Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,)
4.77K subscribers
444 photos
5 files
516 links
Wellcome to Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) এই সমস্ত পরীক্ষা নোটস দেয়া হয়।
Download Telegram
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত প্রশ্নোত্তর

1) কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়- ১৯৮৪।
2) বীরভূম জেলায় কয়টি মহকুমা রয়েছে- ৩ টি।
Join our telegram Chanel
Jobs Destination
3) বিখ্যাত কবি বিষ্ণু দে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন- হাওড়া জেলা।
4) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি- রায়গঞ্জ।
5) সুন্দরবনের মোট কতগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে- ১৩টি।
6) কত কিমি বদ্বীপ জুড়ে সুন্দরবন অবস্থিত- ২৬০ কিমি।
7) মেখলিগঞ্জ মহাকুমা কোন জেলার অন্তর্গত - কোচবিহার জেলা।
8) নদীয়া জেলায় বেশিরভাগ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়- পলি মৃত্তিকা।
9) নদীয়া জেলার সদর শহর এর নাম - কৃষ্ণনগর।
10) বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত- দামোদর।
11) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত- পাঁচটি।
12) ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় - দুইটি ভাগে।
Join our telegram Chanel
Jobs Destination
13) বারাসাত কোন জেলার সদর দপ্তর- উত্তর ২৪ পরগনা।
14) দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত- বঙ্গোপসাগর।
15) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়- ১৯৬৩ সালে।
16) নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল- নবদ্বীপ জেলা।
17) মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের।
18) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি- পুরুলিয়া।
19) পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়- বীরভূম জেলা কে।
20) বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।
21) বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা-কলকাতা।
22) বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত-উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।
23) পরগনা শব্দটি এসেছে কোথা থেকে- ফরাসি শব্দ থেকে।
24) হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত- দুইটি।
যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও
২. উলুবেড়িয়া মহকুমা।
25) নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি।
26) মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম- ত্রিভুজের মত।
27) পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের - পরবর্তী মৃত্তিকা।
28) বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত - ৭৫ শতাংশ।
28) বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া।
29) এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত- ধুবুলিয়ায়।
30) কাকে ভারতের 'রূঢ়' বলা হত - দুর্গাপুরকে।
31) হুগলী জেলার সদর শহরের নাম কি- চুঁচুড়া।
32) পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় - পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।
33) কোচবিহার শব্দের অর্থ কি- কোচ জাতির বাসস্থান।
34) কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি - ১,০৫৬.৫ বর্গকিমি।
Join our telegram Chanel
Jobs Destination
35) আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়- ২০১৪ সালের ২৫ জুন।
36) মিরিক শহর কোথায় অবস্থিত- দার্জিলিং।
37) জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত শতাংশ - ৭৩.২৫ শতাংশ।
38) ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত মিমি- প্রায় ১,৪০০ মিমি।
39) উত্তর দিনাজপুর জেলা কোন বিভাগের অন্তর্গত - মালদা।
40) কোন কোন মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত - বালুরঘাট এবং গঙ্গারামপুর।
41) মালদা জেলা কিসের জন্য বিখ্যাত- ফজলি আম।
42) কত সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন - ১৭৫৬ সালে।
43) উওর ২৪ পরগনা জেলার আয়তন কত- ৪,০৯৪ বর্গকিমি।
44) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস কি - মৎস্যচাষ।
45) হাওড়া জেলার জলবায়ু কি ধরনের - উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।
46) পশ্চিমবঙ্গের কোথায় কোন মহকুমার নেই- কলকাতা।
47) মালদা কোন নদীর তীরে অবস্থিত - মহানন্দ।
48) পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় - ডঃ বিধান চন্দ্র রায়কে।
49) পশ্চিমবঙ্গে রবারের চাষ কোথায় হয় - জলপাইগুড়ি।
50) কোন কথা থাকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে- "কিলকিলা" (অর্থাৎ "চ্যাপ্টা এলাকা")।
👍176🔥2
WBCS Preliminary Exam Solved Question Paper 2006-2021 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://www.tarakexamcenter.in/2023/07/wbcs-preliminary-exam-solved-question_45.html
❇️ দিল্লি সালতানাত - মামলুক বা দাস রাজবংশ (1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ) ❇️

🔹 কুতুবুদ্দিন আইবক (1206 - 1210)-
1. মহম্মদ ঘোরি কর্তৃক 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয় ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। মুহম্মদ ঘোরীর মৃত্যুর পর তার দাস কুতুবুদ্দিন আইবক দায়িত্ব গ্রহণ করেন এবং দিল্লির প্রথম সুলতান হন।
2. তার উদারতার জন্য, তিনি লক্ষ-বখশ (লাখের দাতা) খেতাব অর্জন করেছিলেন।
3. তিনি দুটি মসজিদ নির্মাণ করেন- দিল্লিতে কুওয়াত-উল-ইসলাম এবং আজমিরে আধাই দিন কা জোনপরা।
4তিনি কুতুব মিনার নির্মাণ শুরু করেন যা বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে উৎসর্গ করা হয়েছিল।
5. তিনি 1210 সালে পোলো খেলতে গিয়ে মারা যান।

🔹 ইলতুৎমিশ (1210 - 1236) -
1. তিনি কুতুবুদ্দিন আইবকের দাস ছিলেন।
2তিনি তার সাম্রাজ্যকে ইকতারে বিভক্ত করেছিলেন, যা ইকতাদারি পদ্ধতি নামে পরিচিত, যার অধীনে বেতনের বিনিময়ে জমি অভিজাত ও কর্মকর্তাদের বরাদ্দ করা হয়েছিল।
3. তিনি রৌপ্য টাঙ্কা এবং তামার জাটা প্রবর্তন করেন – সুলতানি আমলের দুটি আসল মুদ্রা।
4তিনি 1230 সালে মেহরাউলিতে হাউজ-ই-শামসি জলাধার নির্মাণ করেন।
5. তিনি কুতুব মিনার সম্পন্ন করেন।
6. তিনি তুর্কান-ই-চাহালগনি বা চালিসা (40 জন শক্তিশালী তুর্কি অভিজাতদের একটি দল) গঠন করেন।
7. তিনি মঙ্গোলিয়ান নেতা চেঙ্গিস খানের ক্রোধ থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করেছিলেন।

🔹 রাজিয়া সুলতান (1236 - 1240) -
1. তিনি 1236 সালে তার পিতা ইলতুৎমিশের স্থলাভিষিক্ত হন।
2. তিনিই প্রথম মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেন।
3. তিনিই প্রথম এবং শেষ মুসলিম মহিলা যিনি ভারত শাসন করেছিলেন। ,
4. জালালুদ্দিন ইয়াকুত নামে একজন আবিসিনিয়ানকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া তুর্কি কর্তৃপক্ষকে উত্তেজিত করে।
5ইলতুৎমিশের ছেলে বাহরাম শাহের হাতে তিনি তার স্বামী আলতুনিয়াসহ নিহত হন।

🔹 বলবন (1266 - 1286) -
1. বলবন 1266 সালে সিংহাসনে আরোহণ করেন।
2. তার আসল নাম ছিল বাহারউদ্দিন।
3. তিনি তুরকান-ই-চাহালগনি বা চালিসার শক্তিকে চূর্ণ করেন যা সুলতানি শাসনকে স্থিতিশীল করে।
4তিনি সামরিক বিভাগ দিওয়ানি-ই-আরজ প্রতিষ্ঠা করেন।
5. তিনি মঙ্গোলদের পরাজিত করার জন্য সাহেব উলগ খানকে পেয়েছিলেন

আরো নোটস নিতে Click here
👍3
❇️ আধুনিক ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ❇️

প্র: গীতা রহস্যের রচয়িতা কে?
উঃ। - বাল গঙ্গাধর তিলক

প্র: কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী বলেছিলেন "গান্ধী মরতে পারে কিন্তু গান্ধীবাদ চিরকাল বেঁচে থাকবে"
উঃ। - করাচি অধিবেশন 1931

প্রকোন ব্রিটিশ শাসক সংবাদপত্র থেকে বিধান সরিয়ে দিয়েছিলেন?
উত্তর- চার্লস মেটকাফ

প্র. নীল ক্রান্তি কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর – দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস

প্র: রাম মোহন রায়কে কে "রাজা" উপাধি দেন?
উত্তর- আকবর দ্বিতীয়

প্রস্বাধীনতার পরও বহু বছর ধরে গোয়া ভারতের অংশ ছিল না। এই এলাকা কার অধীনে ছিল?
উত্তর- পর্তুগাল

প্র. ভারত ছাড়ো আন্দোলনের সময় কারা কারাগার থেকে পালিয়ে গিয়ে ভূগর্ভস্থ কার্যক্রম পরিচালনা করেছিলেন?
উঃ। জয়প্রকাশ নারায়ণ

প্র: তিনটি গোলটেবিল সম্মেলনে কারা অংশ নিয়েছিলেন?
উঃ। - ডঃ আম্বেদকর

প্রবঙ্গভঙ্গের (1905) বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন কে?
উঃ। - সুরেন্দ্র নাথ ব্যানার্জী

প্র: তাত্য তোপের আসল নাম কী ছিল?
উঃ। - রামচন্দ্র পান্ডুরং
👍31
Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) pinned «আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। Click here»
31. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোনটি?
- গঙ্গোত্রী, উত্তরাখণ্ড

32. গুজরাট ও মহারাষ্ট্র কবে নতুন রাজ্যে পরিণত হয়?
- 1 মে 1960 সালে

33. গোয়া রাজ্য কবে গঠিত হয়? ,
1987 সালের 30 মে

34. চাকমা ও হালমত কোন রাজ্যের উপজাতি?
ত্রিপুরার

35. ছত্তিশগড় রাজ্য কবে গঠিত হয়?
- 1 নভেম্বর 2000 তারিখে

36জনসংখ্যার দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত?
- দ্বিতীয়

37. জম্মু ও কাশ্মীরের যে অংশটি চীনের অধীনে রয়েছে তাকে কী বলা হয়?
- অক্সহাই চীন

38. জায়েদের ফসল কোনটি?
- তরমুজ, শসা, শসা ইত্যাদি।

39. জাওয়ার খনি কোন খনিজটির জন্য বিখ্যাত?
জিংক উৎপাদনের জন্য

40জোজিলা পাস কোন রাজ্যে অবস্থিত?
- জম্মু ও কাশ্মীর

41. ঝাড়খণ্ড রাজ্য কবে গঠিত হয়?
- 15 নভেম্বর 2000 তারিখে

42. তেহরি বাঁধ কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত?
ভাগীরথী ও ভিলাঙ্গানা নদী

43. টোডা উপজাতি কোথায় পাওয়া যায়?
নীলগিরি পাহাড়ে

44ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন কবে নির্ধারিত হয়?
- 1896 সালে

45. ভারতের দীর্ঘতম নদী কোনটি ব-দ্বীপ গঠন করে না?
নর্মদা নদী

আরো নোটস নিতে Click here

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
👍12
সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. 'চোখ দান'-এ রোগীর চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয়?
উত্তর ➺ কর্নিয়া

2. পেডিয়াট্রিক্সের সাথে কী সম্পর্কিত?
উত্তর ➺ শিশুদের রোগ থেকে

3. রক্তে হাইপোগ্লাইসেমিয়া নামক রোগের অভাবে হয়?
উত্তর ➺ গ্লুকোজের অভাবে

4. বিজ্ঞানের এগ্রোস্টোলজি শাখায় কী অধ্যয়ন করা হয়?
উত্তর ➺ ঘাসের

5. কোন অঙ্গ দ্বারা মানুষের গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়?
উত্তর ➺ পেট থেকে

6. শিশুদের ডিটিপি ভ্যাকসিন কোন রোগ থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়?
উত্তর ➺ টিটেনাস, ডিপথেরিয়া এবং হুপিং কাশি

7. রাসায়নিকভাবে চিনি কি?
উত্তর ➺ কার্বোহাইড্রেট (সুক্রোজ)

8. কোন খনিজকে 'মূর্খের সোনা' বলা হয়?
উত্তর ➺ পাইরাইট

9. লাল সীসার রাসায়নিক সূত্র কি?
উত্তর ➺ Pb3O4

10কোন ছাগলকে 'বিশ্বের দুধের রানী' বলা হয়?
উত্তর ➺ সানেন

আরো নোটস নিতে Click here

🔰🔰🔰🔰🔰🔰
👍10🥰4