EduTips Study
5.42K subscribers
142 photos
17 videos
23 files
325 links
📌 https://www.edutips.in/study/ মাধ্যমিক, একাদশ এবং উচ্চমাধ্যমিকের পড়াশোনার এবং স্টাডি মেটেরিয়াল পরীক্ষার আপডেট ✅️
Download Telegram
🎓 *মাধ্যমিকের পর একাদশে ভর্তি:* একটি গুরুত্বপূর্ণ বার্তা সকল ছাত্রছাত্রীদের জন্য!

কোন সাবজেক্ট নেব?
কোন স্কুলে ভর্তি হব?
স্কলারশিপ পাব কীভাবে?
নতুন সেমিস্টার সিস্টেমে কীভাবে পড়াশোনা হবে?

এইসব প্রশ্নে দিশেহারা না হয়ে, জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য 👇

🔔 বর্তমানে যেটা হচ্ছে তা "*প্রভিশনাল অ্যাডমিশন*"
👉 একাদশ শ্রেণিতে এখন স্কুলে ভর্তি হচ্ছে শুধুমাত্র প্রাথমিক ভর্তি হিসেবে।
👉 ফাইনাল অ্যাডমিশন তখনই হবে যখন *তোমাদের উচ্চ মাধ্যমিক সংসদের রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ হবে*।

📌 এখন চাইলে একাধিক স্কুলে ফর্ম ফিলাপ করে ভর্তি হতে পারো।
📌 মেধা তালিকা (Merit List) ও ভর্তি প্রক্রিয়া একাধিক স্কুলে আলাদাভাবে চলবে।...

যে স্কুলে রেজিস্ট্রেশন করবে *সেই স্কুলের ভর্তি টাই ফাইনাল হিসেবে ধরা হবে*....

📚 বিষয় (Subject Combination) নিয়ে দুশ্চিন্তার কিছু নেই!
বাংলা ইংরেজির পাশাপাশি যেকোনো চারটি বিষয় রাখতে পারো – দু’টি ভাষা বাধ্যতামূলক এবং তিনটি কম্পালসরি + একটি অপশনাল।... [ *এটির উপর আমরা একটা ভিডিও দিচ্ছি*]

পরে রেজিস্ট্রেশনের সময় বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে, যদিও সেটা স্কুলের নিয়ম অনুযায়ী হবে।

🚨 *খুব জরুরি পরামর্শ*:
বর্তমানে অনেক স্কুলে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠছে।
তাই *স্কুলের ওপর ভরসা না করে, নিজের উদ্যোগে এবং প্রচেষ্টায় পড়াশোনা শুরু করো*।

আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার —
📌 অ্যাকাডেমিক গাইডেন্স
📌 স্কলারশিপ আপডেট
📌 এবং বিষয়ভিত্তিক সহায়তা

এই সবকিছু আমরা ধাপে ধাপে জানিয়ে দেবো।

*স্মার্ট হও, সঠিক সিদ্ধান্ত নাও*!

🟦 এটি শেয়ার করো *যাতে সকল বন্ধু, সহপাঠীরা জানতে পারে এই গুরুত্বপূর্ণ তথ্য*!

#Edutips #HSAdmission #WestBengalStudents #Class11Update
👍4