®আজ ১লা জুলাইঃ "#জাতীয়_চিকিৎসক_দিবস"®
#পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও কিংবদন্তী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) পালিত হয়। #ভারতরত্ন বিধানচন্দ্র রায় ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন এবং একই তারিখে ৮০ বছর বয়সে ১৯৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন । মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন (১ জুলাই) সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়। তিনি ইতিহাসের সেই কতিপয় মানুষের মধ্যে একজন যিনি #FRCS এবং #MRCP ডিগ্রি অর্জন করেছেন পরপর। দেশের সর্বোচ্চ নাগরিক পুরষ্কার, ভারতরত্নে ডাঃ বিধানচন্দ্রকে সম্মানিত করা হয়, দিনটা ছিল ৪ ফেব্রুয়ারি, ১৯৬১। ডক্টরস ডে উদযাপন বস্তুত আমাদের জীবনে ডাক্তারদের গুরুত্ব এবং তাঁদের কাজের প্রতি সাধারণ মানুষের সম্মান জানানোর একটি প্রচেষ্টা মাত্র। ১৯৯১ সালে ভারত সরকার প্রতিবছর ১ লা জুলাই দিনটিকে চিকিৎসক দিবস (Doctor's Day in India) হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করে।
#পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও কিংবদন্তী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) পালিত হয়। #ভারতরত্ন বিধানচন্দ্র রায় ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন এবং একই তারিখে ৮০ বছর বয়সে ১৯৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন । মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন (১ জুলাই) সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়। তিনি ইতিহাসের সেই কতিপয় মানুষের মধ্যে একজন যিনি #FRCS এবং #MRCP ডিগ্রি অর্জন করেছেন পরপর। দেশের সর্বোচ্চ নাগরিক পুরষ্কার, ভারতরত্নে ডাঃ বিধানচন্দ্রকে সম্মানিত করা হয়, দিনটা ছিল ৪ ফেব্রুয়ারি, ১৯৬১। ডক্টরস ডে উদযাপন বস্তুত আমাদের জীবনে ডাক্তারদের গুরুত্ব এবং তাঁদের কাজের প্রতি সাধারণ মানুষের সম্মান জানানোর একটি প্রচেষ্টা মাত্র। ১৯৯১ সালে ভারত সরকার প্রতিবছর ১ লা জুলাই দিনটিকে চিকিৎসক দিবস (Doctor's Day in India) হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করে।