Freshgk
330 subscribers
173 photos
97 files
605 links
প্রতিদিন এখানে আপনারা class 1 to 12 সমস্ত ধরনের নতুন প্রশ্ন উত্তর GK এবং কোন চাকরি যদি বেরিয়ে থাকে তার LATEST UPDATE আপনি সবার আগে এইখানে পাবেন । পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে রোজ PDF ডাউনলোড করে নিন।

Www.Freshsr.com
Download Telegram
📕📕01 JULY 2020📕📕

📒📒 Goods and Services Tax (GST)📒📒

📗First GST Day was celebrated on 1 July 2018

📗 In India GST came effective from July 1st, 2017

📔GST 📔

◾️Goods and Services Tax (GST) is an indirect tax (or consumption tax) used in India on the supply of goods and services. It is a comprehensive, multistage, destination-based tax: comprehensive because it has subsumed almost all the indirect taxes except a few state taxes◾️

🔹 5 Rates of taxes in GST : 0%, 5%, 12%, 18% & 28%🔹

🔷GST types:
📗CGST : Central Goods and Service Tax
📗SGST : State Goods and Service Tax
📗 IGST: Integrated Goods and Service Tax

📒GST council📒

📕GST council members -31
📕Chairman of GST Council : Finance Minister( Nirmala Sitaraman , Constituency - RS-MP- Karnataka)
📕HQ : New Delhi


🍎🍎JULY 1🍎🍎

🧑🏼‍⚕️🧑🏼‍⚕️NATIONAL DOCTOR'S DAY👨🏻‍⚕️👨🏻‍⚕️

💊💊Theme: The theme of this year is Lessen the mortality of COVID 19.

🩸💉 This day offers an opportunity to express gratitude towards doctors for round the clock service they offer. In India, National Doctors Day is organised by the Indian Medical Association (IMA)

🩺🌡 In India, the National Doctor's Day is celebrated on July 1 each year to honour the birth and death anniversary of Dr Bidhan Chandra Roy. He was a great physician and also the second Chief Minister of West Bengal.

🍎🍎Indian Medical Association🍎🍎

🍏Founded: 1928
🍏Headquaters : New Delhi
🍏Secretary General : Dr. R. V. Asokan

📋📋JULY 1 2020📋📋

📁📁CA Day 2020 is also known as National Chartered Accountant Day📁📁.

📔This day marks the formation of the Institute of Chartered Accountants of India, i.e., ICAI.

📒ICAI is the second largest professional body for finance and accounts in the world.

📕📕ICAI(The Institute of Chartered Accountants of India)📕📕

📁Formation : 1 July 1949
📁 Headquarters: New Delhi
📁 President : Atul Kumar Gupta


📦📦JULY 1 2020 📦📦

📨📨National Postal Worker Day📨📨

✉️National Postal Worker's Day is observed in order to create more awareness about the contribution of Postal Workers in our society.

✉️ The National Postal Worker's Day promotes individuals to appreciate postal professionals for their work and thank them for their work.
®আজ ১লা জুলাইঃ "#জাতীয়_চিকিৎসক_দিবস"®
#পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ও কিংবদন্তী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day) পালিত হয়। #ভারতরত্ন বিধানচন্দ্র রায় ১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন এবং একই তারিখে ৮০ বছর বয়সে ১৯৬২ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন । মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন (১ জুলাই) সারা ভারতে "চিকিৎসক দিবস" রূপে পালিত হয়। তিনি ইতিহাসের সেই কতিপয় মানুষের মধ্যে একজন যিনি #FRCS এবং #MRCP ডিগ্রি অর্জন করেছেন পরপর। দেশের সর্বোচ্চ নাগরিক পুরষ্কার, ভারতরত্নে ডাঃ বিধানচন্দ্রকে সম্মানিত করা হয়, দিনটা ছিল ৪ ফেব্রুয়ারি, ১৯৬১। ডক্টরস ডে উদযাপন বস্তুত আমাদের জীবনে ডাক্তারদের গুরুত্ব এবং তাঁদের কাজের প্রতি সাধারণ মানুষের সম্মান জানানোর একটি প্রচেষ্টা মাত্র। ১৯৯১ সালে ভারত সরকার প্রতিবছর ১ লা জুলাই দিনটিকে চিকিৎসক দিবস (Doctor's Day in India) হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করে।
ভারতের ৪৫ টি গবেষণাগার ও তাদের অবস্থান

কেন্দ্রীয় কাঁচ ও মৃৎশিল্প গবেষণাগার - যাদবপুর ( পশ্চিমবঙ্গ )
কেন্দ্রীয় বলবিদ্যা পূর্ত গবেষণাগার - দুর্গাপুর ( পশ্চিমবঙ্গ )
মৎস্য গবেষণাগার - জুনপুট ( পশ্চিমবঙ্গ )
কেন্দ্রীয় পাট গবেষণাগার - ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ )
কেন্দ্রীয় পাট প্রযুক্তি গবেষণাগার - কোলকাতা ( পশ্চিমবঙ্গ )
সারা ভারত ম্যালেরিয়া ইন্সটিটিউট - দিল্লি
কেন্দ্রীয় রোড রিসার্চ ইন্সটিটিউট - নিউ দিল্লি
কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার - দিল্লি
কেন্দ্রীয় গম গবেষণাগার - পুসা ( দিল্লি )
কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার - দিল্লি
ন্যাশানাল ফিজিকাল ল্যাবরেটরী - নতুন দিল্লি
সেন্ট্রাল পটেটো রিসার্চ ইন্সটিটিউট - সিমলা
ইন্ডিয়ান টেক্সটাইল ইন্সটিটিউট - কানপুর
কেন্দ্রীয় রাইস রিসার্চ ইন্সটিটিউট - কটক ( ওড়িশা )
চা , কফি গবেষণাগার - কাসারগড়
কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার - নাগপুর
দুগ্ধ গবেষণাগার - কারনার ( বেঙ্গালুরু )
কেন্দ্রীয় চা ও নারকেল গবেষণাগার - কাসেরগড় ( কেরালা )
কেন্দ্রীয় মহাকাশ গবেষণাগার - থুম্বা ( কেরালা )
কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার - মহীশূর
খনি গবেষণাগার - ধানবাদ ( ঝাড়খণ্ড )
মৃত্তিকা গবেষণাগার - দেরাদূন , চন্ডীগড় , কোটা , আগ্রা , যোধপুর
জ্যোতির্বিজ্ঞান গবেষণাগার - ইজ্জয়িনী , হায়দ্রাবাদ
পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার - হরিণঘাটা
বস্ত্র গবেষণাগার - পুনে
হাই অল্টিচিউড রিসার্চ ল্যাবেরটরী - কাশ্মীরের গুলবার্গ
জাহাজ গবেষণাগার - চেন্নাই ( তামিলনাড়ু )
কেন্দ্রীয় চামড়া ইন্সটিটিউট - চেন্নাই
কেন্দ্রীয় সমূদ্র গবেষণাগার - পানাজী ( গোয়া )
পেট্রোলিয়াম গবেষণাগার - দেরাদূন ( উত্তরাঞ্চল )
কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট - রুরকি ( উত্তরাঞ্চল )
ড্রাগ গবেষণাগার - লক্ষনৌ ( ইউ পি )
মৎস্য প্রযুক্তি গবেষণাগার - কেরালার এরনাকুলাম
কেন্দ্রীয় আখ গবেষণাগার - কোয়েম্বাটুর ও লক্ষনৌ
কেন্দ্রীয় জিওলজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট - হায়দ্রাবাদ ( অন্ধ্রপ্রদেশ )
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স - বেঙ্গালুরু
ন্যাশানাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট - নাগপুর ( মহারাষ্ট্র )
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সুগার টেকনোলজী - কানপুর ( ইউ পি )
ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট - দেরাদূন
অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডক্যাল সায়েন্স - দিল্লি
ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট - নিউ দিল্লি
সেন্ট্রাল ফিসারি রিসার্চ ইন্সটিটিউট - ব্যারাকপুর
ন্যাশানাল ডেয়ারী রিসার্চ ইন্সটিটিউট - কারনাল ( হরিয়ানা )
ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউট - মুম্বাই ( মহারাষ্ট্র )
ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইন্সটিটিউট - বেঙ্গালুরু
®২রা জুলাই,ইতিহাসে আজকের দিনে®

*♦️ঘটনাবলী♦️*

*• ১৭৫৬* সালের আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন 'আলীনগর'(১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলাকর্তৃক ইংরেজদের কলকাতা থেকে বহিষ্কার করে তাঁর মাতামহ আলীবর্দী খান এর নামানুসারে নগরীটির পুনঃনামকরণ ‘আলীনগর’ করলে ধ্বংস হয়ে যায়। ১৭৫৮ সালের জানুয়ারি মাসের পূর্ব পর্যন্ত এর আদি নাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়নি)।
*• ১৭৫৭* সালের আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলাকে মীরনের আদেশে নিমক হারাম মোহাম্মদী বেগ জাফরাগঞ্জ প্রাসাদের একটি কক্ষে হত্যা করে।
*• ১৭৮১* সালের আজকের দিনে পোর্টোনোভোর যুদ্ধে মহিশুরের হায়দর আলি ইংরেজ সেনাপতি আয়ারকুটের হাতে পরাজিত হন এবং নেগাপত্তম, ত্রিঙ্কোমালি প্রভৃতি স্থান ইংরেজদের দখলে আসে ।
*• ১৮৮৯* সালের আজকের দিনে ব্রাজিলে এক রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
*• ১৮৯০* সালের আজকের দিনে আফ্রিকায় ক্রীতদাস প্রথা বিলোপ এবং মাদক ব্যবসা বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্মেলনে ব্রাসেলস চুক্তি পাস হয়।
*• ১৯৩০* সালের আজকের দিনে বাংলা ভাষা আন্দোলন-সংগ্রামের প্রথম সূতিকাগার এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলন-সংগ্রামের অন্যতম জাতীয় রাজনৈতিক নেতা ধীরেন্দ্রনাথ দত্ত আইন অমান্য আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার হন।
*• ১৯৩৭* সালের আজকের দিনে আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিক আমেলিয়া ইয়ারহার্ট রহস্যজনকভাবে বিমানসহ নিখোঁজ হন।
*• ১৯৬১* সালের আজকের দিনে সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দাবী দিবস পালন করে।
*• ১৯৬৭* সালের আজকের দিনে আদমশুমারী জালিয়াতির বিরুদ্ধে আসামের দাবী সপ্তাহ ১২ দিন দীর্ঘায়িত করা হয় এবং কাছাড় জেলার সর্বত্র পাবলিক সভা সমাবেশ করা হয়।
*• ১৯৭২* সালের আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন।
*• ১৯৭৭* সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে।
*• ১৯৯৮* সালের আজকের দিনে যুক্তরাজ্যে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের দ্বিতীয় বই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস (ইংরেজিতে Harry Potter and the Chamber of Secrets) প্রকাশিত হয়।
*• ২০০৩* সালের আজকের দিনে নর্থইষ্ট ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো) নামে জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিপাইমুখ বাঁধ(ভারত-বাংলাদেশ) নির্মাণের উদ্যোগ গ্রহণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।
*• ২০০৯* সালের আজকের দিনে দিল্লি হাইকোর্টের একটি রায়ে স্পষ্টত জানানো হয় প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামিতার আচরণ অপরাধের আওতায় পড়ে না।

*♦️মৃত্যু*

*• ১৭৫৭* সালে আজকের দিনে Murshidabad'এ মৃত্যুবরণ করেন বাংলার শেষ স্বাধীন নবাব *সিরাজ-উদ-দৌলা।*
*• ১৭৭৮* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ফরাসি দার্শনিক, সমাজবিজ্ঞানী এবং আলোকিত যুগের অন্যতম প্রবক্তা *জঁ-জাক রুসো।* জন্মসূত্রে সুইজারল্যান্ডের অধিবাসী হলেও *রুসো* ছিলেন ফরাসি জ্ঞানালোক আন্দোলনের অন্যতম প্রতিনিধি এবং ইউরোপের প্রগতিবাদী ও গণতান্ত্রিক সমাজচেতনার প্রধান পৃষ্ঠপোষক। তিনি আত্মজৈবনিক রচনাশৈলীতে আধুনিক ধারার সূত্রপাত করেন এবং তার লেখনীতে মন্ময়ী(Subjective) চেতনার বিকাশের প্রভাব হেগেল ও ফ্রয়েডসহ অনুবর্তী অনেক চিন্তাবিদের মাঝেই সুস্পষ্ট।
*• ১৮৪৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন জার্মানির বিখ্যাত চিকিৎসক *স্যামুয়েল হ্যানিম্যান,* তিনি ছিলেন হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক।
*• ১৯২৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কোলকাতার বিখ্যাত নাট্যকার ও নাট্য অভিনেতা *অমৃতলাল বসু।* গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দুশেখর মুস্তফীর উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগৎ্তারিণী পদক লাভ করেন।
*• ১৯৮৬* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার *নিকুঞ্জ সেন।*

*♦️অন্যান্য♦️*

*•* আজ ২রা জুলাই - *বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।* প্রায় একশ’ বছর আগে ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে International Sports Press Association(AIPS) এর আত্মপ্রকাশ ঘটে। এরই মধ্যে AIPS এর ব্যাপ্তি বেড়েছে অনেক। বর্তমানে এর পতাকাতলে সমবেত দেশের সংখ্যা ১৬৭।
দুজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত, ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি এবং প্রফেসর রাজ চেট্টি ,এবছর আমেরিকার সেরা অভিবাসী পুরস্কার '2020 Great Immigrants' পেলেন।

কোভিদ ১৯ সম্বন্ধে জনমানসে সচেতনতা গড়ে তোলার কারণে এই সম্মান তাঁরা পেলেন। মোট ৩৮ জনকে এই সম্মান তুলে দেওয়া হবে আমেরিকার স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ৪ জুলাই।

ডাঃ সিদ্ধার্থ মুখার্জি বিখ্যাত ক্যান্সার চিকিৎসক এবং ২০১১ সালে পুলিৎজার পুরস্কার পান তাঁর লিখিত গ্রন্থ The Emperor of All Maladies: A Biography of Cancer -এর জন্য।

রাজ চেট্টি হাভার্ড ইউনিভার্সিটির প্রফেসর।
৭২ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি কোরিওগ্রাফার
সরোজ খান
RIP 🙏🙏🙏
⚽️⚽️JULY 3 2020 ⚽️⚽️

🚫🚫 International Plastic Bag Free Day🚫🚫

🛑It’s high time to create a Plastic Bag Free World!🛑

🔷International Plastic Bag Free Day was born as an international campaign, created by activists from associations such as Zero Waste Europe and GAIA, and is celebrated on July 3rd. It is an important day to raise awareness of the negative impact of disposable plastic bags on the planet's environment.🔷

🔶In 2002, Bangladesh became the first country to ban thinner plastic bags🔶

🔶In March 23 2018,Maharashtra become the first state to implement a ban on single-use plastic 🔶
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*কারেন্ট অ্যাফেয়ার্স - Current Affairs in Bengali : 03 July 2020*

1. নতুন ঘোষণা অনুসারে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনা কতদিন পর্যন্ত চলবে? উত্তর:- নভেম্বর 2020

2. ভারত মহাসাগরে সমঝোতা বৃদ্ধির জন্য ভারত ও জাপান কোন যৌথ নৌ মহড়া করবে? উত্তর:- PASSEX

3. ভারত সরকার কত সালের ইন্ডিয়ান স্ট্যাম্প এক্ট এর আমেন্ডমেন্ট করল? উত্তর:- 1899

4. AFSPA নিয়মের অধীনে সরকার কতদিন পর্যন্ত আরও নাগাল্যান্ড কে উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করলো? উত্তর:- 6 মাস

5. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোন দেশের সাথে এলপিজি ব্যবসাতে অংশগ্রহণ করল? উত্তর: বাংলাদেশ।

6. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি প্রকল্পের জন্য কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল? উত্তর:- ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি আর সাউথ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।

7. Ministry for fisheries animal husbandry and dairying এর তরফ থেকে নতুন কি নিউজলেটার বের করা হল? উত্তর:- মৎস্য সম্পদ।

8. বিশ্বের প্রথম অনলাইন বিএসসি ডিগ্রি, প্রোগ্রামিং এন্ড ডেটা সায়েন্স এর, কে শুরু করলো? উত্তর:- হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট মন্ত্রালয়ের সাথে আইআইটি মাদ্রাজ

9. কোন প্রধানমন্ত্রী কে স্মরণ করে নতুন স্টাম্প বের হবে? উত্তর:- পি ভি নরসিমা রাও

10. MSME দের সাহায্যের জন্য বিশ্ব ব্যাংক কত টাকা সাহায্যের কথা ঘোষণা করল? উত্তর:- 750 মিলিয়ন ডলার

11. এইচডিএফসি ব্যাংক কৃষকদের জন্য নতুন কি এপ্লিকেশন নিয়ে এলো? উত্তর:- ই কিষান ধন।

12. জাতিসংঘ নতুন কোন কর্মসূচির কথা ঘোষণা করল? উত্তর:- Alliance for poverty eradication.

13. 2021 সালের APEC সামিট কোথায় হওয়ার কথা ছিল? উত্তর:- নিউজিল্যান্ড।

14. ভারতীয় কোন অলরাউন্ডার উইজডেন এর তরফ থেকে মস্ট ভালুএবিল প্লেয়ার অফ ইন্ডিয়া ঘোষিত হল? উত্তর:- রবীন্দর জাদেজা।

15. AI পরিচালিত ভারত সরকারের MYGOV CORONA HELPDESK কটি আন্তর্জাতিক পুরস্কার পেল? উত্তর:- দুটি।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন জ্যঁ কাস্তেক্স।

করোনাভাইরাসের জেরে দেশের পরিস্থিতির কারণে মন্ত্রিসভায় রদবদলে আগ্রহী ছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর তরফে ঘোষণার আগেই ০৩ জুলাই পদত্যাগ করেছিলেন ফ্রান্সের বিদায়ী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ
®৫ই জুলাই, ইতিহাসে আজকের দিনে®

*♦️ঘটনাবলী♦️*

*• ১৮১১* সালের আজকের দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
*• ১৯৪৭* সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
*• ১৯৪৮* সালের আজকের দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
*• ১৯৭৭* সালের আজকের দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
*• ১৯৯৬* সালের আজকের দিনে বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।(ডলি একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়।। বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে ডলি হচ্ছে “পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”।)

*♦️জন্ম♦️*

*• ১৮৫৭* সালে আজকের দিনে জার্মানিতে জন্ম গ্রহণ করেছিলেন ক্লারা জেটকিন, তিনি ছিলেন জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী।
*• ১৯৪৪* সালে আজকের দিনে জামসেদপুরে(ঝাড়খন্ড) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অভিনেতা *দীপঙ্কর দে*।তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো সত্যজিৎ রায় -এর সীমাবদ্ধ (Company Limited, ১৯৭১) ৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (Enemy of the People, ১৯৯০), শাখা প্রশাখা (Branches of the Tree, ১৯৯০) এবং আগন্তুক (The Stranger, ১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন ৷ এখন অবধি তিনি অনেক আর্ট হাউস এবং বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করেছেন ৷
*• ১৯৪৬* সালে আজকের দিনে বিহারে জন্ম গ্রহণ করেন রাজনীতিক নেতা *রামবিলাস পাসোয়ান*(He is an Indian politician from Bihar and the current Cabinet Minister of Consumer Affairs, Food and Public Distribution. Paswan is also the president of the Lok Janshakti Party, eight-time Lok Sabha member and former Rajya Sabha MP)

*♦️মৃত্যু♦️*

*• ১৯৬৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার *বনবিহারী মুখোপাধ্যায়*, তিনি ছিলেন দরদি চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।
*• ২০০৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র এবং কোলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা *শুভেন্দু চট্টোপাধ্যায়*।