Freshgk
330 subscribers
173 photos
97 files
605 links
প্রতিদিন এখানে আপনারা class 1 to 12 সমস্ত ধরনের নতুন প্রশ্ন উত্তর GK এবং কোন চাকরি যদি বেরিয়ে থাকে তার LATEST UPDATE আপনি সবার আগে এইখানে পাবেন । পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে রোজ PDF ডাউনলোড করে নিন।

Www.Freshsr.com
Download Telegram
*#একনজরে পশ্চিমবঙ্গ#*

★মোট আয়তন--৮৮,৭৫২ বর্গ কিলোমিটার বা ৩৪,২৬৭ বর্গ মাইল।

★ভারতের মোট আয়তনের ২.৬৭ শতাংশ।

★পূর্ব পশ্চিমে বিস্তার--৩২৪ কিলোমিটার।

★উত্তর দক্ষিণে বিস্তার--- ৬২৩ কিলোমিটার।

★আয়তনের বিচারে বর্তমানে ভারতের ১৩তম রাজ্য।(কিছুদিন আগেও ১৪তম ছিল।জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পাওয়ায় স্বাভাবিকভাবেই এক ধাপ ওপরে উঠেছে)।

★ পশ্চিমবঙ্গের আয়তন অনেকটা হাঙ্গেরির মত।

★সর্বাধিক সীমানা ভাগ করেছে--বাংলাদেশের সাথে(২২১৭ কিলোমিটার)।

★মোট ৯ টি জেলা বাংলাদেশের সাথে সীমানা ভাগ করেছে।

★রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে-- ঝাড়খন্ডের সাথে।

★প্রতিবেশী বৃহত্তম রাজ্য--ওড়িশা।

★কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট ৪ টি জেলার মধ্যে দিয়ে গেছে--পুরুলিয়া,
নদীয়া(বাহাদুরপুর),বাঁকুড়া ও বর্ধমান।

★মোট জেলা--২৩

★ডিভিশন-- ৫

★সাব ডিভিশন--৬৬

★ব্লক--৩৪১

★মিউনিসিপাল কর্পোরেশন--৭

★মিউনিসিপালিটি -- ১১৯

★গ্রাম পঞ্চায়েত--৩৩৫৪

★লোকসভায় আসন--৪২

★রাজ্যসভায় আসন--১৬

★রাষ্ট্রপতির শাসন হয়েছে--- মোট ৪ বার।

★ভূপ্রাকৃতিক দিক থেকে পশ্চিমবঙ্গকে মোটা দাগে ৮ টি ভাগে ভাগ করা যায় ---

১.দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল।

২.পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চল।

৩.উত্তরবঙ্গের সমভূমি।

৪.গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চল।

৫.রাঢ় অঞ্চল।

৬.দক্ষিণ পশ্চিমের মালভূমি অঞ্চল।

৭.উপকূলীয় সমভূমি।

৮.সুন্দরবন।

★দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ-- সান্দাকফু(সিঙ্গলিলা পর্বতমালার অন্তর্ভুক্ত, ৩৬৩৬ মিটার)

★টাইগার হিলের উচ্চতা--২৫৭৩ মিটার।

★উচ্চতম রেলস্টেশন--ঘুম(২২৬০ মিটার)

★পাদদেশের তরাই অঞ্চলের আয়তন--৩৮ কিলোমিটার।

★তরাই-ডুয়ার্স অঞ্চলের গড় উচ্চতা--৮০ থেকে ১০০ মিটার।

★তিস্তা নদী এই অঞ্চলকে তরাই ও ডুয়ার্স এই দুইভাগে ভাগ করেছে।

★তিস্তার পশ্চিমদিকে তরাই এবং পূর্বে ডুয়ার্স বা দুয়ার।

★ডুয়ার্সকে আবার অবস্থান অনুসারে ৩ ভাগে ভাগ করা যায় --

১.পশ্চিমে শিলিগুড়ি ডুয়ার্স।

২.পূর্বে আলিপুর ডুয়ার্স।

৩.মাঝে জলপাইগুড়ি ডুয়ার্স।

★তরাই অঞ্চলের দক্ষিণ থেকে গঙ্গার বামতীর অব্দি,অর্থাৎ মুর্শিদাবাদের উত্তর পর্যন্ত উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল।জলপাইগুড়ি,আলিপুর দুয়ার এবং কোচবিহারের দক্ষিণাংশ,দুই দিনাজপুর ও মালদা এর অংশ।

★মহানন্দা নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে।পূর্ব দিক গঠিত হয়েছে প্রাচীন পলিমাটি দিয়ে।এই অংশের প্রাচীন নাম--বারিন্দ বা বরেন্দ্রভূমি।

মহানন্দার পশ্চিমভাগ তুলনামূলক নবীন পলিমাটি নির্মিত।এই অংশে কালিন্দি নদী মহানন্দার সাথে মিলেছে।

★কালিন্দি নদীও আবার মালদাকে দুইভাগে ভাগ করেছে-- তাল ও দিয়ারা।

উত্তরে নিচু অনুর্বর জলাভূমি হল তাল আর দক্ষিণের উর্বর পলিমাটি নির্মিত এলাকা দিয়ারা।

★রাঢ অঞ্চল গঠিত হয়েছে মোট ৭ টি জেলা নিয়ে--মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।

★রাঢ় অঞ্চলের গড় উচ্চতা--৫০ থেকে ১০০ কিলোমিটার।

★দক্ষিণ পশ্চিম মালভূমি ও উচ্চভূমি অঞ্চলের উচ্চতার বিস্তার-- ১০০ থেকে ৫০০ কিলোমিটার। গড় উচ্চতা--৩০০ মিটার।

★এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ --- গোর্গাবুরু(৬৭৭ মিটার)।

★মৃত ব-দ্বীপ অঞ্চল-- নদীয়া,মুর্শির্দাবাদ এবং উত্তর ২৪ পরগণার উত্তরাংশ।

★সক্রিয় বদ্বীপ অঞ্চল--উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণাংশ।

★প্রধান নদী-- গঙ্গা।রাজমহল পাহাড়ের কাছে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটি শাখায় বিভক্ত হয়েছে--- পদ্মা এবং ভাগীরথী-হুগলি।

★পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য -- ৫২০ কিমি।

★ফারাক্কা বাঁধের(মুর্শিদাবাদ)কাজ শুরু হয় ১৯৬১ সালে,শেষ হয় ১৯৭৫ সালে।

★উত্তরবঙ্গের বৃহত্তম নদী--তিস্তা(জলধারণ)

★উত্তরবঙ্গের দীর্ঘতম নদী-- মহানন্দা।

★বালাসন ও মেচি নদী মিলে তৈরি হয়েছে-- মহানন্দা।

★সংকোশ নদী আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী সীমানা নির্দেশ করেছে।

★মেচি নদী নেপাল ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে।

★বাংলার দুঃখ-- দামোদর(৪৯২ কিমি)।

★বরাকর ও কোনার নদী মিলে তৈরি হয়েছে দামোদর।

★বিহারের দুঃখ-- কোশী।

★অজয় নদ বর্ধমান ও বীরভূমের মাঝে সীমানা নির্দেশ করেছে।

★দ্বারকেশ্বর এবং শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে-- রূপনারায়ণ।

★কংসাবতী ও কেলাঘাই নদী মিলিত হয়ে তৈরি হয়েছে-- হলদি নদী।

★বিদ্যাধরী ও রায়মঙ্গল মিলে তৈরি হয়েছে-- ইছামতী।

★সুন্দরবন এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী--হুগলি,মাতলা,গোসাবা,
সপ্তমুখী,হরিভাঙা,পিয়ালি,ঠাকুরান বা জামিরা,রায়মঙ্গল।

★প্রধান খাদ্যশস্য--আমন ধান।

★প্রধান অর্থকরী ফসল--চা ও পাট।

★সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ-- ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির(২৮.৬৪%,২০১৭ ফরেস্ট রিপোর্ট)

★পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান-- বীরভূম জেলার ময়ূরেশ্বর।

★পশ্চিমবঙ্গ তৃতীয় বৃহত্তম মাংস উৎপাদনকারী রাজ্য।

★পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী রাজ্য(নদী ও সমুদ্র মিলিয়ে,২০১৭)

★পশ্চিমবঙ্গের প্রথম কলেজ-- ফোর্ট উইলিয়াম,১৮০০ সাল।

★পশ্চিম