৪৭. প্রিয়দর্শিকা বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: প্রিয়দর্শিকা বইটির লেখক হর্ষবর্ধন। এটি একটি গ্রন্থ যা তার শাসনকাল ও রাজ্যের বিষয়ে বর্ণনা করে।
৪৮. রত্নাবলী বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: রত্নাবলী বইটির লেখক হর্ষবর্ধন। এটি একটি প্রাচীন সাহিত্যিক গ্রন্থ যা তার সময়ের সামাজিক ও রাজনৈতিক অবস্থা তুলে ধরে।
৪৯. বর্তমান ভারত বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: বর্তমান ভারত বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ করে।
৫০. প্রাচ্য ও প্রাশ্চাত্য বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: প্রাচ্য ও প্রাশ্চাত্য বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি প্রাচ্য ও প্রাশ্চাত্যের সভ্যতার তুলনামূলক বিশ্লেষণ করে।
৫১. পরিব্রাজক বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: পরিব্রাজক বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি তার ধর্মীয় ও আধ্যাত্মিক যাত্রার বিবরণ দেয়।
উত্তর: প্রিয়দর্শিকা বইটির লেখক হর্ষবর্ধন। এটি একটি গ্রন্থ যা তার শাসনকাল ও রাজ্যের বিষয়ে বর্ণনা করে।
৪৮. রত্নাবলী বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: রত্নাবলী বইটির লেখক হর্ষবর্ধন। এটি একটি প্রাচীন সাহিত্যিক গ্রন্থ যা তার সময়ের সামাজিক ও রাজনৈতিক অবস্থা তুলে ধরে।
৪৯. বর্তমান ভারত বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: বর্তমান ভারত বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ করে।
৫০. প্রাচ্য ও প্রাশ্চাত্য বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: প্রাচ্য ও প্রাশ্চাত্য বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি প্রাচ্য ও প্রাশ্চাত্যের সভ্যতার তুলনামূলক বিশ্লেষণ করে।
৫১. পরিব্রাজক বইটির লেখক কে এবং এটি কিসের উপর লেখা?
উত্তর: পরিব্রাজক বইটির লেখক স্বামী বিবেকানন্দ। এটি তার ধর্মীয় ও আধ্যাত্মিক যাত্রার বিবরণ দেয়।
জেনারেল স্টাডিস - MCQ প্রশ্ন ও উত্তর
১. ভারতবর্ষ পৃথিবীর কতখানি স্থান জুড়ে রয়েছে?
a) ১.৮%
b) ২.০%
c) ২.৪%
d) ২.৭%
উত্তর: c) ২.৪%
অতিরিক্ত তথ্য: ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ এবং ষষ্ঠ বৃহত্তম ভূখণ্ডের দেশ।
২. NASA এর মূখ্যালয় কোথায় অবস্থিত?
a) নিউ ইয়র্ক
b) লস অ্যাঞ্জেলস
c) ওয়াশিংটন ডিসি
d) সান ফ্রান্সিসকো
উত্তর: c) ওয়াশিংটন ডিসি
অতিরিক্ত তথ্য: NASA (National Aeronautics and Space Administration) মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ এবং বায়ুমণ্ডলীয় গবেষণা সংস্থা।
৩. ভারতের প্রথম সুপার কম্পিউটারটির নাম কী?
a) পরম ৫০০০
b) পরম ৭০০০
c) পরম ৮০০০
d) পরম ৯০০০
উত্তর: c) পরম ৮০০০
অতিরিক্ত তথ্য: "পরম ৮০০০" ভারতের প্রথম সুপার কম্পিউটার যা ১৯৯৮ সালে চালু হয়েছিল।
৪. ইনফ্রারেড কী?
a) তাপীয় রশ্মি
b) ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি
c) আলোর রশ্মি
d) অডিও রশ্মি
উত্তর: b) ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি
অতিরিক্ত তথ্য: ইনফ্রারেড রশ্মি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি যা মানুষের চোখে দৃশ্যমান নয় কিন্তু তাপের অনুভূতি দেয়।
৫. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) গান্ধীজি
b) জওহরলাল নেহেরু
c) মতিলাল নেহেরু
d) সর্দার প্যাটেল
উত্তর: c) মতিলাল নেহেরু
অতিরিক্ত তথ্য: স্বরাজ পার্টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ এর প্রতিষ্ঠাতা।
৬. স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
a) শিকাগো
b) নিউ ইয়র্ক
c) লস অ্যাঞ্জেলস
d) সান ফ্রান্সিসকো
উত্তর: b) নিউ ইয়র্ক
অতিরিক্ত তথ্য: স্ট্যাচু অফ লিবার্টি একটি মূর্তি যা স্বাধীনতার প্রতীক হিসেবে নিউ ইয়র্ক হারবারে অবস্থিত এবং ১৮৮৬ সালে উন্মোচিত হয়।
৭. স্টিললেস স্টিল কী?
a) একটি ধাতু
b) একটি অ্যালোয়
c) একটি রাসায়নিক যৌগ
d) একটি প্রাকৃতিক উপাদান
উত্তর: b) একটি অ্যালোয়
অতিরিক্ত তথ্য: স্টিললেস স্টিল একটি ধাতু যেটি প্রধানত লোহা, ক্রোমিয়াম, এবং কিছু সময় নিকেল দিয়ে তৈরি।
৮. গান পাউডারে মূলত কোন যৌগ থাকে?
a) সোডিয়াম ক্লোরাইড
b) পটাশিয়াম নাইট্রেট
c) ক্যালসিয়াম কারবোনেট
d) সিলিকা
উত্তর: b) পটাশিয়াম নাইট্রেট
অতিরিক্ত তথ্য: গান পাউডার বা ব্ল্যাক পাউডার একটি বিস্ফোরক মিশ্রণ যা পটাশিয়াম নাইট্রেট, কোল, এবং সিলিকা সমন্বয়ে তৈরি।
৯. ICT এর পুরো নাম কী?
a) ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি
b) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
c) ইনফরমেশন অ্যান্ড কালচারাল টেকনোলজি
d) ইনফরমেশন অ্যান্ড কম্পিউটেশনাল টেকনোলজি
উত্তর: b) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
অতিরিক্ত তথ্য: ICT তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সমন্বয় যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, এবং যোগাযোগে ব্যবহৃত হয়।
১০. তাসখন্দ ঘোষণা পত্র ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পর জারি হয়েছিল তা কত সালে হয়েছিল?
a) ১৯৫৫
b) ১৯৬০
c) ১৯৬৫
d) ১৯৭১
উত্তর: c) ১৯৬৫
অতিরিক্ত তথ্য: তাসখন্দ ঘোষণা পত্র ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল।
১১. প্রথম কোন ব্যক্তি মহাকাশে পদাচরণ করেছিলেন?
a) ইউরি গাগারিন
b) নিল আর্মস্ট্রং
c) আলেক্সি লিওনভ
d) জাঁ-পিয়ের সেরেন
উত্তর: c) আলেক্সি লিওনভ
অতিরিক্ত তথ্য: আলেক্সি লিওনভ ১৯৬৫ সালে প্রথম মহাকাশে হাঁটার অভিজ্ঞতা লাভ করেন।
১২. ভারতের স্বাধীনতা সংগ্রাম বলতে কী বোঝায়?
a) ব্রিটিশ রাজের অবসান
b) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান
c) ফরাসি রাজত্বের অবসান
d) পর্তুগীজ শাসনের অবসান
উত্তর: b) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান
অতিরিক্ত তথ্য: স্বাধীনতা সংগ্রাম মূলত দুইটি পর্বে বিভক্ত: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রাম।
১৩. সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে গাড়ির ইঞ্জিনে কার্বন জাতীয় পদার্থ গুলির অসম্পূর্ণ দহনের ফলে কী উৎপন্ন হয়?
a) কার্বন ডাইঅক্সাইড
b) কার্বন মনোক্সাইড
c) মিথেন
d) অমোনিয়া
উত্তর: b) কার্বন মনোক্সাইড
অতিরিক্ত তথ্য: কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস যা ইঞ্জিনের অসম্পূর্ণ দহন থেকে উৎপন্ন হয়।
১৪. কুইপার বেল্ট কী?
a) সূর্যের চারপাশের উপগ্রহ
b) নেপচুনের চারপাশের মহাজাগতিক বস্তু
c) মঙ্গল গ্রহের চারপাশের বস্তু
d) পৃথিবীর চারপাশের রিং
উত্তর: b) নেপচুনের চারপাশের মহাজাগতিক বস্তু
অতিরিক্ত তথ্য: কুইপার বেল্ট হল সূর্যের চারপাশে হিম শীতল বস্তুগুলির একটি অঞ্চল।
১৫. চিনা পর্যটক ফাইনেন কার শাসনকালে ভারতে এসেছিলেন?
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) অশোক
d) বাবর
উত্তর: b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
অতিরিক্ত তথ্য: চিনা পর্যটক ফাইনেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে এসেছিলেন এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন।
১. ভারতবর্ষ পৃথিবীর কতখানি স্থান জুড়ে রয়েছে?
a) ১.৮%
b) ২.০%
c) ২.৪%
d) ২.৭%
উত্তর: c) ২.৪%
অতিরিক্ত তথ্য: ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ এবং ষষ্ঠ বৃহত্তম ভূখণ্ডের দেশ।
২. NASA এর মূখ্যালয় কোথায় অবস্থিত?
a) নিউ ইয়র্ক
b) লস অ্যাঞ্জেলস
c) ওয়াশিংটন ডিসি
d) সান ফ্রান্সিসকো
উত্তর: c) ওয়াশিংটন ডিসি
অতিরিক্ত তথ্য: NASA (National Aeronautics and Space Administration) মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ এবং বায়ুমণ্ডলীয় গবেষণা সংস্থা।
৩. ভারতের প্রথম সুপার কম্পিউটারটির নাম কী?
a) পরম ৫০০০
b) পরম ৭০০০
c) পরম ৮০০০
d) পরম ৯০০০
উত্তর: c) পরম ৮০০০
অতিরিক্ত তথ্য: "পরম ৮০০০" ভারতের প্রথম সুপার কম্পিউটার যা ১৯৯৮ সালে চালু হয়েছিল।
৪. ইনফ্রারেড কী?
a) তাপীয় রশ্মি
b) ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি
c) আলোর রশ্মি
d) অডিও রশ্মি
উত্তর: b) ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি
অতিরিক্ত তথ্য: ইনফ্রারেড রশ্মি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি যা মানুষের চোখে দৃশ্যমান নয় কিন্তু তাপের অনুভূতি দেয়।
৫. স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
a) গান্ধীজি
b) জওহরলাল নেহেরু
c) মতিলাল নেহেরু
d) সর্দার প্যাটেল
উত্তর: c) মতিলাল নেহেরু
অতিরিক্ত তথ্য: স্বরাজ পার্টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাশ এর প্রতিষ্ঠাতা।
৬. স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
a) শিকাগো
b) নিউ ইয়র্ক
c) লস অ্যাঞ্জেলস
d) সান ফ্রান্সিসকো
উত্তর: b) নিউ ইয়র্ক
অতিরিক্ত তথ্য: স্ট্যাচু অফ লিবার্টি একটি মূর্তি যা স্বাধীনতার প্রতীক হিসেবে নিউ ইয়র্ক হারবারে অবস্থিত এবং ১৮৮৬ সালে উন্মোচিত হয়।
৭. স্টিললেস স্টিল কী?
a) একটি ধাতু
b) একটি অ্যালোয়
c) একটি রাসায়নিক যৌগ
d) একটি প্রাকৃতিক উপাদান
উত্তর: b) একটি অ্যালোয়
অতিরিক্ত তথ্য: স্টিললেস স্টিল একটি ধাতু যেটি প্রধানত লোহা, ক্রোমিয়াম, এবং কিছু সময় নিকেল দিয়ে তৈরি।
৮. গান পাউডারে মূলত কোন যৌগ থাকে?
a) সোডিয়াম ক্লোরাইড
b) পটাশিয়াম নাইট্রেট
c) ক্যালসিয়াম কারবোনেট
d) সিলিকা
উত্তর: b) পটাশিয়াম নাইট্রেট
অতিরিক্ত তথ্য: গান পাউডার বা ব্ল্যাক পাউডার একটি বিস্ফোরক মিশ্রণ যা পটাশিয়াম নাইট্রেট, কোল, এবং সিলিকা সমন্বয়ে তৈরি।
৯. ICT এর পুরো নাম কী?
a) ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি
b) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
c) ইনফরমেশন অ্যান্ড কালচারাল টেকনোলজি
d) ইনফরমেশন অ্যান্ড কম্পিউটেশনাল টেকনোলজি
উত্তর: b) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি
অতিরিক্ত তথ্য: ICT তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সমন্বয় যা তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, এবং যোগাযোগে ব্যবহৃত হয়।
১০. তাসখন্দ ঘোষণা পত্র ভারত-পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পর জারি হয়েছিল তা কত সালে হয়েছিল?
a) ১৯৫৫
b) ১৯৬০
c) ১৯৬৫
d) ১৯৭১
উত্তর: c) ১৯৬৫
অতিরিক্ত তথ্য: তাসখন্দ ঘোষণা পত্র ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল।
১১. প্রথম কোন ব্যক্তি মহাকাশে পদাচরণ করেছিলেন?
a) ইউরি গাগারিন
b) নিল আর্মস্ট্রং
c) আলেক্সি লিওনভ
d) জাঁ-পিয়ের সেরেন
উত্তর: c) আলেক্সি লিওনভ
অতিরিক্ত তথ্য: আলেক্সি লিওনভ ১৯৬৫ সালে প্রথম মহাকাশে হাঁটার অভিজ্ঞতা লাভ করেন।
১২. ভারতের স্বাধীনতা সংগ্রাম বলতে কী বোঝায়?
a) ব্রিটিশ রাজের অবসান
b) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান
c) ফরাসি রাজত্বের অবসান
d) পর্তুগীজ শাসনের অবসান
উত্তর: b) ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান
অতিরিক্ত তথ্য: স্বাধীনতা সংগ্রাম মূলত দুইটি পর্বে বিভক্ত: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রাম।
১৩. সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে গাড়ির ইঞ্জিনে কার্বন জাতীয় পদার্থ গুলির অসম্পূর্ণ দহনের ফলে কী উৎপন্ন হয়?
a) কার্বন ডাইঅক্সাইড
b) কার্বন মনোক্সাইড
c) মিথেন
d) অমোনিয়া
উত্তর: b) কার্বন মনোক্সাইড
অতিরিক্ত তথ্য: কার্বন মনোক্সাইড একটি বিষাক্ত গ্যাস যা ইঞ্জিনের অসম্পূর্ণ দহন থেকে উৎপন্ন হয়।
১৪. কুইপার বেল্ট কী?
a) সূর্যের চারপাশের উপগ্রহ
b) নেপচুনের চারপাশের মহাজাগতিক বস্তু
c) মঙ্গল গ্রহের চারপাশের বস্তু
d) পৃথিবীর চারপাশের রিং
উত্তর: b) নেপচুনের চারপাশের মহাজাগতিক বস্তু
অতিরিক্ত তথ্য: কুইপার বেল্ট হল সূর্যের চারপাশে হিম শীতল বস্তুগুলির একটি অঞ্চল।
১৫. চিনা পর্যটক ফাইনেন কার শাসনকালে ভারতে এসেছিলেন?
a) প্রথম চন্দ্রগুপ্ত
b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
c) অশোক
d) বাবর
উত্তর: b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
অতিরিক্ত তথ্য: চিনা পর্যটক ফাইনেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে এসেছিলেন এবং ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু লিখেছিলেন।
১৬. রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
a) ইনসুলিন
b) অ্যাড্রেনালিন
c) প্যারাথাইরয়েড হরমোন
d) টেস্টোস্টেরন
উত্তর: c) প্যারাথাইরয়েড হরমোন
অতিরিক্ত তথ্য: প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে।
১৭. ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
a) ফুটবল
b) ক্রিকেট
c) রোয়িং
d) হকি
উত্তর: c) রোয়িং
অতিরিক্ত তথ্য: ওয়েলিংটন ট্রফি ভারতের একটি বিখ্যাত রোয়িং প্রতিযোগিতা।
১৮. মানববিজ্ঞান অধ্যায়ন কে কী বলা হয়?
a) সাইকোলজি
b) এন্থ্রোপোলজি
c) জেনেটিক্স
d) ইথনোলজি
উত্তর: b) এন্থ্রোপোলজি
অতিরিক্ত তথ্য: এন্থ্রোপোলজি মানুষের জীবনী, সংস্কৃতি, এবং তাদের বিবর্তন অধ্যয়ন করে।
১৯. ভারতীয় সংবিধানের ১০০ তম সংশোধনীতে কী বলা হয়েছে?
a) রাজ্য বিভাজন
b) বাংলাদেশের কিছু অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করা
c) নতুন আইন প্রবর্তন
d) অর্থনৈতিক সংস্কার
উত্তর: b) বাংলাদেশের কিছু অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করা
অতিরিক্ত তথ্য: ১০০ তম সংশোধনী ভারতের সীমান্ত পরিবর্তনের জন্য প্রবর্তিত হয়েছিল, যা কিছু বাংলাদেশি অঞ্চলের অন্তর্ভুক্তির নির্দেশনা দেয়।
২০. বিখ্যাত গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত?
a) মহারাষ্ট্র
b) তেলেঙ্গানা
c) কর্ণাটক
d) তামিলনাড়ু
উত্তর: b) তেলেঙ্গানা
অতিরিক্ত তথ্য: গোলকুণ্ডা দুর্গ ভারতের একটি ঐতিহাসিক দুর্গ যা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং ১৬শ শতাব্দীতে নির্মিত হয়।
২১. এক্স-রে এর আবিষ্কারক কে?
a) আলবার্ট আইনস্টাইন
b) আইজাক নিউটন
c) উইলহেম রন্টগেন
d) নিকোলা টেসলা
উত্তর: c) উইলহেম রন্টগেন
অতিরিক্ত তথ্য: উইলহেম রন্টগেন ১৮৯৫ সালে এক্স-রে রশ্মি আবিষ্কার করেন এবং তার এই আবিষ্কারের জন্য তিনি ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
২২. ভারতের সবচেয়ে প্রাচীনতম হাইকোর্টটির নাম কী?
a) মুম্বাই হাইকোর্ট
b) ক্যালকাটা হাইকোর্ট
c) চেন্নাই হাইকোর্ট
d) দিল্লি হাইকোর্ট
উত্তর: b) ক্যালকাটা হাইকোর্ট
অতিরিক্ত তথ্য: ক্যালকাটা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট যা ১৮৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
২৩. কোন মুসলিম মহিলা সর্বপ্রথম বিচার বিভাগের উচ্চপদে পৌঁছেছিলেন?
a) বিচারপতি এম ফতিমা বিবি
b) বিচারপতি তানিয়া সিদ্দিকি
c) বিচারপতি হাসিনা সিদ্দিকি
d) বিচারপতি রুমানা সিদ্দিকি
উত্তর: a) বিচারপতি এম ফতিমা বিবি
অতিরিক্ত তথ্য: বিচারপতি এম ফতিমা বিবি ভারতীয় বিচার বিভাগের প্রথম মুসলিম মহিলা বিচারপতি হিসেবে ১৯৮৯ সালে নিয়োগিত হন।
২৪. বৌদ্ধ গুহা কারলা কোন রাজ্যে অবস্থিত?
a) রাজস্থান
b) গুজরাট
c) মহারাষ্ট্র
d) মধ্যপ্রদেশ
উত্তর: c) মহারাষ্ট্র
অতিরিক্ত তথ্য: কারলা গুহাগুলি মহারাষ্ট্রের লোনাভলা শহরের কাছে অবস্থিত এবং এটি প্রথম শতাব্দীর বৌদ্ধ গুহাগুলির মধ্যে অন্যতম।
২৫. ধুমকেতুর লেজ কোন দিকে থাকে?
a) সূর্যের দিকে
b) সূর্যের থেকে দূরে
c) চাঁদের দিকে
d) চাঁদের থেকে দূরে
উত্তর: b) সূর্যের থেকে দূরে
অতিরিক্ত তথ্য: ধুমকেতুর লেজ সবসময় সূর্যের বিপরীত দিকে থাকে, কারণ সূর্যের তাপ ধুমকেতুর বরফের অংশকে গরম করে এবং লেজ গঠন করে।
a) ইনসুলিন
b) অ্যাড্রেনালিন
c) প্যারাথাইরয়েড হরমোন
d) টেস্টোস্টেরন
উত্তর: c) প্যারাথাইরয়েড হরমোন
অতিরিক্ত তথ্য: প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়াতে সাহায্য করে।
১৭. ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
a) ফুটবল
b) ক্রিকেট
c) রোয়িং
d) হকি
উত্তর: c) রোয়িং
অতিরিক্ত তথ্য: ওয়েলিংটন ট্রফি ভারতের একটি বিখ্যাত রোয়িং প্রতিযোগিতা।
১৮. মানববিজ্ঞান অধ্যায়ন কে কী বলা হয়?
a) সাইকোলজি
b) এন্থ্রোপোলজি
c) জেনেটিক্স
d) ইথনোলজি
উত্তর: b) এন্থ্রোপোলজি
অতিরিক্ত তথ্য: এন্থ্রোপোলজি মানুষের জীবনী, সংস্কৃতি, এবং তাদের বিবর্তন অধ্যয়ন করে।
১৯. ভারতীয় সংবিধানের ১০০ তম সংশোধনীতে কী বলা হয়েছে?
a) রাজ্য বিভাজন
b) বাংলাদেশের কিছু অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করা
c) নতুন আইন প্রবর্তন
d) অর্থনৈতিক সংস্কার
উত্তর: b) বাংলাদেশের কিছু অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করা
অতিরিক্ত তথ্য: ১০০ তম সংশোধনী ভারতের সীমান্ত পরিবর্তনের জন্য প্রবর্তিত হয়েছিল, যা কিছু বাংলাদেশি অঞ্চলের অন্তর্ভুক্তির নির্দেশনা দেয়।
২০. বিখ্যাত গোলকুণ্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত?
a) মহারাষ্ট্র
b) তেলেঙ্গানা
c) কর্ণাটক
d) তামিলনাড়ু
উত্তর: b) তেলেঙ্গানা
অতিরিক্ত তথ্য: গোলকুণ্ডা দুর্গ ভারতের একটি ঐতিহাসিক দুর্গ যা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং ১৬শ শতাব্দীতে নির্মিত হয়।
২১. এক্স-রে এর আবিষ্কারক কে?
a) আলবার্ট আইনস্টাইন
b) আইজাক নিউটন
c) উইলহেম রন্টগেন
d) নিকোলা টেসলা
উত্তর: c) উইলহেম রন্টগেন
অতিরিক্ত তথ্য: উইলহেম রন্টগেন ১৮৯৫ সালে এক্স-রে রশ্মি আবিষ্কার করেন এবং তার এই আবিষ্কারের জন্য তিনি ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
২২. ভারতের সবচেয়ে প্রাচীনতম হাইকোর্টটির নাম কী?
a) মুম্বাই হাইকোর্ট
b) ক্যালকাটা হাইকোর্ট
c) চেন্নাই হাইকোর্ট
d) দিল্লি হাইকোর্ট
উত্তর: b) ক্যালকাটা হাইকোর্ট
অতিরিক্ত তথ্য: ক্যালকাটা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট যা ১৮৬২ সালে প্রতিষ্ঠিত হয়।
২৩. কোন মুসলিম মহিলা সর্বপ্রথম বিচার বিভাগের উচ্চপদে পৌঁছেছিলেন?
a) বিচারপতি এম ফতিমা বিবি
b) বিচারপতি তানিয়া সিদ্দিকি
c) বিচারপতি হাসিনা সিদ্দিকি
d) বিচারপতি রুমানা সিদ্দিকি
উত্তর: a) বিচারপতি এম ফতিমা বিবি
অতিরিক্ত তথ্য: বিচারপতি এম ফতিমা বিবি ভারতীয় বিচার বিভাগের প্রথম মুসলিম মহিলা বিচারপতি হিসেবে ১৯৮৯ সালে নিয়োগিত হন।
২৪. বৌদ্ধ গুহা কারলা কোন রাজ্যে অবস্থিত?
a) রাজস্থান
b) গুজরাট
c) মহারাষ্ট্র
d) মধ্যপ্রদেশ
উত্তর: c) মহারাষ্ট্র
অতিরিক্ত তথ্য: কারলা গুহাগুলি মহারাষ্ট্রের লোনাভলা শহরের কাছে অবস্থিত এবং এটি প্রথম শতাব্দীর বৌদ্ধ গুহাগুলির মধ্যে অন্যতম।
২৫. ধুমকেতুর লেজ কোন দিকে থাকে?
a) সূর্যের দিকে
b) সূর্যের থেকে দূরে
c) চাঁদের দিকে
d) চাঁদের থেকে দূরে
উত্তর: b) সূর্যের থেকে দূরে
অতিরিক্ত তথ্য: ধুমকেতুর লেজ সবসময় সূর্যের বিপরীত দিকে থাকে, কারণ সূর্যের তাপ ধুমকেতুর বরফের অংশকে গরম করে এবং লেজ গঠন করে।
গুরুত্বপূর্ণ জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর:
প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উত্তর: গ্লুকাগন।
অতিরিক্ত তথ্য: গ্লুকাগন একটি প্যানক্রিয়াটিক হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য লিভারে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে। এটি ইনসুলিনের বিপরীতভাবে কাজ করে এবং রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে।
প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উত্তর: রেটিনা।
অতিরিক্ত তথ্য: রেটিনা হলো চোখের ভিতরের স্তর, যা আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল। এটি ফোটোরিসেপ্টর কোষ দ্বারা গঠিত যা আলোকে স্নায়ু সংকেতে রূপান্তরিত করে, যা মস্তিষ্কে প্রেরণ করা হয় এবং সেখানে ছবি তৈরি হয়।
প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
উত্তর: বিলিরুবিন।
অতিরিক্ত তথ্য: বিলিরুবিন হিমোগ্লোবিনের ক্ষয়প্রাপ্ত একটি পণ্য, যা রক্তের লোহিত কণিকা ভেঙ্গে গেলে উৎপন্ন হয়। এটি পিত্তরসের একটি প্রধান উপাদান এবং এটি পিত্তের হলুদ-সবুজ রঙের জন্য দায়ী।
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায়?
উত্তর: কিডনীতে।
অতিরিক্ত তথ্য: কিডনি হলো মানব দেহের দুটি প্রধান পরিস্রাবক অঙ্গ, যেখানে রক্তের অপ্রয়োজনীয় বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার করা হয় এবং মূত্র হিসেবে নির্গত হয়। এটি রক্তের পিএইচ, আয়ন এবং তরলের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়ক।
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কী?
উত্তর: থাইরক্সিন।
অতিরিক্ত তথ্য: থাইরক্সিন (T4) একটি গুরুত্বপূর্ণ হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি শরীরের শক্তি উৎপাদন, হৃৎপিণ্ডের কার্যকলাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উত্তর: ৩৫০ মিলিলিটার।
অতিরিক্ত তথ্য: মানব মস্তিষ্ক শরীরের মোট রক্ত সরবরাহের প্রায় ১৫% পায় এবং প্রতি মিনিটে ৩৫০ থেকে ৭৫০ মিলিলিটার রক্ত সরবরাহ করা হয়। এটি মস্তিষ্কের সঠিক কার্যক্রমের জন্য অপরিহার্য।
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উত্তর: পেপসিন।
অতিরিক্ত তথ্য: পেপসিন পাকস্থলীতে নিঃসৃত একটি প্রধান প্রোটিওলাইটিক এনজাইম যা প্রোটিনকে ছোট পেপটাইডে ভেঙ্গে দেয়, যা পরবর্তীতে দেহে শোষিত হয়। এটি সাধারণত পাকস্থলীতে অ্যাসিডিক পরিবেশে সক্রিয় থাকে।
প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোকস্থলের পর্দাটির নাম কি?
উত্তর: টিম্পানিক পর্দা।
অতিরিক্ত তথ্য: টিম্পানিক পর্দা বা কানের পর্দা হলো একটি পাতলা পর্দা যা বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের মধ্যে অবস্থিত। এটি শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে, যা শ্রবণ প্রক্রিয়ার প্রথম ধাপ।
প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উত্তর: কার্বন।
অতিরিক্ত তথ্য: কার্বন হলো জীবনের মৌলিক উপাদান, যা সমস্ত জীবিত কোষের গঠন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডিএনএ, প্রোটিন এবং অন্যান্য অণুর মূল উপাদান।
প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?
উত্তর: গ্লাইকোজেন রূপে।
অতিরিক্ত তথ্য: গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি পলিস্যাকারাইড, যা যকৃত এবং পেশী কোষে সঞ্চিত থাকে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় এবং পেশীর খিচুনী শুরু হয়?
উত্তর: প্যারা হরমোন।
অতিরিক্ত তথ্য: প্যারা হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন (PTH) ক্যালসিয়াম, ফসফরাস, এবং ভিটামিন D এর মেটাবোলিজম নিয়ন্ত্রণ করে। এর অভাবে পেশী খিচুনী এবং স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?
উত্তর: অ্যাড্রেনালিন।
অতিরিক্ত তথ্য: অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন একটি হরমোন যা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি "ফাইট অর ফ্লাইট" প্রতিক্রিয়া তৈরি করে। ভয় বা উত্তেজনার সময় এটি রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় এবং শরীরকে সতর্ক অবস্থায় রাখে।
প্রশ্ন: দাড়ি-গোঁফ গজায় কোন হরমোনের জন্য?
উত্তর: টেস্টোস্টেরন।
অতিরিক্ত তথ্য: টেস্টোস্টেরন পুরুষদের প্রধান যৌন হরমোন, যা দাড়ি-গোঁফ, গলার স্বর গভীর করা, এবং পেশী বৃদ্ধি সহ অন্যান্য পুরুষ বৈশিষ্ট্যের জন্য দায়ী।
প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উত্তর: অ্যালডোস্টেরন।
অতিরিক্ত তথ্য: অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি দেহের জল ও লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
উত্তর: গ্লুকাগন।
অতিরিক্ত তথ্য: গ্লুকাগন একটি প্যানক্রিয়াটিক হরমোন যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানোর জন্য লিভারে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে। এটি ইনসুলিনের বিপরীতভাবে কাজ করে এবং রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে।
প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উত্তর: রেটিনা।
অতিরিক্ত তথ্য: রেটিনা হলো চোখের ভিতরের স্তর, যা আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল। এটি ফোটোরিসেপ্টর কোষ দ্বারা গঠিত যা আলোকে স্নায়ু সংকেতে রূপান্তরিত করে, যা মস্তিষ্কে প্রেরণ করা হয় এবং সেখানে ছবি তৈরি হয়।
প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী?
উত্তর: বিলিরুবিন।
অতিরিক্ত তথ্য: বিলিরুবিন হিমোগ্লোবিনের ক্ষয়প্রাপ্ত একটি পণ্য, যা রক্তের লোহিত কণিকা ভেঙ্গে গেলে উৎপন্ন হয়। এটি পিত্তরসের একটি প্রধান উপাদান এবং এটি পিত্তের হলুদ-সবুজ রঙের জন্য দায়ী।
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায়?
উত্তর: কিডনীতে।
অতিরিক্ত তথ্য: কিডনি হলো মানব দেহের দুটি প্রধান পরিস্রাবক অঙ্গ, যেখানে রক্তের অপ্রয়োজনীয় বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার করা হয় এবং মূত্র হিসেবে নির্গত হয়। এটি রক্তের পিএইচ, আয়ন এবং তরলের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়ক।
প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কী?
উত্তর: থাইরক্সিন।
অতিরিক্ত তথ্য: থাইরক্সিন (T4) একটি গুরুত্বপূর্ণ হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি শরীরের শক্তি উৎপাদন, হৃৎপিণ্ডের কার্যকলাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয়?
উত্তর: ৩৫০ মিলিলিটার।
অতিরিক্ত তথ্য: মানব মস্তিষ্ক শরীরের মোট রক্ত সরবরাহের প্রায় ১৫% পায় এবং প্রতি মিনিটে ৩৫০ থেকে ৭৫০ মিলিলিটার রক্ত সরবরাহ করা হয়। এটি মস্তিষ্কের সঠিক কার্যক্রমের জন্য অপরিহার্য।
প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস?
উত্তর: পেপসিন।
অতিরিক্ত তথ্য: পেপসিন পাকস্থলীতে নিঃসৃত একটি প্রধান প্রোটিওলাইটিক এনজাইম যা প্রোটিনকে ছোট পেপটাইডে ভেঙ্গে দেয়, যা পরবর্তীতে দেহে শোষিত হয়। এটি সাধারণত পাকস্থলীতে অ্যাসিডিক পরিবেশে সক্রিয় থাকে।
প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোকস্থলের পর্দাটির নাম কি?
উত্তর: টিম্পানিক পর্দা।
অতিরিক্ত তথ্য: টিম্পানিক পর্দা বা কানের পর্দা হলো একটি পাতলা পর্দা যা বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের মধ্যে অবস্থিত। এটি শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে, যা শ্রবণ প্রক্রিয়ার প্রথম ধাপ।
প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ?
উত্তর: কার্বন।
অতিরিক্ত তথ্য: কার্বন হলো জীবনের মৌলিক উপাদান, যা সমস্ত জীবিত কোষের গঠন ও কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ডিএনএ, প্রোটিন এবং অন্যান্য অণুর মূল উপাদান।
প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?
উত্তর: গ্লাইকোজেন রূপে।
অতিরিক্ত তথ্য: গ্লাইকোজেন হলো গ্লুকোজের একটি পলিস্যাকারাইড, যা যকৃত এবং পেশী কোষে সঞ্চিত থাকে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় এবং পেশীর খিচুনী শুরু হয়?
উত্তর: প্যারা হরমোন।
অতিরিক্ত তথ্য: প্যারা হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন (PTH) ক্যালসিয়াম, ফসফরাস, এবং ভিটামিন D এর মেটাবোলিজম নিয়ন্ত্রণ করে। এর অভাবে পেশী খিচুনী এবং স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের কারণে?
উত্তর: অ্যাড্রেনালিন।
অতিরিক্ত তথ্য: অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন একটি হরমোন যা অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি "ফাইট অর ফ্লাইট" প্রতিক্রিয়া তৈরি করে। ভয় বা উত্তেজনার সময় এটি রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় এবং শরীরকে সতর্ক অবস্থায় রাখে।
প্রশ্ন: দাড়ি-গোঁফ গজায় কোন হরমোনের জন্য?
উত্তর: টেস্টোস্টেরন।
অতিরিক্ত তথ্য: টেস্টোস্টেরন পুরুষদের প্রধান যৌন হরমোন, যা দাড়ি-গোঁফ, গলার স্বর গভীর করা, এবং পেশী বৃদ্ধি সহ অন্যান্য পুরুষ বৈশিষ্ট্যের জন্য দায়ী।
প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উত্তর: অ্যালডোস্টেরন।
অতিরিক্ত তথ্য: অ্যালডোস্টেরন অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি দেহের জল ও লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে?
উত্তর: অস্থিতে।
অতিরিক্ত তথ্য: অস্থি বা হাড়ে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা ক্যালসিয়ামের সাথে মিলে হাড়ের শক্তি ও কাঠামো বজায় রাখে।
প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পরিপাক নালীর কোন অংশে?
উত্তর: ক্ষুদ্রান্তে।
অতিরিক্ত তথ্য: ক্ষুদ্রান্ত বা ছোট অন্ত্র হলো পরিপাক তন্ত্রের সেই অংশ যেখানে অধিকাংশ পুষ্টিকর উপাদান শোষিত হয়। এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, এবং লিপিডের শোষণ হয়।
প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে?
উত্তর: ডিম্বাণু।
অতিরিক্ত তথ্য: ডিম্বাণু হলো নারী প্রজনন কোষ যা ডিম্বাশয়ে উৎপন্ন হয়। প্রতি মাসে সাধারণত একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এবং নিষিক্ত হলে গর্ভধারণ ঘটায়।
প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
উত্তর: ২৪ টি।
অতিরিক্ত তথ্য: মানুষের করোটি (স্কাল) ৮টি প্রধান অস্থি দ্বারা গঠিত এবং মোট ২৪টি অস্থি সমন্বয়ে গঠিত হয়। এই অস্থিগুলো মস্তিষ্ক এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গসমূহকে সুরক্ষা প্রদান করে।
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উত্তর: ৭২।
অতিরিক্ত তথ্য: একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার হয়ে থাকে, তবে সাধারণত এটি ৭২ বার হয়।
প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায়?
উত্তর: লসিকায়।
অতিরিক্ত তথ্য: ধমনী হলো সেই রক্তনালী যা অক্সিজেনযুক্ত
উত্তর: অস্থিতে।
অতিরিক্ত তথ্য: অস্থি বা হাড়ে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা ক্যালসিয়ামের সাথে মিলে হাড়ের শক্তি ও কাঠামো বজায় রাখে।
প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পরিপাক নালীর কোন অংশে?
উত্তর: ক্ষুদ্রান্তে।
অতিরিক্ত তথ্য: ক্ষুদ্রান্ত বা ছোট অন্ত্র হলো পরিপাক তন্ত্রের সেই অংশ যেখানে অধিকাংশ পুষ্টিকর উপাদান শোষিত হয়। এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, এবং লিপিডের শোষণ হয়।
প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে?
উত্তর: ডিম্বাণু।
অতিরিক্ত তথ্য: ডিম্বাণু হলো নারী প্রজনন কোষ যা ডিম্বাশয়ে উৎপন্ন হয়। প্রতি মাসে সাধারণত একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় এবং নিষিক্ত হলে গর্ভধারণ ঘটায়।
প্রশ্ন: মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?
উত্তর: ২৪ টি।
অতিরিক্ত তথ্য: মানুষের করোটি (স্কাল) ৮টি প্রধান অস্থি দ্বারা গঠিত এবং মোট ২৪টি অস্থি সমন্বয়ে গঠিত হয়। এই অস্থিগুলো মস্তিষ্ক এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গসমূহকে সুরক্ষা প্রদান করে।
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?
উত্তর: ৭২।
অতিরিক্ত তথ্য: একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার হয়ে থাকে, তবে সাধারণত এটি ৭২ বার হয়।
প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায়?
উত্তর: লসিকায়।
অতিরিক্ত তথ্য: ধমনী হলো সেই রক্তনালী যা অক্সিজেনযুক্ত
https://ssctricks.in/oasis-scholarship-new-update/
*জেনে নিন ২০২৩-২০২৪ সালের SC/ST/OBC স্কলারশিপ টাকা কবে ঢুকবে*
*জেনে নিন ২০২৩-২০২৪ সালের SC/ST/OBC স্কলারশিপ টাকা কবে ঢুকবে*
SSC Tricks News
OASIS Scholarship New Update: জেনে নিন ২০২৩-২০২৪ সালের SC/ST/OBC স্কলারশিপ টাকা কবে ঢুকবে - SSC Tricks News
OASIS Scholarship New Update: আজ আমরা রাজ্যের সকল SC/ST/OBC পড়ুয়াদের ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চলেছি। বর্তমানে, ২০২৪ থেকে
https://ssctricks.in/great-news-again-published-circular-for-the-recruitment-of-anganwadi-workers-and-assistants-834-vacancies/
*বিরাট সুখবর! ফের বিজ্ঞপ্তি প্রকাশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের, শূন্যপদ ৮৩৪টি*
*বিরাট সুখবর! ফের বিজ্ঞপ্তি প্রকাশ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের, শূন্যপদ ৮৩৪টি*
https://ssctricks.in/kotak-kanya-scholarship-2024-25/
*এবার বছরে ১০ হাজার টাকা পান এই স্কলারশিপের মাধ্যমে! আবেদন করুন এখনই*
*এবার বছরে ১০ হাজার টাকা পান এই স্কলারশিপের মাধ্যমে! আবেদন করুন এখনই*
কম দামে ভালো মানের জামাকাপড় কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ক্যাশ অন ডেলিভারি পাবেন! তাড়াতাড়ি করুন, স্টক সীমিত!
*পছন্দ না হলে খুব সহজেই রিটার্ন করতে পারবেন* 😊
*এখনই ভিজিট করুন!*
https://myshopprime.com/tarakexamcenter/px0tpbs
👆👆👆👆👆👆👆
*পছন্দ না হলে খুব সহজেই রিটার্ন করতে পারবেন* 😊
*এখনই ভিজিট করুন!*
https://myshopprime.com/tarakexamcenter/px0tpbs
👆👆👆👆👆👆👆
আমাদের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য একটি অভিজ্ঞ ম্যাথ শিক্ষকের সন্ধান করছি, যিনি কম্পিটিটিভ এক্সাম যেমন WBCS, SSC, PSC, RRB, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে শিক্ষাদান করতে ইচ্ছুক।
*আবশ্যিক যোগ্যতা:*
কম্পিটিটিভ এক্সাম ম্যাথ পড়ানোর ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা।
ইউটিউব বা অনলাইন মাধ্যমে পড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি।
বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য সহজ এবং ফলপ্রসূভাবে ম্যাথ ব্যাখ্যা করার দক্ষতা।
সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কোর্স মডিউল তৈরি করার ক্ষমতা।
যোগাযোগের নম্বর: [ WhatsApp করুন 9635450474]
আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সাফল্যের পথে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হোন!
*আবশ্যিক যোগ্যতা:*
কম্পিটিটিভ এক্সাম ম্যাথ পড়ানোর ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা।
ইউটিউব বা অনলাইন মাধ্যমে পড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি।
বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য সহজ এবং ফলপ্রসূভাবে ম্যাথ ব্যাখ্যা করার দক্ষতা।
সময়ানুবর্তিতা এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কোর্স মডিউল তৈরি করার ক্ষমতা।
যোগাযোগের নম্বর: [ WhatsApp করুন 9635450474]
আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সাফল্যের পথে নিয়ে যেতে আমাদের সাথে যুক্ত হোন!
LISTIV_13122024.pdf
196.2 KB
SSC️ GD: 🔥 Result List 🔥
Recruitment of Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination, 2024 – List of debarred candidates (List-IV)
Recruitment of Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination, 2024 – List of debarred candidates (List-IV)
অনেকদিন পর আপনাদের জন্য একটি বিশেষ আপডেট নিয়ে এসেছি। NTPC 2019 one line GK এর 133টি শিফট এর সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল আমাদের অ্যাপে একদম ফ্রিতে দেওয়া হয়েছে।
*কিভাবে পাবেন?*
অ্যাপ ডাউনলোড করে ই-বুক সেকশনে গেলেই সহজে এই রিসোর্সটি পড়তে পারবেন। যারা NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
আজই অ্যাপটি ব্যবহার করে প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন।
*ধন্যবাদ ও শুভকামনা।*
*কিভাবে পাবেন?*
অ্যাপ ডাউনলোড করে ই-বুক সেকশনে গেলেই সহজে এই রিসোর্সটি পড়তে পারবেন। যারা NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
আজই অ্যাপটি ব্যবহার করে প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন।
*ধন্যবাদ ও শুভকামনা।*
আপনারা সবাই আমাদের অ্যাপস। TARAK EXAM CENTER প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
আমাদের অ্যাপটার ভেতরে ই-বুক সেকশন এবং ফ্রি নোট সিলেকশন গেলে আপনি অনেক কিছু ফ্রী পাবেন।
*Ebook সেকশন* Railway NTPC previous year and WBP 30 টি স্পেশাল প্র্যাক্টিস সেট পাবেন একদম ফ্রিতে।
*Free Notas সেকশন* সমস্ত জিকে তালিকা পাবেন আরো অনেক কিছু নোটস কিছুদিনের মধ্যে আপডেট করা হবে।।
*সবাই আমাদের এই ডাউনলোড করে নিন।*
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
আমাদের অ্যাপটার ভেতরে ই-বুক সেকশন এবং ফ্রি নোট সিলেকশন গেলে আপনি অনেক কিছু ফ্রী পাবেন।
*Ebook সেকশন* Railway NTPC previous year and WBP 30 টি স্পেশাল প্র্যাক্টিস সেট পাবেন একদম ফ্রিতে।
*Free Notas সেকশন* সমস্ত জিকে তালিকা পাবেন আরো অনেক কিছু নোটস কিছুদিনের মধ্যে আপডেট করা হবে।।
*সবাই আমাদের এই ডাউনলোড করে নিন।*
👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
Happy New Year 2025 😊
*🔥কম্বাইন 50,000+ M.C.Q PDF কোর্স 2025❤🔥*
*🗒️কম্বাইন PDF কোর্সে কি কি পাবে❓*
*✅ ইতিহাস ::* 10,000+ MCQ
*✅ ভূগোল ::* 10,000+ MCQ
*✅ বিজ্ঞান ::* 10,000+ MCQ
*✅পলিটি ::* 10,000+ MCQ
*✅ স্ট্যাটিক জিকে ::* 10,000+ MCQ
*প্রতিটি বিষয়ের উপর নির্ভুল টেস্ট সিরিজ*
★ ★ *এই নোটসগুলো আস্তে আস্তে তোমাদের ব্যাচে আপলোড হতে থাকবে।*★ ★
সমস্ত বিষয় ভিত্তিক পিডিএফ গুলো আপনি *ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।।*
*🗒️কোন কোন পরীক্ষা উপযোগী ❓*
*WBP★KP★PSC★SSC★RAIL ★WBCS★Every Group C & D*
*🔥🔥কোর্স মূল্য ও অফার❓*
*মূল্য: 699 টাকা*
বিশেষ অফার: *মাত্র 399 টাকায়* ( সীমিত সময়ের জন্য)
*🗒️কোর্সের বৈধতা ::* 2025 সাল পর্যন্ত
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
*🗒️কম্বাইন PDF কোর্সে কি কি পাবে❓*
*✅ ইতিহাস ::* 10,000+ MCQ
*✅ ভূগোল ::* 10,000+ MCQ
*✅ বিজ্ঞান ::* 10,000+ MCQ
*✅পলিটি ::* 10,000+ MCQ
*✅ স্ট্যাটিক জিকে ::* 10,000+ MCQ
*প্রতিটি বিষয়ের উপর নির্ভুল টেস্ট সিরিজ*
★ ★ *এই নোটসগুলো আস্তে আস্তে তোমাদের ব্যাচে আপলোড হতে থাকবে।*★ ★
সমস্ত বিষয় ভিত্তিক পিডিএফ গুলো আপনি *ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।।*
*🗒️কোন কোন পরীক্ষা উপযোগী ❓*
*WBP★KP★PSC★SSC★RAIL ★WBCS★Every Group C & D*
*🔥🔥কোর্স মূল্য ও অফার❓*
*মূল্য: 699 টাকা*
বিশেষ অফার: *মাত্র 399 টাকায়* ( সীমিত সময়ের জন্য)
*🗒️কোর্সের বৈধতা ::* 2025 সাল পর্যন্ত
https://play.google.com/store/apps/details?id=com.vmucma.xwsujf
*শীঘ্রই আসছে আমাদের নতুন কোর্স!*
আমাদের টিম গত দেড় বছর ধরে এই কোর্সটি তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই এই বিশেষ কোর্সটি লঞ্চ করতে চলেছি।
তোমরা সকলেই জানো, বিগত বছরের জিকে প্রশ্ন উত্তর সমস্ত ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কোর্সে থাকবে সেই সমস্ত বিগত বছরের জিকে প্রশ্ন উত্তর , যা তোমার সাফল্যের পথকে আরও সহজ করে তুলবে।
কোর্সটি লঞ্চের সময় বিশেষ অফার থাকবে, তাই পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই গ্রুপে চোখ রাখো এবং দ্রুত সুযোগটি কাজে লাগাও। আগে থেকেই সকলকে জানানো হলো, যেন কেউ সুযোগ হারিয়ে না ফেলে।
আমাদের টিম গত দেড় বছর ধরে এই কোর্সটি তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই এই বিশেষ কোর্সটি লঞ্চ করতে চলেছি।
তোমরা সকলেই জানো, বিগত বছরের জিকে প্রশ্ন উত্তর সমস্ত ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কোর্সে থাকবে সেই সমস্ত বিগত বছরের জিকে প্রশ্ন উত্তর , যা তোমার সাফল্যের পথকে আরও সহজ করে তুলবে।
কোর্সটি লঞ্চের সময় বিশেষ অফার থাকবে, তাই পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই গ্রুপে চোখ রাখো এবং দ্রুত সুযোগটি কাজে লাগাও। আগে থেকেই সকলকে জানানো হলো, যেন কেউ সুযোগ হারিয়ে না ফেলে।
PSC Miscellaneous, WBP, MTS,WBCS,SSC, Railway সহ সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জিকে প্রস্তুতির অন্যতম সেরা ঠিকানা TARAK EXAM CENTRE ভবিষ্যতের লক্ষ্যে সফল হওয়ার জন্য 34 হাজার জিকে PDF আজ থেকে ভালো করে প্র্যাকটিস করুন। *মুল্য - 399*
আজকে অফার 399❌ only 199 Only ✅✅✅✅
*ইতিমধ্যে যে সমস্ত মেম্বাররা PDF টি কিনেছেন তাদের মধ্যে 95 শতাংশ মেম্বার এর PDF টা খুব ভালো লেগেছে।*
🔥 যারা কিনবে আমাদের WhatsApp এ SMS করুন।👇
https://wa.me/message/PFZ4TYJPANV3K1
আজকে অফার 399❌ only 199 Only ✅✅✅✅
*ইতিমধ্যে যে সমস্ত মেম্বাররা PDF টি কিনেছেন তাদের মধ্যে 95 শতাংশ মেম্বার এর PDF টা খুব ভালো লেগেছে।*
🔥 যারা কিনবে আমাদের WhatsApp এ SMS করুন।👇
https://wa.me/message/PFZ4TYJPANV3K1