত্তর*

❖কমলালেবুর শহর কাকে বলে?
উ: নাগপুরকে

❖কোন শহরকে উদ্যান নগরী বলে?
উ: বেঙ্গালুরুকে

❖ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কী?
উ: গুজরাটের কান্দালা

❖বান ডাকা কোন জোয়ারের সঙ্গে যুক্ত?
উ: ভরা জোয়ার

❖ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করে?
উ: এরাটোসথেনিস

❖'সব বিষয়ের জননী' কোন শাস্ত্রকে বলা
হয়?
উ: ভুগোলকে

❖এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উ: আরব উপদ্বীপ

❖সাহারা মরুভূমির প্রধান খনিজ সম্পদ কী?
উ: খনিজ তেল

❖হোয়াইট নীলের ওপর নাম কী?
উ: বার-এল-গজল

❖নীল্ নদ কোথায় পড়েছে?
উ: ভূমধ্যসাগরে

❖তামা উৎপাদনে পৃথিবীতে কোন দেশ
প্রথম স্থান অধিকার করেছে?
উ: চিলি

❖মিশরের প্রধান অর্থকরী ফসল কোনটি?
উ: কার্পাস

❖এর্গ কাকে বলে?
উ: বালুকাময় মরুভুমিকে

❖দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী
বলে?
উ: দোয়াব

❖কোন প্রণালীর মাধ্যমে আফ্রিকা
ইউরোপ থেকে বিছিন্ন হয়েছে?
উ: জিব্রাল্টার প্রণালী

❖আফ্রিকার কঙ্গো নদীর অপর নাম কী?
উ: জাইরে

❖নদীর মাঝে অবস্থিত পৃথিবীর বৃহত্তম দ্বীপ
কোনটি?
উ: মারাজো
👍2
»»»ইতিহাস«««
*নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
-কেশবচন্দ্র সেন
*আনন্দমঠ এর রচয়িতা কে?
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
*পথের দাবী কে রচনা করেন?
-শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
*বর্তমান ভারত কে রচনা করেন?
-স্বামী বিবেকানন্দ
*ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?
-উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
*কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
-1835সালে
*কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
-1911সালে
*ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয়?
-1911সালে
*গদর দল কে প্রতিষ্ঠা করেন?
-লালা হরদয়াল
*মুসলিম লিগ কবে প্রতিষ্ঠিত হয়?
-1906সালে
*জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
-1945সালে
*মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-1938সালে
*আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন?
-শহিদ দ্বীপ
*ক-টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?
-তিনটি
*ভারতীয় জাতীয় সংগীতের রচয়িতা কে?
-রবীন্দ্রনাথ ঠাকুর
*বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
-1802 খ্রি
*অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
-রণজিত সিং ও লর্ড মিন্টো(1809)
*কবে বাংলায় দ্বৈতশাসনের অবসান ঘটে
-1772খ্রি
*রেগুলেটিং আইন কবে পাস হয় ?
-1773খ্রিঃ
*স্বতবিলোপ নীতি কে প্রবর্তন করেন?
-লর্ড ডালহৌসি
*কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
-1784খ্রিঃ
*কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?
-1793খ্রিঃ
*কবে মহাবিদ্রোহ শুরু হয়?
-1857খ্রিঃ
👍5
📁তেঁতুলে কোন এসিড থাকে ?
➡️টারটারিক এসিড।
📁আমলকিতে কোন এসিড থাকে ?
➡️অক্সালিক এসিড ।
📁 আঙ্গুরে কোন এসিড থাকে ?
➡️ টারটারিক এসিড।
📁 কমলালেবুতে কোন এসিড থাকে ?
➡️ এসকরবিক এসিড ।
📁 টমেটোতে কোন এসিড থাকে ?
➡️ ম্যালিক এসিড।
📁 লেবুর রসে কোন এসিড থাকে ?
➡️ সাইট্রিক এসিড।
📁 আপেলে কোন এসিড থাকে ?
➡️ ম্যালিক এসিড ।
📁 দুধে কোন এসিড থাকে ?
➡️ ল্যাকটিক এসিড।
📁 কচু খেলে গলা চুলকায় কেন ?
➡️ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
📁 রেকটিফাইড স্পিরিট কি ?
➡️ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
📁 ডিডিটির পূর্ণরূপ কি ?
➡️ ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন ।
📁 টিএনটির পূর্ণরুপ কি ?
➡️ ট্রাই নাইট্রো টলুইন ।
📁 সাবানের রাসায়নিক নাম কি ?
➡️ সোডিয়াম স্টিয়ারেট ।
📁 টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
➡️ সোডিয়াম মনোগ্লুটামেট ।
📁 পেট্রোলের অপর নাম কি ?
➡️ গ্যাসোলিন ।
📁 মানবদেহে জিনের সংখ্যা কত ?
➡️ ৪০০০০ ।
📁 RNA তে কি থাকে না ?
➡️ থায়ামিন থাকে না ।
📁 RNA এর প্রধান কাজ কি ?
➡️ প্রোটিন তৈরী ।
📁 লাফিং গ্যাস কি ?
➡️ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
📁 দার্শনিকের উল কি ?
➡️ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
📁 সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ?
➡️ জিংক ।
📁 কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ?
➡️ এন্টিমনি ।
📁 বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
➡️ কার্বন ।
📁 নির্বোধের সোনা কি ?
➡️ আয়রণ ডি সালফাইড ।
📁 সবচেয়ে সক্রিয় ধাতু কি ?
➡️ পটাসিয়াম ।
📁 স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ?
➡️ গ্লিসারিন ।
📁 বেকিং পাউডার কি ?
➡️ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
📁 কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ?
➡️ জার্মান বিজ্ঞানী উহলার ।
📁 বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ?
➡️ সালফান ।
📁 প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ?
➡️ এমোনিয়ার ।
📁 একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ?
➡️ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি।
📁 জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ?
➡️ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
📁 কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ?
➡️ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি ।
📁 কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ?
➡️ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি।
📁 মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ১২ টি ।
📁 কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৭৮টি ।
📁 গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৬০টি ।
📁 মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৭৮টি ।
📁 ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ?
➡️ ৫৪টি ।
📁 DNA তে কি থাকে না ?
➡️ ইউরাসিল থাকে না ।
📁 পাকা কলায় কি থাকে ?
➡️ এমাইল এসিটেট ।
📁 পাকা আনারসে কি থাকে ?
➡️ ইথাইল এসিটেট ।
📁 পাকা কমলায় কি থাকে ?
➡️ অকটাইল এসিটেট ।
📁 ভাইরাসজনিত রোগগুলো কি কি ?
➡️ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
📁 ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ?
➡️ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
📁 মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ?
➡️ জেরোফাইট।
👍5