Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,)
4.75K subscribers
446 photos
5 files
523 links
Wellcome to Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) এই সমস্ত পরীক্ষা নোটস দেয়া হয়।
Download Telegram
তোমরা যারা এই পরীক্ষা WBP LADY কনস্টেবল , KOLKATA POLICE CONSTABLE , WBP কনস্টেবল, WBP SI & CONSTABLE , WBPSC MISCELLANEOUS, WBCS PRELIMS,WBPSC FOOD SI, MTS গুলো দেবে তাদের অনেক উপকার হবে বাংলা এই প্রথমবার 34 হাজার জিকে। দাম মাত্র 399 টাকা কিন্তু *রাখি বন্ধনের এর জন্য আজ অফার 199 টাকা আজকের জন্য।*

যারা নেবে তারা আজই যোগাযোগ করুন 👉 https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
👍2
34 হাজার জিকে এটা আমাদের সেন্টার এর *PDF* যারা নেবেন আজ অফার আছে তারা sms করুন। এটা *PDF only*

নিতে sms করুন 👉https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
Food Si জিকে পর্ব:- 1
০১. বাংলা সাহিত্যে কে ‘পদাতিক কবি’ নামে পরিচিত ?
উত্তর :- সুভাষ মুখোপাধ্যায় ।

০২. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন ?
উত্তর :- স্যার জন মার্শাল ।

০৩. বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

০৪. কে ‘পরশুরাম’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন ?
উত্তর :- রাজশেখর বসু ।

০৫. কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত ?
উত্তর :- একশৃঙ্গ গন্ডার ।

০৬. কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর :- সরোজিনী নাইডু ।

০৭. ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- ক্রিকেট ।

০৮. মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন ?
উত্তর :- সংস্কৃত ।

০৯. ‘আফ্রিকা’ কবিতাটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর ।

১০. ‘প্রথম আলো’ বাংলা উপন্যাসটি কার লেখা ?
উত্তর :- সুনীল গাঙ্গুলী ।
👍282
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ:

১) টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রোগ্লটিডসকে কী বলে – গ্রাভিডয়োপ্লটিডস।

২) এক্সোমিক্সিস, জেনোমিক্সিস, সিউডোমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – সিউডোমিক্সিক।

৩) পিউপার সমার্থক শব্দ কোনটি –মূককীট।

৪) হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না – কোনাস আঠেরিওসাস।

৫) সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই – পা।

৬) মাছের চলন পেশী কী ধরণের পেশী – মায়ােটোম।।

৭) মেটাসিল, অপ্টোসিল, ডায়োসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই – হিমোসিল৷

৮) লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি – ফিলিপ্পিগ্রন্থি।

৯) মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি – ৩ জোড়া।

১০) কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতো — সজীব কোশের উপস্থিতি।

১১) কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না – সঙ্গীকোশ।

১২) কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী – ফসফোগ্লিসারিক অ্যাসিড।

১৩) উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কী – Gingko biloba.

১৪) প্ৰস্বেদনএর সমার্থক শব্দ কোনটি – বাষ্পমোচন।

১৫) কোনোদণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত – শূন্য।

১৬) কোন কাজে জিব্বারেল্লিনের কোনোভূমিকা নেই – কোশ বিভাজন।

১৭) জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ — জীবিত ও কুপযুক্ত।

১৮) সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে – ৮ মিনিট।

১৯) রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি— ফাইল মেরিস্টেম।

২০) কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি (জবা) গোত্র চেনা যাবে – একগুচ্ছ পুংকেশর।

২১) কোন ধরণের দাঁত গিনিপিগের দাঁতের সজ্জাক্রমে থাকে না – ছেদক।

২২) গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না – মূত্র-জনন নালী একত্রে থাকে না।

২৩) Balanoglossus নোটোকর্ডকে কী বলে- স্টোমোকর্ড।

২৪) লিংগুয়াশব্দটির সমার্থক শব্দ কোনটি – জিহ্বা।

২৫) কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা – অঙ্কীয় স্নায়ুরজ্জু।

২৬) মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না – শুকনো আঁশ।

২৭) গিনিপিগে কোন শিরা থাকে না – রেনাল পোর্টাল।

২৮) ট্যালাসএর সমার্থক শব্দ কোনটি – টার্গাস।

২৯) একজন বিজ্ঞানী ব্যাঙের ‘ক’ কোশে ‘খ’ কোশের চেয়ে দ্বিগুণ প্রোটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। ‘ক’ কোশে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে – ‘খ’কোশের চেয়ে বেশি গ্যামেট থাকার জন্য।

৩০) কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় – মেসোকার্ডিয়াম।

৩১) কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা – সঙ্গীকোশের অনুপস্থিতি।।

৩২) কোন বৈশিষ্ট্যটি ব্রায়োফাইটে থাকেনা – রেণুপত্র।

৩৩) নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী – অ্যানাবেনা।

৩৪) যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি।-প্যানিকল।

৩৫) কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে- পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম।

৩৬) সূর্যমুখী কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, কুমড়া কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, ভুট্টা কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, আমপাতার নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্তর মধ্যে কোনটি ঠিক? – কুমড়ো কাণ্ডের নালি্কা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত।

৩৭) তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা কে প্রমাণ করেন – বিজ্ঞানী ওরগেড।

৩৮) কোনো রঙের আলোর তীব্রতা কিসের ওপর নির্ভর করে – বিস্তারের ওপর।

৩৯) বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.

৪০) আলোড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী – তরলের সান্দ্রতা।

৪১) মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।

৪২) জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী আলোর ব্যতিচার ধর্ম।

৪৩) বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে — সুরশলাকায়।

৪৪) Electric Field Intensity কী ধরণের রাশি— স্কেলার রাশি।

৪৫) 220 ভোল্টে 110 ভোল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় — রেসিসটার (Resister)।

৪৬) কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.

৪৭) ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে – ইনভার।

৪৮) শিকড় আলগা শিল্প কাকে বলে ? - কার্পাস বয়ন শিল্প কে।

৪৯) ভারতের কফির পাত্র কাকে বলা হয় ? - কর্ণাটক কে।

৫০) কোন রাজ্যে জোয়ার উৎপাদন সব থেকে বেশি ? - মহারাষ্ট্র রাজ্যে।

৫১) উদীয়মান শিল্প কাকে বলে ? - পেট্ররসায়ন শিল্প কে।

৫২) কোন দেশের সহায়তায় দূর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ? - ব্রিটেন এর সহায়তায়।


৫৩) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি ? - দুর্গাপুরে।

৫৪) SAIL কবে প্রতিষ্ঠিত হয় ? - 1973 সালে।

৫৫) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ? - 7 নং জাতীয় সড়ক।

৫৬) কবে সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু হয় ? - 2001 সালে।

৫৭) ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় ? - চেন্নাই কে।
👍1812🔥1
FOOD SI, WBP, MTS,WBCS,SSC, সহ সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জিকে প্রস্তুতির অন্যতম সেরা ঠিকানা TARAK EXAM CENTRE ভবিষ্যতের লক্ষ্যে সফল হওয়ার জন্য 34 হাজার জিকে PDF আজ থেকে ভালো করে প্র্যাকটিস করুন।

🔥 34 হাজার জিকে ডেমো 👇
https://drive.google.com/file/d/1lbv7GZlukGuxcScp1RDbv4oNvgIvm4mD/view?usp=sharing

🔥 কিনতে আমাদের WhatsApp এ SMS করুন।👇
https://wa.me/message/MKZRPTA2Q6HVO1

🔥আমাদের টেলিগ্রাম চ্যানেলে🔥
https://t.me/tarakexamcentert
👍1
বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক→
Destination wbcs
------------------------------------------
1) অক্সিজেন কে আবিস্কার করেন ? ➫ জে বি প্রিস্টলি
2) অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ জেড ভ্যানসেন
3) ইউরিয়া কে আবিস্কার করেন ? ➫ উহলার
4) ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➫ ক্লাপ্রথ
5) ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➫ স্যার জোসেফ জন থমসন
6) এক্সরে কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ কে রন্টজে
7) এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➫ লিস্টার লর্ড বেন্টিং
8) এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➫ ডব্লিউ এইচ ক্যারিয়ার
9) এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➫ অরভিল ও উইলভার রাইট
10) ওজোন কে আবিস্কার করেন ? ➫ স্কোনবীনি
11) কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
12) কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➫ হরগোবিন্দ খোরানা
13) কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➫ জুলিও কুরি
14) কোষ কে আবিস্কার করেন ? ➫ রবার্ট হুক
15) কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➫ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে
16) ক্যামেরা কে আবিস্কার করেন ? ➫ জর্জ ইস্টম্যান
17) ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➫ স্টাসবুর্গার
18) ক্লোরিন কে আবিস্কার করেন ? ➫ শীলে
19) ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➫ সিম্পসন ও হ্যারিসন
20) গতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ আইজ্যাক নিউটন



21) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ? ➫ আন্ডার মেরি আম্পিয়ার
22) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
23) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ? ➫ লুই পাস্তুর
24) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ লুই পাস্তুর
25) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ এফ বি মোর্স
26) টেলিফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহামবেল
27) টেলিভিশন কে আবিস্কার করেন ? ➫ জন লজি বেয়ার্ড
28) টেলিস্কোপ কে আবিস্কার করেন ? ➫ হ্যান্স লিপারসি
29) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ? ➫ ওয়াটসন ও ক্রিক
30) ডায়নামো কে আবিস্কার করেন ? ➫ মাইকেল ফ্যারাডে
31) ডি ডি টি কে আবিস্কার করেন ? ➫ জিডলার
32) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ রুডলফ
33) ডিনামাইট কে আবিস্কার করেন ? ➫ আলফ্রেড নোবেল
34) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ? ➫ ভন ভেহরিং
35) ড্রাইসেল কে আবিস্কার করেন ? ➫ জর্জেস লেকল্যান্স
36) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ? ➫ ফ্যারাডে
37) থার্মোমিটার কে আবিস্কার করেন ? ➫ গ্যালিলিও গ্যালিলি
38) নিউট্রন কে আবিস্কার করেন ? ➫ জেমস চ্যাডউইক
39) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ? ➫ লিসার . আউটসাইড নলেজ
40) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ? ➫ কেলভিন
41) পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ? ➫ অটোহ্যান
42) পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ? ➫ মোঁসলে
43) পেট্রোল ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ নিকোলাস অটো
44) পেনিসিলিন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার ফ্লেমিং
45) পোলিও টিকা কে আবিস্কার করেন ? ➫ জোনাস ই স্যাক
46) প্রোটন কে আবিস্কার করেন ? ➫ রাদারফোর্ড


47) প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? ➫ সিবোর্গ
48) ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
49) ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? ➫ আইবিএম কোম্পানি
50) বংশগতির সূত্র কে আবিস্কার করেন ? ➫ গ্রেগর মেন্ডেল
51) বল পয়েন্ট কে আবিস্কার করেন ? ➫ জন জেলাউড
52) বসন্ত টিকা কে আবিস্কার করেন ? ➫ জেনার
53) বসন্তের টিকা কে আবিস্কার করেন ? ➫ এডওয়ার্ড জেনার
54) বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ? ➫ অটোভন গেরিক
55) বার্নার কে আবিস্কার করেন ? ➫ রবার্ট বুনসেন
56) বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ? ➫ জেমস ওয়াট
57) বিদ্যুত্ কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম গিলবার্ট
58) বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ? ➫ চার্লস ডারউইন
59) বিসিজি টিকা কে আবিস্কার করেন ? ➫ ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা) আউটসাইড নলেজ
60) বৈদ্যুতিক বাতি কে আবিস্কার করেন ? ➫ টমাস আলভা এডিসন
61) ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ? ➫ লিউয়েন হুক
62) ব্যারোমিটার কে আবিস্কার করেন ? ➫ ইভারজেলিস্টটরসিলি
63) ব্লাড গ্রুপ কে আবিস্কার করেন ? ➫ ল্যান্ড স্টেইনার
64) ভাইরাস কে আবিস্কার করেন ? ➫ চার্ল আই ইকলুজ
65) ভিটামিন এ বি ও ডি কে আবিস্কার করেন ? ➫ মেকুলাস
66) মাইক্রোফোন কে আবিস্কার করেন ? ➫ আলেকজান্ডার গ্রাহাম বেল
67) ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রোনাল্ড রস
68) যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ? ➫ রবার্ট কচ
69) রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ? ➫ উইলিয়াম হার্ভে
70) রাডার কে আবিস্কার করেন ? ➫ এ এইচ টেলর এবং লিও সি ইয়ং
71) রিভলভার কে আবিস্কার করেন ? ➫ স্যামুয়েল কোল্ট
72) রেডিও কে আবিস্কার করেন ? ➫ জি মার্কনি
73) রেডিয়াম কে আবিস্কার করেন ? ➫ ম্যাডম কুরি ও পিয়েরে কুরি
👍6
জাতিসংঘের A to Z ৫০ টি প্রশ্ন
🌄🌅🌄🌅🌄🌅🌄🌅🌄
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
— ১ জানুয়ারি, ১৯৪২।

৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
— মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
— নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় কোথায়? — জেনেভা,সুইজারল্যান্ড।

৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? — জন ডি রকফেলার জুনিয়র।

৮. জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?
— ডব্লিউ হ্যারিসন।

৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?
— ২৬জুন,১৯৪৫ সালে।

১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে? — ২৪ অক্টোবর, ১৯৪৫।

১১.জাতিসংঘের সনদের রচয়িতা—
আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—
২৪শে অক্টোবর।

১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন
পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।

১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে? — সভাপতি।

১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের
ওয়েস্ট মিনিস্টার হলে।

১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় — ১ বছরের জন্য।

১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।

১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয় — ২বার।

২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয় — ২ বছরের জন্য।

২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।

২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত
গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের
সম্মতির প্রয়োজন হয়?
— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে?
— বছরে দু’বার একমাস ব্যাপী।

২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।

২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? — ৫৪টি।

২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? —১৮টি।

২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়
— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত? — ১৫ জন।

৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল? — ৯ বছর।

৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? — সাধারণ পরিষদে।

৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে? — ৫১টি দেশ।

৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
— ট্রাইগভেলাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?
— ইংরেজি অথবা ফরাসি।

৩৬. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ
হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি? — মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি? — ট্রুভ্যালু।

৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? — পোল্যান্ড।

৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? — টোকিও (জাপান)।

৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?
— মহাসচিব।

৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে? — সাধারণ পরিষদের।

৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত? — ১৭ একর।

৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী?
— সদস্য দেশসমূহের চাঁদা।

৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? — নিরাপত্তা পরিষদের।

৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে? — কফি আনান (ঘানা) (৭ম)।

৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন? — মিয়ানমার।

৪৯. জাতিসংঘে দেয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ কত? — নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
— ২৯তম।
👍13
FOOD SI, WBP, MTS,WBCS,SSC, সহ সমস্তরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জিকে প্রস্তুতির অন্যতম সেরা ঠিকানা TARAK EXAM CENTRE ভবিষ্যতের লক্ষ্যে সফল হওয়ার জন্য 34 হাজার জিকে PDF আজ থেকে ভালো করে প্র্যাকটিস করুন। *মুল্য - 399*

🔥 যারা কিনবে আমাদের WhatsApp এ SMS করুন।👇
https://wa.me/message/MKZRPTA2Q6HVO1
👍1