Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,)
4.78K subscribers
444 photos
5 files
516 links
Wellcome to Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) এই সমস্ত পরীক্ষা নোটস দেয়া হয়।
Download Telegram
মুঘল আমলের গুরুত্বপূর্ণ তথ্য!!
হিন্দিতে মুঘল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন।

যিনি মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন
- বাবর

◾️ 1526 খ্রিস্টাব্দে, বাবর কোন রাজবংশের শাসককে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন
- লোদি রাজবংশ

পানিপথের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়?
- 21 এপ্রিল, 1526

গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ভারতে নির্মিত হয়েছিল
- শের শাহ সুরি দ্বারা

গুজরাট বিজয়ের স্মরণে আকবর কে নির্মাণ করেছিলেন?
বুলন্দ দরওয়াজা

একটি মহান ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' লিখেছেন
- আবুল ফজল

1556 সালের 6 এপ্রিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
আকবর ও হেমু

কার দ্বারা 'দ্বীন-ই-ইলাহী' নামে নতুন ধর্মের সূচনা হয়?
- আকবর

বিখ্যাত মুসলিম শাসক চাঁদ বিবি, যিনি বেরারকে আকবরের কাছে হস্তান্তর করেছিলেন, তিনি কোন রাজ্যের ছিলেন?
- আহমেদনগর

মুঘল শাসন ব্যবস্থায় কে মনসবদারী প্রথা চালু করেন?
- আকবর

যার দরবারে ছিলেন তাঁর সময়ের মহান সঙ্গীতজ্ঞ তানসেন
- আকবর

মুঘল আমলের সরকারী ভাষা কোনটি ছিল?
- ফার্সি

মুঘল সম্রাট যিনি সতীদাহ প্রথার নিন্দা করেছিলেন – আকবর

কোন যুদ্ধ ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল?
পানিপথের প্রথম যুদ্ধ

কার শাসনামলে মুঘল চিত্রকলা শীর্ষে পৌঁছেছিল?
-জাহাঙ্গীর

যিনি আকবরের জীবনী লিখেছেন
- আবুল ফজল

কোন মুঘল শাসক তার দৈনন্দিনীতে (ডাইরি) ভারতের উদ্ভিদ ও প্রাণীজগত, ঋতু ও ফলের বিস্তারিত বর্ণনা দিয়েছেন?
- বাবর

https://t.me/tarakexamcenterc
‼️টপ 20 হিন্দি জিকে প্রশ্ন এবং উত্তর 2022‼️

1. সম্রাট অশোকের শিলালিপি পড়া প্রথম ইংরেজ কে?
উত্তর:- জেমস প্রিন্সেপ

2. মহাবীর স্বামী কোথায় 'জৈন সংঘ' প্রতিষ্ঠা করেন?
উত্তর:- পাওয়াপুরী

3. কোন বিদেশী রাষ্ট্রদূত নিজেকে 'ভাগবত' ঘোষণা করেছিলেন?
উত্তর:- হেলিওডোরাস

4বৈদিক যুগের লোকেরা প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল?
উত্তর:- তামা

5. কোন বেদ গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই রচিত?
উত্তর:- যজুর্বেদ

6. কোন ব্যক্তিকে 'মুকুট ছাড়া রাজা' বলা হয়?
উত্তর:- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

7. হরপ্পা আমলে তাম্র রথ কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর:- দাইমাবাদ (মহারাষ্ট্র)

8. মহাবীর স্বামীকে কখন 'যতি' বলা হয়?
উত্তর: বাড়ি থেকে বের হওয়ার পর

9. মহেঞ্জোদারোর স্নানাগারের পশ্চিমে অবস্থিত স্তূপটি কোন যুগে নির্মিত হয়েছিল?
উত্তর:- কুষাণ যুগ

10. হরপ্পা সভ্যতার কোন প্রাচীন স্থানকে 'সিন্ধুর বাগান' বা 'মৃতের ঢিবি' বলা হয়েছে?
উত্তর:- মহেঞ্জোদারো

11. প্রথম সুফি সাধক কে ছিলেন, যিনি নিজেকে আনহাক ঘোষণা করেছিলেন?
উত্তর:- মনসুর হাল্লাজ

12. কার উক্তি "হিন্দুস্তান তলোয়ারের জোরে জয়ী হয়েছিল"?
উত্তর:- লর্ড এলগিন দ্বিতীয়

13. কোন পুরাণে বিষ্ণুর দশটি অবতারের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ- মৎস্য পুরাণ

14. বৌদ্ধধর্মের কোন শাখায় মন্ত্র, হঠযোগ এবং তান্ত্রিক অনুশীলনকে গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তর:- বজ্রযান

15. বিখ্যাত 'বিজয়বিত্তল মন্দির' কোথায় অবস্থিত, যার 56টি তক্ষিত স্তম্ভ বাদ্যযন্ত্রের নোট নির্গত করে?
উত্তর:- হাম্পি (কর্নাটক)

16কোন শাসক চিতোরের 'কীর্তী স্তম্ভ' নির্মাণ করেন?
উত্তর:- রানা কুম্ভ

17. 'ইন্ডিয়া ডিভাইডেড' বইটির লেখক কে ছিলেন?
উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ

18. শের শাহের পরে এবং আকবরের আগে যে হিন্দু রাজা দিল্লি শাসন করেছিলেন তার নাম কী ছিল?
উত্তর:- হেমু

19'আর্য' শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর:- সেরা বা অভিজাত

20. 'চরক সংহিতা' নামক গ্রন্থটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ- ঔষধ

https://t.me/tarakexamcenterc
👍2
1. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?

উত্তর – 1498 খ্রি

ভাস্কো দা গামা কোথা থেকে এসেছিলেন?

উত্তর- পর্তুগাল/পর্তুগাল

3. হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত?

উত্তর - জয়পুর / জয়পুর

4কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়? কোন শিখ গুরুকে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়?

উত্তর-গুরু নানক/গুরু নানক

5. শিখদের প্রধান উৎসব কোনটি? শিখদের প্রধান উৎসব কোনটি?

get off - crutches/ crutches

6. কোন মহাপুরুষকে লৌহমানব বলা হয়? কোন মহাপুরুষকে লৌহমানব বলা হয়?

উত্তর – সর্দার প্যাটেল / সর্দার প্যাটেল

7. কোন মহাপুরুষকে নেতাজি বলা হয়? কোন মহাপুরুষকে নেতাজি বলা হয়?

উত্তর – সুভাষ চন্দ্র বসু

8. দিল্লিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি? দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি?

উত্তর- বিজয় ঘাট/ বিজয় ঘাট

9. মহাভারতের রচয়িতা কে? মহাভারতের রচয়িতা কে?

উত্তর - মহর্ষি বেদ ব্যাস

10. অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? অর্থশাস্ত্র নামক গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর – চাণক্য (কৌটিল্য) / চাণক্য (কৌটিল্য)

11. জয় জওয়ান, জয় কিষাণ স্লোগান কে দিয়েছিলেন? জয় জওয়ান, জয় কিষাণ স্লোগান কে দিয়েছিলেন?

উত্তর – লাল বাহাদুর শাস্ত্রী

12. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

উত্তর - ড. রাজেন্দ্র প্রসাদ/ড. রাজেন্দ্র প্রসাদ

13. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

উত্তর- ড. ভীমরাও আম্বেদকর / ড. ভীমরাও আম্বেদকর

14. বিশ্ব রেড ক্রস দিবস কোন তারিখে পালন করা হয়? বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় কোন তারিখে?

উত্তর-8 মে / 8 মে

15. সূর্যোদয়ের দেশ হিসেবে বিখ্যাত কোন দেশ? সূর্যোদয়ের দেশ হিসেবে বিখ্যাত কোন দেশ?

উত্তর - জাপান/জাপান

16. কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?

উত্তর - 8 মার্চ / 8 মার্চ

17. আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?

উত্তর - গোয়া/গোয়া

18. ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব?

উত্তর – কেরালা/কেরালা

19. দিল্লি কবে ভারতের রাজধানী হয়? দিল্লি কবে ভারতের রাজধানী হয়?

উত্তর - 1911-12

20. কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?

উত্তর - হেনরি বেকারেল দ্বারা

21.পেস মেকার শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত? পেস মেকার শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত?

উত্তর - হৃদয় / হৃদয়

22. মানবদেহের কোন গ্রন্থিকে 'মাস্টার গ্ল্যান্ড' বলা হয়?

উত্তর - পিটুইটারি গ্রন্থি

23কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি?

উত্তর- ডায়মন্ড/ডায়মন্ড

24. এক্স-রে কে আবিস্কার করেন?

উত্তর - র‍্যান্টজেন/রান্টজেন

25. মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল?
উত্তর- তামা/ তামা

https://t.me/tarakexamcenterc
👍8
সাধারণ জ্ঞান 【পর্ব-১】
🔻গুরুত্বপূর্ণ প্রশ্ন🔻

1. পৃথিবীর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে।
উত্তর- চাঁদ
2. 'গান্ধী' ছবিতে গান্ধীর চরিত্রে কে অভিনয় করেছিলেন?
উত্তর- বেন কিংসলে
3. শিক্ষক দিবস কবে পালিত হয়?
উত্তর – ৫ সেপ্টেম্বর
4. জাপানের উপর কবে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল?
উত্তর - 1945 সালে
5. ভাংকরা নাঙ্গল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর – সতলুজ
6. ভারতের জাতীয় ফুল কি?
উত্তর - পদ্ম
7. ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর - হকি
8. জাতিসংঘের সংস্থা U.N.O. নিরাপত্তা পরিষদে কতজন স্থায়ী সদস্য আছে?
উত্তর - 5
9কোন সিন্ধু সভ্যতা এখন পাকিস্তানে?
উত্তর- হরপ্পা
10. চৌথ নামক কর কার দ্বারা আদায় করা হত?
উত্তর - মারাঠাদের দ্বারা
11. মুঘল সম্রাটদের সঠিক ক্রম
উত্তর – বাবর, হুমায়ুন, শের শাহ সুরি, ইসলাম শাহ সুরি, হুমায়ুন, আকবর-ই-আজম, জাহাঙ্গীর, শাহ-জাহান-ই-আজম, আলমগীর, বাহাদুর শাহ, জাহান্দার শাহ, ফররুখসিয়ার, রফি উল-দারজাত, শাহজাহান দ্বিতীয়, মুহাম্মদ শাহ, আহমদ শাহ বাহাদুর, আলমগীর দ্বিতীয়, শাহ জাহান তৃতীয়, শাহ আলম দ্বিতীয়, আকবর শাহ দ্বিতীয়, বাহাদুর শাহ দ্বিতীয়
12. 'ভুদান আন্দোলন' কে শুরু করেন?
উত্তর – বিনোভা ভাবে
13. ভারতে ইংরেজি শিক্ষা কে শুরু করেন?
উত্তর - লর্ড ম্যাকওলে
14. 'ফ্লাইং শিখ' নামে পরিচিত কে?
উত্তর- মিলখা সিং
15. লেবু ও কমলালেবুতে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর - ভিটামিন 'সি'
16উদয় শঙ্কর কার সাথে সম্পর্কযুক্ত?
উত্তর - নাচ
17. সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর – ডঃ ভীম রাও আম্বেদকর
18. ত্রি-স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ অবস্থানে কী আছে?
উত্তর - জেলা পরিষদ
19. লাক্ষাদ্বীপের রাজধানী
উত্তর - করবতী
20. শ্রীলঙ্কার মুদ্রার নাম হল
উত্তর - রুপি
21. 'ডিসকভারি অফ ইন্ডিয়া' বইটি কে লিখেছেন?
উত্তর - জওহরলাল নেহেরু
22. 'মাধ্যাকর্ষণ' কে আবিষ্কার করেন?
উত্তর- নিউটন
23. নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর
24. দ্রোণাচার্য পুরস্কারের সাথে সম্পর্কিত?
উত্তর- শ্রেষ্ঠ গুরু/প্রশিক্ষক
25. খাজুরাহো অবস্থিত-
উত্তর - মধ্যপ্রদেশ

https://t.me/tarakexamcenterc
👍10🥰3
এই জিকে গুলো আজ সবাই ভালো করে পড়বেন।
12👍4
🔴সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লুসেন্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর🔴

1. গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল?
উত্তর ➺ সিদ্ধার্থ

2. ভারতে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে?
উত্তর ➺ রাষ্ট্রপতি

3. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর ➺ ভিটামিন এ

https://t.me/tarakexamcenterc

4পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
উত্তর ➺ তামিলনাড়ু

5. গিদ্ধা ও ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর ➺ পাঞ্জাব

6. টেলিভিশন কে আবিস্কার করেন?
উত্তর ➺ জন লগি বেয়ার্ড

7. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর ➺ রাজিয়া সুলতান

8. মাছ কার সাহায্যে শ্বাস নেয়?
উত্তর ➺ ফুলকা

9'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর ➺ ভগৎ সিং

10. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর ➺ 1919 খ্রিস্টাব্দ অমৃতসর

https://t.me/tarakexamcenterc

11. 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষ চন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর ➺ ফরোয়ার্ড ব্লক

12. 'পাঞ্জাব কেশরী' কাকে বলা হয়?
Ans ➺ লালা লাজপত রায়

13কে সন্ডার্সকে হত্যা করেছিল?
উত্তর ➺ ভগৎ সিং

14. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে প্রথম আত্মত্যাগ করেছিলেন?
উত্তর ➺ মঙ্গল পান্ডে

15. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
উত্তর ➺ সরোজিনী নাইডু

16. দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে?
উত্তর ➺ সন্তোষ যাদব

17'ব্রাহ্মসমাজ' কার দ্বারা প্রতিষ্ঠিত হয়?
উত্তর ➺ রাজা রাম মোহন রায়

18. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?
উত্তর ➺ মুলশঙ্কর

19. 'বেদে প্রত্যাবর্তন' স্লোগান কে দিয়েছেন?
Ans ➺ দয়ানন্দ সরস্বতী

20. 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর ➺ স্বামী বিবেকানন্দ

https://t.me/tarakexamcenterc
👏5👍4😁2
📃💥 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

প্রশ্ন 1. গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল?
উত্তর- সিদ্ধার্থ

প্রশ্ন 2. ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
উত্তর - রাষ্ট্রপতি

প্রশ্ন 3. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর - ভিটামিন এ

প্রশ্ন 4. পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
উত্তর- তামিলনাড়ু

প্রশ্ন 5. গিদ্ধা ও ভাংড়া কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তর- পাঞ্জাব

প্রশ্ন 6. টেলিভিশন কে আবিষ্কার করেন?
উত্তর - জন লগি বেয়ার্ড

প্রশ্ন 7. ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন?
উত্তর – রাজিয়া সুলতান

প্রশ্ন 8. মাছ কিসের সাহায্যে শ্বাস নেয়?
উত্তর - ফুলকা

প্রশ্ন 9. 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান কে দেন?
উত্তর- ভগৎ সিং

প্রশ্ন 10. ​​জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর - 1919 খ্রিস্টাব্দ অমৃতসর

প্রশ্ন 11. 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষ চন্দ্র বসু কোন দলটি প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর - ফরোয়ার্ড ব্লক

প্রশ্ন 12. কে 'পাঞ্জাব কেশরী' নামে পরিচিত?
উত্তর – লালা লাজপত রায়

প্রশ্ন 13. কে সন্ডার্সকে হত্যা করেছিল?
উত্তর- ভগৎ সিং

প্রশ্ন 14. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে তার প্রথম আত্মত্যাগ করেছিলেন?
উত্তর – মঙ্গল পান্ডে

প্রশ্ন 15. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
উত্তর - সরোজিনী নাইডু

প্রশ্ন 16. দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা কে?
উত্তর - সন্তোষ যাদব

প্রশ্ন 17. 'ব্রাহ্ম সমাজ' কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর – রাজা রামমোহন রায়

প্রশ্ন 18. স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল?
উত্তর-মূলশঙ্কর

প্রশ্ন 19. 'বেদ কি ওর লোটন' স্লোগানটি কে দিয়েছেন?
উত্তর - দয়ানন্দ সরস্বতী

প্রশ্ন 20. 'রামকৃষ্ণ মিশন' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর – স্বামী বিবেকানন্দ
👍8🔥2
*জেনারেল সায়েন্স*

১. প্রশ্ন: পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মোসলে
২. প্রশ্ন: ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৩. প্রশ্ন: ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৪. প্রশ্ন: MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলোগ্রাম
৫. প্রশ্ন: লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা
৬. প্রশ্ন: আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
৭. প্রশ্ন: অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৮. প্রশ্ন: পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯. প্রশ্ন: কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১০. প্রশ্ন: জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর: ৩
১১. প্রশ্ন: সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: ঊর্ধ্বপাতন
১২. প্রশ্ন: কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
১৩. প্রশ্ন: আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
১৪. প্রশ্ন: তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
১৫. প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
১৬. প্রশ্ন: সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
১৭. প্রশ্ন: ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
১৮. প্রশ্ন: বায়ু একটি—
উত্তর: মিশ্র পদার্থ
১৯. প্রশ্ন: যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
২০. প্রশ্ন: সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
২১. প্রশ্ন: যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
২২. প্রশ্ন: নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন
২৩. প্রশ্ন: কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম
২৪. প্রশ্ন: কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?
উত্তর: ০
২৫. প্রশ্ন: চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
উত্তর: ১০০
২৬. প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তর: অনু
২৭. প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?
উত্তর: ইলেকট্রন
২৮. প্রশ্ন: পরমানুতে কি সমান থাকে ?
উত্তর: ইলেকট্রন প্রোটনের সংখ্যা
২৯. প্রশ্ন: নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উত্তর: ১
৩০. প্রশ্ন: প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা
উত্তর: 2n^2
৩১. প্রশ্ন: পরমানুর প্রোটনের সংখ্যাকে কি বলে?
উত্তর: পারমানবিক সংখ্যা
৩২. প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান—
উত্তর: তামা ও দস্তা
৩৩. প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি
৩৪. প্রশ্ন: প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তর: জন ডাল্টন
৩৫. প্রশ্ন: ১ মোল বস্তুতে অনুর সংখ্যাকে বলে—
উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যা
৩৬. প্রশ্ন: অ্যাভোগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: N
৩৭. প্রশ্ন: আইসোটোপে কি ভিন্ন থাকে ?
উত্তর: ভর সংখ্যা
৩৮. প্রশ্ন: আইসোটনে কি সমান থাকে ?
উত্তর: নিউট্রন
৩৯. প্রশ্ন: আইসোবারে কি ভিন্ন থাকে ?
উত্তর: প্রোটন সংখ্যা
৪০. প্রশ্ন: আইসোবারে সমান থাকে কোনটি ?
উত্তর: ভর সংখ্যা
👍9🙏3
মিথেন গ্যাসের অন্য নাম কি ?
Ans : মার্স গ্যাস ।

পিতল শঙ্কর ধাতুতে কি কি ধাতু থাকে ?
Ans : তামা ও দস্তা ।

‘ এশিয়ার রােম ’ বলা হয় কোন্ শহরকে ?
Ans : দিল্লি ।

বিখ্যাত কার্টুনিস্ট নরেন রায়ের ছদ্ম নাম কি?
Ans : সুফি ।

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দাবাড়ু কে ?
Ans : ববি ফিশার ।

ভয়েস অফ দ্য বিগল ’ – গ্রন্থটির রচয়িতা কে ?
Ans : চালর্স ডারউইন ।

বিশ্বের সর্ববৃহৎ ফলের নাম কি ?
Ans : জেনাস উলফিয়া ।

শ্রীলঙ্কা ও ভারতের মাঝে কোন্ প্রণালী অবস্থিত ?
Ans : পক প্রণালী ও মান্নার উপসাগর ।

টারজান ’ চরিত্রের মূল অভিনেতা কে ছিলেন ?
Ans : জনি ওয়াইস মূলার ।

মঙ্গলে পাঠানাে প্রথম মহাকাব্য যানটির নাম কি?
Ans : ওডিসি ।

তরল সংযােজক কলা কি ?
Ans : রক্ত।

মহানদীর উপরে অবস্থিত কোন্ বাঁধ ।
Ans : হীরাকুদ বাঁধ ।

একটি প্রােটোজোয়া প্রাণীর উদাহরণ দাও ।
Ans : অ্যামিবা ।

প্রােটোজোয়া কথাটি কে প্রচলন করেন ?
Ans : বিজ্ঞানী গােল্ডফাস ।

শর্করা কয়লাকে অন্য কি নামে আমরা জানি ?
Ans : বিশুদ্ধ কার্বন ।

খিজির খাঁ কে ছিলেন ?
Ans : সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ।

কোন্ কোন্ ভিটামিন জলে দ্রবীভূত হয় ?
Ans : ‘ বি কমপ্লেক্স ও ভিটামিন ‘ সি ’ ।

ফরিদাবাদ মহানগরটি কোন্ রাজ্যে অবস্থিত ?
Ans : হরিয়ানা ।

কোন্ উর্দু ভাষায় প্রথম কবিতা রচনা করেন ?
Ans : আমীর খসরু ।

20 হরি সেনের রচনাবলীর নাম কি ?

Ans : এলাহাবাদ প্রশস্তি ।

টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে কোন্ সন্ধি হয়েছিল ?
Ans : শ্রীরঙ্গপত্তনমের সন্ধি ( ১৭৯২ সাল ) ।

পানামা খাল কোন্ দুটি মহাসাগরের সংযােগ রক্ষাকারী খাল ?
Ans : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ।

কোন্ প্রণালী এশিয়া মহাদেশকে উত্তর আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে ?
Ans : বেরিং প্রণালী ।

চিড়ুইন কোন্ নদীর উপনদী ?
Ans : ইরাবতী ।

কত সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয় ?
Ans : ১৯৬৫ সাল ।
👍15
১) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ? - লর্ড ডাফরিন
২) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ? - দ্বিতীয় শাহ আলম
৩) রামচরিত কার রচনা ? - সন্ধ্যাকর নন্দী
৪) কনৌজে ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ? - হুমায়ুন
৫) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? - ক্যানিং
৬) আমির খসরু কার সভাকবি ছিলেন ? - আলাউদ্দিন
৭) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন ? - ধর্মপাল
৮) বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? - আলাউদ্দিন বহমান শাহ
৯) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ? - সেলুকাস
১০) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ? - মীরকাশিম
১১) সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন ? - সাঁওতাল বিদ্রোহ
১২) রাওলাট আইন কবে পাশ হয় ? - ১৯১৯
১৩) জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? - আনি বেসান্ত
১৪) একাডেমিক এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ? - ডিরোজিও
১৫) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা ১৯১৩ সাল নাগাদ কে করেন ? - রাসবিহারী বসু
১৬) আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা কে করেন ? - লালা হরদয়াল সিং
১৭) ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ? - গুরু সদয় দত্ত
১৮) সীমান্ত গান্ধী কাকে বলে ? - খান আব্দুল গফ্ফার খান
১৯) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন ? - রাসবিহারী বসু
২০) নৌ বিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে ? - তলোয়ার জাহাজে
২১) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয় ? - লাহোর অধিবেশনে
২২) সূলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ? - সেন যুগ
২৩) ভারতের সিভিল সার্ভিস প্রবর্তন কে করেন ? - কর্নওয়ালিস
২৪) দিল্লি আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ? -বটুকেশর দত্ত
২৫) চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ? - প্রীতিলতা ওয়েদেদার
২৬) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ? - মাউন্ট ব্যাটেন
২৭) গুরুমুখী বর্ণমালা কে প্রবর্তন করেন ? - গুরু অঙ্গদ
২৮) ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিলো ? - বাংলায়
২৯) কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রম্ভ যুদ্ধ আরম্ভ হয় ? - লর্ড আমহার্স্ট
৩০) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ? ১৮৫৭
👍6👌4
Tarak Exam Center ( Wbcs, Wbp, Railway, upsc,Food si, MTS, CGL, CHSL,) pinned «*Geography Question Answers (2005 - 2020)* https://www.tarakexamcenter.in/2023/08/WBP%20Previous%20Year.html *History Question Answers (2005 - 2020)* https://www.tarakexamcenter.in/2023/08/WBP%20Exam%2010%20Years%20History%20Solved%20Question%20Paper%20.html…»
🇮🇳 *ইতিহাস থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর* 🇮🇳

1. সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।

2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।
উত্তর : বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।

3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।

4. বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?
উত্তর : জোসেফ ব্যাপ্তিস্তা

5. Public Safety Act কী??
উত্তর : Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।

6. বেট্টি প্রথা কী?
উত্তর : বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।

৪. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।

9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?
উত্তর : সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।

10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।

11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর : মাদারি পাসি।

12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?
উত্তর : লাঙ্গল পত্রিকা।

13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে।

14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।

15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে

16. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?
উত্তর : মাতঙ্গিনী হাজরা ।

17. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?
উত্তর : সূর্যসেন ।

18. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর : লক্ষ্মী সেহগল।

19. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।

20. রশিদ আলি কে ছিলেন?
উত্তর : আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।

21. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর

22.. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?
উত্তর : শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।

23.. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?
উত্তর : শ্রী হরিচরণ ঠাকুরকে।

24. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।

25. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : গান্ধিজি।

26. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল।

27. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?
উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।

28. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।

29. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?
উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।

30. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।

31. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৪টি

32. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পিকমিটি গঠিত হয়।

33. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।

34. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?
উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।

35. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?
উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।
36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?
উত্তর : সেখ আবদুল্লা।

37. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।

38. ভি. পি. মেনন কে ছিলেন?
উত্তর : স্বরাষ্ট্রসচিব।

39. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।

40. লৌহ মানব কাকে বলা হত?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।

41. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?
উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।

42. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে

43. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।

44. কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং।

45. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর

46. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

47. পেপসু কী?
উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।

48. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘তমস’।

49. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : খুশবন্ত সিং-এর ।

50. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : প্রফুল্ল চক্রবর্তী।
👍8