Freshgk
330 subscribers
173 photos
97 files
605 links
প্রতিদিন এখানে আপনারা class 1 to 12 সমস্ত ধরনের নতুন প্রশ্ন উত্তর GK এবং কোন চাকরি যদি বেরিয়ে থাকে তার LATEST UPDATE আপনি সবার আগে এইখানে পাবেন । পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে রোজ PDF ডাউনলোড করে নিন।

Www.Freshsr.com
Download Telegram
Freshgk pinned «আপনাদের কি ধরনের পোস্ট সব থেকে বেশি ভালো লাগে ?»
►মানবদেহের জ্ঞানেন্দ্রিয় [Sense Organs of Man]:-

• সংজ্ঞা:- প্রাণীদের যে সব গ্রাহকঅঙ্গ পরিবেশ থেকে বিশেষ ধরনের উদ্দীপনা সংগ্রহ করে নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে প্রেরণ করে, তাদের জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গ্যান বলে ।

• মানুষের জ্ঞানেন্দ্রিয়গুলি হল (১) চক্ষু বা চোখ [Eye],   (২) কর্ণ বা কান [Ear],   (৩) নাসিকা বা নাক [Nose],  (৪) জিহ্বা বা জিভ [Tongue] এবং   (৫) ত্বক বা চর্ম [Skin] । এদের এক কথায় পঞ্চ-ইন্দ্রিয় বলে ।

►চক্ষু বা চোখ [Eye]:-

• সংজ্ঞা:- যে বিশেষ অঙ্গের দ্বারা প্রাণীরা পরিবেশ থেকে আলোকজাত উদ্দীপনা গ্রহণ করে এবং বহির্জগতের দৃশ্য দেখতে পায়, তাকে চোখ বলে ।

চক্ষু বা চোখ হল আমাদের দর্শনেন্দ্রিয় । আমাদের চোখ দুটি মস্তিষ্কের সম্মুখভাগে অক্ষিকোটরে অবস্থিত । প্রতিটি চোখ একটি অক্ষিগোলক, একজোড়া অক্ষিপল্লব এবং একটি অশ্রুগ্রন্থি নিয়ে গঠিত ।

অক্ষিগোলকের প্রধান অংশগুলি হল : কনজাংটিভা, কর্নিয়া, আইরিশ, লেন্স বা মনি, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা ।

• মানুষের চোখের বিভিন্ন অংশগুলির সংক্ষিপ্ত গঠন:-

 

[i] অক্ষিপল্লব [Eyelids]:- চোখ দুটি সঞ্চারশীল একটি ঊর্ধপল্লব ও একটি নিম্নপল্লব দিয়ে ঢাকা থাকে । অক্ষিপল্লবের কিনারায় এক সারি পল্লব লোম [eye lash] থাকে ।

• কাজ:-  বাইরের আঘাত ও ধুলোবালির হাত থেকে চোখ দুটিকে রক্ষা করা হল অক্ষি পল্লবের কাজ ।

 

[ii] কনজাংটিভা বা নেত্রবর্ত্মকলা [Conjunctiva]:- এটি অক্ষিগোলকের একবারে বাইরের দিকে অবস্থিত একরকম স্বচ্ছ পাতলা আবরণ ।

• কাজ:- কনজাংটিভা চোখের আভ্যন্তরীণ অংশকে রক্ষা করে ।

 

[iii] করনিয়া বা অচ্ছোদপটল [Cornea]:- এটি অক্ষিগোলকের সামনের দিকে অবস্থিত স্বচ্ছ স্তর । কনজাংটিভা করনিয়ার ওপর থাকে ।

• কাজ:- করনিয়া প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে ।

 

[iv] আইরিশ বা কনীনিকা [Iris]:- এটি করনিয়ার নীচে এবং লেন্স -এর ওপরে অবস্থিত স্তর । এটির কেন্দ্রে অবস্থিত ক্ষুদ্র ছিদ্রটিকে তারারন্ধ্র বা পিউপিল [pupil] বলে ।

• কাজ:- কনীনিকা তারারন্ধ্রকে ছোটো-বড়ো করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে ।

 

[v] লেনস বা মণি [Lens]:- এটি কনীনিকার পরবর্তী দ্বি-উত্তলাকার স্বচ্ছ অংশ ।

• কাজ:- লেনস আলোক রশ্মির প্রতিসরণে মুখ্য ভুমিকা গ্রহণ করে ।

 

[vi] স্ক্লেরা বা শ্বেতমণ্ডল [Sclera]:- এটি অক্ষিগোলকের পিছনের 5/6 অংশ জুড়ে অবস্থিত একবারে বাইরের আবরণী । এই আবরণীটি তন্তুময় ।

• কাজ:- স্ক্লেরা বা শ্বেতমণ্ডলের প্রধান কাজ হল চোখের ভেতরকার অংশগুলিকে রক্ষা করা ।

 

[vii] কোরয়েড বা কৃষ্ম মণ্ডল [Choroid]:- এটি অক্ষিগোলকের পশ্চাতে অবস্থিত স্ক্লেরা বা শ্বেতমণ্ডলের পরবর্তী আবরণ । এই অংশে মেলানিন নামে রঞ্জক থাকায় এই অংশটি কালো রং -এর হয় ।

• কাজ:- কোরয়েড বা কৃষ্ম মণ্ডল আলোকের প্রতিফলন রোধ করে এবং রেটিনাকে রক্ষা করে ।

 

[viii] রেটিনা বা অক্ষিপট [Retina]:- এটি অক্ষিগোলকের পশ্চাদভাগে অবস্থিত কোরয়েড স্তরের পরবর্তী স্নায়ুস্তর । এই স্তরটি রড [rod] এবং কোন [cone] নামে দু'রকম স্নায়ুকোষ দিয়ে গঠিত ।

• কাজ:- রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় । রড কোষ ও কোনকোষ আলো ও বর্ণ গ্রাহক হিসেবে কাজ করে । রড কোষ মৃদু আলো এবং কোন কোষ উজ্জ্বল রঙ্গিন আলোয় সংবেদনশীল ।

 

[ix] অশ্রুগ্রন্থি [Tear Gland]:- প্রতি চোখের অক্ষিকোটরের বহির্ভাগে এবং ঊর্ধঅক্ষিপল্লবের নীচে ছোট্ট বাদামের মতো দেখতে একটি করে অশ্রুগ্রন্থি থাকে । অশ্রুগ্রন্থির ক্ষরণকে অশ্রু [tear] বলে ।

• কাজ:-

(ক)  অশ্রুগ্রন্থির ক্ষরণ নালি পথে বাহিত হয়ে কনজাংটিভার ওপর ছড়িয়ে পড়ে এবং চোখকে ভিজে রাখে ।

(খ)  অশ্রু চোখের উপরিভাগে ধুলোবালি পড়লে তা ধুয়ে দেয় ।

(গ)  এছাড়া অশ্রুতে অবস্থিত সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরাইড জীবাণুনাশক পদার্থ হিসেবে কাজ করে ।

 

www.freshgk.in
১. প্রশ্ন : সবচেয়ে ছোট পাখি কোনটি?
উত্তর : হামিং বার্ড।

২. প্রশ্ন : মৌমাছির চোখ কয়টি?
উত্তর : ৫টি।

৩. প্রশ্ন : মাকড়শার চোখ কয়টি?
উত্তর : ৮টি।

৪. প্রশ্ন : মাকড়শার পা কয়টি?
উত্তর : ৮টি।

৫. প্রশ্ন : মাছির পা কয়টি?
উত্তর : ৬টি।

৬. প্রশ্ন : সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি?
উত্তর : চিতাবাঘ।

৭. প্রশ্ন : ব্যঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ট কয়টি?
উত্তর : ৩টি।

৮. প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর : ত্বকের।

৯. প্রশ্ন : মানব দেহে মোট কয়টি হাড় থাকে?
উত্তর : ২০৬টি।

১০. প্রশ্ন : মানব দেহে কশেরুকার সংখ্যা কত?
উত্তর : ৩৩টি।

১১. প্রশ্ন : মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত?
উত্তর : ২০টি।

১২. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
উত্তর : যকৃত।

১৩. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম কী?
উত্তর : স্টেপিস।

১৪. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?
উত্তর : ফিমার।

১৫. প্রশ্ন : মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী?
উত্তর : ত্বক।

১৬. প্রশ্ন : লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন?
উত্তর : ৫-৬ দিন।

১৭. প্রশ্ন : অনুচক্রিকার গড় আয়ু কত?
উত্তর : ১০ দিন।

১৮. প্রশ্ন : রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
উত্তর : ল্যান্ড স্টিনার।
১৯. প্রশ্ন : বিলিরুবিন কোথায় তৈরি হয়?
উত্তর : যকৃতে।

২০. প্রশ্ন : মূত্র প্রস্তুত হয় কোথায়?
উত্তর : কিডনিতে।

www.freshgk.in
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🖍জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ?
🌾লুই পাস্তুর

🖍হোমিওপ্যাথির জনক কে ?
🌿হ্যানিম্যান।

🖍বংশগতির সূত্র কে আবিস্কার করেন ?
🌾গ্রেগর জোহান মেন্ডেল

🖍প্রোটন কে আবিস্কার করেন ?
🌾রাদারফোর্ড

🖍রেল ইঞ্জিন কে আবিস্কার করেন ? 🌴জর্জ স্টিভেনসন

🖍অক্সিজেন কে আবিস্কার করেন ? 🌳জে বি প্রিস্টলি

🖍বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ?
🌳অটোভন গেরিক

🖍ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? 🌲ক্লপ্রথ

🖍ডিনামাইট কে আবিস্কার করেন ? 🌱আলফ্রেড নোবেল

🖍 ইলেক্ট্রন কে আবিস্কার করেন ?
🌷স্যার জোসেফ জন থমসন

🖍এক্সরে কে আবিস্কার করেন ?
🌻রন্টজেন

🖍কোষ কে আবিস্কার করেন ?
🌺রবার্ট হুক

🖍 এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ?
💐লিস্টার লর্ড বেন্টিং

🖍অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ?
🌹জেড ভ্যানসেন

🖍এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ?
💐ডব্লিউ এইচ ক্যারিয়ার

🖍এরোপ্লেন কে আবিস্কার করেন ? 🌾অরভিল ও উইলভার রাইট

🖍ওজোন কে আবিস্কার করেন ?
🌾স্কোনবীনি

🖍ইউরিয়া কে আবিস্কার করেন ?
🌳উহলার

🖍কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ?
🌾রবার্ট কচ

🖍কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? 🌾হরগোবিন্দ খুরানা

🖍কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ?
🌻জুলিও কুরি

🖍কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ?
🌻রবার্ট ব্রাউন ১৮৩১ সালে

🖍ক্যামেরা কে আবিস্কার করেন ?
🌹জর্জ ইস্টম্যান

🖍রেডিও কে আবিস্কার করেন ?
🌹জি মার্কনি

🖍ক্রোমোজোম কে আবিস্কার করেন ?
🌹স্টাসবুর্গার

🖍ক্লোরোফরম কে আবিস্কার করেন ? 🌹সিম্পসন ও হ্যারিসন

🖍গতির সূত্র কে আবিস্কার করেন ?🌺আইজ্যাক নিউটন

🖍গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ?
🌺আন্ডার মেরি আম্পিয়ার

🖍চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ? 🌺টমাস আলভা এডিসন

🖍জলাতঙ্ক রোগের চিকিৎসা আবিস্কার করেন কে ?
💐লুই পাস্তুর

🖍টেলিগ্রাফ কে আবিস্কার করেন ? 💐এফ বি মোর্স

🖍টেলিফোন কে আবিস্কার করেন ? 🌺আলেকজান্ডার গ্রাহামবেল

🖍টেলিভিশন কে আবিস্কার করেন ? 🌾জন লজি বেয়ার্ড

🖍টেলিস্কোপ কে আবিস্কার করেন ? 🍀হ্যান্স লিপারসি

🖍ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ?
🌿ওয়াটসন ও ক্রিক

🖍ডায়নামো কে আবিস্কার করেন ? 🌿মাইকেল ফ্যারাডে

🖍ব্লাড গ্রুপ কে আবিস্কার করেন ?
🌿ল্যান্ড স্টেইনার

🖍ডি ডি টি কে আবিস্কার করেন ?
🌾জিডলার

🖍ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?
🍂রুডলফ

🖍ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ?
🍁ভন ভেহরিং

🖍ড্রাইসেল কে আবিস্কার করেন?
🌻জর্জেস লেকল্যান্স

🖍তড়িৎ বিশ্লেষণ কে আবিস্কার করেন ?
🌾ফ্যারাডে

🖍নিউট্রন কে আবিস্কার করেন ?
🌹জেমস স্যাডউইক

🖍পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ?
🌹কেলভিন

🖍পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ?
🌹অটোহ্যান

🖍পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ?
🌾মোঁসলে

🖍পেনিসিলিন কে আবিস্কার করেন ? 🌱আলেকজান্ডার ফ্লেমিং

🖍হাইড্রোজেন কে আবিস্কার করেন ?
🌷হেনরি ক্যাভেন্ডিস

🖍পোলিও টিকা কে আবিস্কার করেন ?
🌱জোনাস ই স্যাক

🖍প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ? 🌲সিবোর্গ

🖍ফনোগ্রাফ কে আবিস্কার করেন ? 🌳টমাস আলভা এডিসন

🖍ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ? 🌾আইবিএম কোম্পানি

🖍বল পয়েন্ট কে আবিস্কার করেন ? 🌾জন জেলাউড

🖍বসন্ত টিকা কে আবিস্কার করেন ? 🌾জেনার

🖍বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ?
🌾জেমস ওয়াট

🖍বিদ্যুৎ কে আবিস্কার করেন ?
🌾উইলিয়াম গিলবার্ট

🖍বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ?
🌿চার্লস ডারউইন

🖍বিসিজি টিকা কে আবিস্কার করেন ?
🌾ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)

🖍বৈদ্যুতিক বাতি কে আবিস্কার করেন ?
🌿টমাস আলভা এডিসন

🖍ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ? 🌺লিউয়েন হুক

🖍ব্যারোমিটার কে আবিস্কার করেন ? 🌺ইভারজেলিস্ট টরিসিলি

🖍ভাইরাস কে আবিস্কার করেন ?
🌹চার্ল আই ইকলুজ

🖍মাইক্রোফোন কে আবিস্কার করেন ?
🌺আলেকজান্ডার গ্রাহাম বেল

🖍ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ?
🌹রোনাল্ড রস

🖍যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ?
🌺রবার্ট কচ

🖍রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ?
🌹উইলিয়াম হার্ভে

🖍রিভলভার কে আবিস্কার করেন ? 🌺স্যামুয়েল কোল্ট

🖍রেডিয়াম কে আবিস্কার করেন ?
🌺ম্যাডম কুরি ও পিয়েরে কুরি

🖍লেজার কে আবিস্কার করেন ?
🌺টি এইচ মাইম্যান

🖍হামের টিকার উদ্ভাবক কে ?
🌾এনভারস এবং জন পিবলস


www.freshgk.in
® *সনাতন হিন্দু ধর্মের মূল গ্রন্থসমূহ*®

#বেদ ৪ টি- মন্ত্র সংখ্যা- ২০,৪৩৪
১.ঋগবেদ. মন্ত্রসংখ্যা- ১০,৫৮৯
২.সামবেদ. মন্ত্রসংখ্যা- ১,৮৯৩
৩.যজু:বেদ. মন্ত্র সংখ্যা- ১,৯৭৫
৪.অথর্ববেদ. মন্ত্রসংখ্যা- ৫,৯৭৭

#উপবেদ ৪ টি.
১. আয়ুর্বেদ. ২.ধনুর্বেদ. ৩.গন্ধর্ববেদ. ৪.অর্থশাস্ত্র.

#বেদাঙ্গ -৬ টি.
১.শিক্ষা- পাণিনী
২.কল্প- বিভিন্ন ঋষি সম্প্রদায়
৩.ব্যাকরণ- পাণিনী.
৪.নিরুক্ত- যাস্ক.
৫.ছন্দ- পিঙ্গলাচার্য.
৬.জ্যোতিষ- গর্ণ.

#বেদের উপাঙ্গ-৪ টি.
১.পুরাণ. ২.মীমাংসা. ৩.ন্যায়. ৪.ধর্মশাস্ত্র

#বেদের জ্ঞানকাণ্ড- ২ টি.
১.আরণ্যক. ২.উপনিষদ.

#আরণ্যক - ৪ টি. ১.ঐতেরেয়. ২.কৌষীতকী ৩.শতপথ ব্রহ্মণ. ৪.ছান্দোগ্য.

#উপনিষদ -১২ টি.
১.বৃহদারণ্যক মন্ত্র- ৪৩৫.
২.ছান্দোগ মন্ত্র- ৬৬৮
৩.তৈত্তিরীয় মন্ত্র- ৬৮.
৪.ঐতরেয় মন্দ্র- ৩৩
৫.ঈশোপনিষ মন্ত্র- ১৮
৬.কেন উপনিষদ- ৩৫
৭.কঠো উপনিষদ- ১১৯.
৮.প্রশ্ন উপনিষদ- ৬৭
৯.মুণ্ডকোপনিষদ- ৬৫.
১০.মাণ্ডুক্যউপনিষদ- ১২
১১.শ্বেতাশ্বতর উপনিষদ. মন্ত্র. - ১১৩.
১২.কৌষীতকী উপনিষদ মন্ত্র. - ৪৯.

#ষড়_দর্শন -৬ টি.
১.সাংখ্যা দর্শন - মহর্ষি কপিল.
২.যোগ দর্শন- পাতঞ্জলি.
৩.ন্যায় দর্শন - গৌতম.
৪.বৈশেষিক দর্শন-কণাদ.
৫.পূর্ব মীমাংসা - জৈমিনী.
৬.উত্তর মীমাংসা বেদান্ত দর্শন- ব্যাসদেব.

#মীমাংসা - ২ টি.
১.কর্ম মীমাংসা ২.ব্রহ্ম মীমাংস বা ব্রহ্মসূত্র.

#স্মৃতি_সংহিতা(সমাজ ব্যবস্থাপক শাস্ত্র) ২০টি
১.মনু সংহিতা
২.অত্রি সংহিতা.
৩.বিষ্ণু সংহিতা.
৪.হরিত সংহিতা.
৫.যাজ্ঞবল্ক্য সংহিতা.
৬.পরাশর সংহিতা.
৭.ব্যাস সংহিতা.
৮.উশনা সংহিতা.
৯.অঙ্গিরা সংহিতা.
১০.যম সংহিতা.
১১.অপস্তম্ভ সংহিতা
১২.সম্বর্ত সংহিতা.
১৩.কাত্যায়ন সংহিতা.
১৪.বৃহস্পতি সংহিতা.
১৫.শঙ্খ সংহিতা
১৬.লিখিত সংহিতা.
১৭.দক্ষ সংহিতা.
১৮.গৌতম সংহিতা.
১৯.শতাতপ সংহিতা.
২০.বশিষ্ট সংহিতা.

#পুরাণ - ২ টি.
১.মহাপুরাণ. ২.উপ-পুরাণ.
www.freshgk.in
#মহা_পুরাণ -১৮টি.
১.ব্রহ্ম পুরাণ মন্ত্রসংখা-১০,০০০.
২.শিব পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০.
৩.পদ্ম পুরাণ মন্ত্রসংখ্যা-৫৫,০০০.
৪.বিষ্ণু পুরাণ মন্ত্রসংখ্যা-২৩,০০০.
৫.ভাগবত মহাপুরাণ মন্ত্রসংখ্যা-১৮,০০০.
৬.মার্কণ্ডেয় পুনাণ মন্ত্রসংখ্যা-৯,০০০.
৭.অগ্নি পুরাণ মন্ত্রসংখ্যা-৫,৪০০.
৮.ভবিষত পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,৫০০.
৯.ব্রহ্মবৈবর্ত্ত পুরাণ মন্ত্রসংখ্যা-১৮ ,০০০.
১০.মৎস পুরাণ মন্ত্রসংখ্যা-১৪,০০০.
১১.লিঙ্গ পুরাণ মন্ত্রসংখ্যা-১১,০০০.
১২.বরাহ পুরাণ মন্ত্রসংখ্যা-২৪,০০০.
১৩.কুর্ম্ম পুরাণ মন্ত্রসংখ্যা-১৭,০০০.
১৪.গরুড় পুরাণ মন্ত্রসংখ্যা-১৯,০০০.
১৫.ব্রহ্মান্ড পুরাণ মন্ত্রসংখ্যা-১২,০০০.
১৬.নারদীয় পুরাণ মন্ত্রসংখ্যা-২৫,০০০
১৭.স্কন্ধ পুরাণ মন্ত্রসংখ্যা-৮১,১০১.
১৮.বামন পুরাণ মন্ত্রসংখ্যা-১০,০০০.

# #রামায়ণ.

# #মহাভারত.

# #দেবী_ভাগবত(শাক্ত সম্প্রদায়)

# #শ্রীমদ্ভাগবদ(বৈষ্ণব সম্প্রদায়)

# #চৈতন্যচরিতামৃত.

# #শ্রীমদ্ভাগবতগীতা মন্ত্রসংখ্যা-৭০০ শ্রেষ্ঠগ্রন্থ (৫ম বেদ)

# #শ্রীশ্রীচণ্ডী.মন্ত্রসংখ্যা-৭০০
®বিজ্ঞান বিষয়ক জিকে®

🖍জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ?
🌾লুই পাস্তুর

🖍হোমিওপ্যাথির জনক কে ?
🌿হ্যানিম্যান।

🖍বংশগতির সূত্র কে আবিস্কার করেন ?
🌾গ্রেগর জোহান মেন্ডেল

🖍প্রোটন কে আবিস্কার করেন ?
🌾রাদারফোর্ড

🖍রেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?
🌴জর্জ স্টিভেনসন

🖍অক্সিজেন কে আবিস্কার করেন ?
🌳জে বি প্রিস্টলি

🖍বায়ু নিষ্কাশন যন্ত্র কে আবিস্কার করেন ?
🌳অটোভন গেরিক

🖍ইউরেনিয়াম কে আবিস্কার করেন ?
🌲ক্লপ্রথ

🖍ডিনামাইট কে আবিস্কার করেন ?
🌱আলফ্রেড নোবেল

🖍 ইলেক্ট্রন কে আবিস্কার করেন ?
🌷স্যার জোসেফ জন থমসন

🖍এক্সরে কে আবিস্কার করেন ?
🌻রন্টজেন

🖍কোষ কে আবিস্কার করেন ?
🌺রবার্ট হুক

🖍 এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ?
💐লিস্টার লর্ড বেন্টিং

🖍অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ?
🌹জেড ভ্যানসেন

🖍এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ?
💐ডব্লিউ এইচ ক্যারিয়ার

🖍এরোপ্লেন কে আবিস্কার করেন ?
🌾অরভিল ও উইলভার রাইট

🖍ওজোন কে আবিস্কার করেন ?
🌾স্কোনবীনি

🖍ইউরিয়া কে আবিস্কার করেন ?
🌳উহলার

🖍কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ?
🌾রবার্ট কচ

🖍কৃত্রিম জিন কে আবিস্কার করেন ?
🌾হরগোবিন্দ খুরানা

🖍কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ?
🌻জুলিও কুরি

🖍কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ?
🌻রবার্ট ব্রাউন ১৮৩১ সালে

🖍ক্যামেরা কে আবিস্কার করেন ?
🌹জর্জ ইস্টম্যান

🖍রেডিও কে আবিস্কার করেন ?
🌹জি মার্কনি

🖍ক্রোমোজোম কে আবিস্কার করেন ?
🌹স্টাসবুর্গার

🖍ক্লোরোফরম কে আবিস্কার করেন ?
🌹সিম্পসন ও হ্যারিসন

🖍গতির সূত্র কে আবিস্কার করেন ?
🌺আইজ্যাক নিউটন

🖍গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ?
🌺আন্ডার মেরি আম্পিয়ার

🖍চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ?
🌺টমাস আলভা এডিসন

🖍জলাতঙ্ক রোগের চিকিৎসা আবিস্কার করেন কে ?
💐লুই পাস্তুর

🖍টেলিগ্রাফ কে আবিস্কার করেন ?
💐এফ বি মোর্স

🖍টেলিফোন কে আবিস্কার করেন ?

🌺আলেকজান্ডার গ্রাহামবেল

🖍টেলিভিশন কে আবিস্কার করেন ?
🌾জন লজি বেয়ার্ড

🖍টেলিস্কোপ কে আবিস্কার করেন ?
🍀হ্যান্স লিপারসি

🖍ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ?
🌿ওয়াটসন ও ক্রিক

🖍ডায়নামো কে আবিস্কার করেন ?
🌿মাইকেল ফ্যারাডে

🖍ব্লাড গ্রুপ কে আবিস্কার করেন ?
🌿ল্যান্ড স্টেইনার

🖍ডি ডি টি কে আবিস্কার করেন ?
🌾জিডলার

🖍ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?
🍂রুডলফ

🖍ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ?
🍁ভন ভেহরিং

🖍ড্রাইসেল কে আবিস্কার করেন?
🌻জর্জেস লেকল্যান্স

🖍তড়িৎ বিশ্লেষণ কে আবিস্কার করেন ?
🌾ফ্যারাডে

🖍নিউট্রন কে আবিস্কার করেন ?
🌹জেমস স্যাডউইক

🖍পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ?
🌹কেলভিন

🖍পারমাণবিক বিভাজন প্রক্রিয়া কে আবিস্কার করেন ?
🌹অটোহ্যান

🖍পারমাণবিক সংখ্যা কে আবিস্কার করেন ?
🌾মোঁসলে

🖍পেনিসিলিন কে আবিস্কার করেন ?
🌱আলেকজান্ডার ফ্লেমিং

🖍হাইড্রোজেন কে আবিস্কার করেন ?
🌷হেনরি ক্যাভেন্ডিস

🖍পোলিও টিকা কে আবিস্কার করেন ?
🌱জোনাস ই স্যাক

🖍প্লুটোনিয়াম কে আবিস্কার করেন ?
🌲সিবোর্গ

🖍ফনোগ্রাফ কে আবিস্কার করেন ?
🌳টমাস আলভা এডিসন

🖍ফ্লপি ডিস্ক কে আবিস্কার করেন ?
🌾আইবিএম কোম্পানি

🖍বল পয়েন্ট কে আবিস্কার করেন ?
🌾জন জেলাউড

🖍বসন্ত টিকা কে আবিস্কার করেন ?
🌾জেনার

🖍বাষ্পীয় ইঞ্জিন কে আবিস্কার করেন ?
🌾জেমস ওয়াট

🖍বিদ্যুৎ কে আবিস্কার করেন ?
🌾উইলিয়াম গিলবার্ট

🖍বিবর্তনের সূত্র কে আবিস্কার করেন ?
🌿চার্লস ডারউইন

🖍বিসিজি টিকা কে আবিস্কার করেন ?
🌾ক্যালসাট ও গুয়োচিন (যক্ষার টিকা)

🖍বৈদ্যুতিক বাতি কে আবিস্কার করেন ?
🌿টমাস আলভা এডিসন

🖍ব্যাক্টেরিয়া কে আবিস্কার করেন ?
🌺লিউয়েন হুক
www.freshgk.in
🖍ব্যারোমিটার কে আবিস্কার করেন ?
🌺ইভারজেলিস্ট টরিসিলি

🖍ভাইরাস কে আবিস্কার করেন ?
🌹চার্ল আই ইকলুজ

🖍মাইক্রোফোন কে আবিস্কার করেন ?
🌺আলেকজান্ডার গ্রাহাম বেল

🖍ম্যালেরিয়া জীবাণু কে আবিস্কার করেন ?
🌹রোনাল্ড রস

🖍যক্ষার জীবাণু কে আবিস্কার করেন ?
🌺রবার্ট কচ

🖍রক্ত সঞ্চালন কে আবিস্কার করেন ?
🌹উইলিয়াম হার্ভে

🖍রিভলভার কে আবিস্কার করেন ?
🌺স্যামুয়েল কোল্ট

🖍রেডিয়াম কে আবিস্কার করেন ?
🌺ম্যাডম কুরি ও পিয়েরে কুরি

🖍লেজার কে আবিস্কার করেন ?
🌺টি এইচ মাইম্যান

🖍হামের টিকার উদ্ভাবক কে ?
🌾এনভারস এবং জন পিবলস
4th_December,_ঘটনাবলী,_জন্ম,_মৃত্যু.pdf
212.5 KB
4th December, ঘটনাবলী, জন্ম, মৃত্যু.pdf
Karmasangastan 07.12.19 Saffi khan
12.8 MB
Karmasangastan 07.12.19 Saffi khan
কর্মক্ষেত্র(04.12.2019)
27.6 MB
কর্মক্ষেত্র(04.12.2019)
*🔥CURRENT AFFAIRS EM 04.12.2019🔥*

🔶 04 December : Chemical Disaster Prevention Day

🔶 03 December : International Day Of Persons With Disabilities

🔶 Lok Sabha passes the Taxation Laws (Amendment) Bill , 2019.

🔶 Parliament passes Prohibition of Electronic Cigarettes Bill , 2019

🔶 NASA Finds India's Vikram Lander Which Crashed On Lunar Surface

🔶 India - Sweden Business Summit Held In New Delhi

🔶 Lionel Messi Has Won The 2019 Men's BallondOr

🔶 Megan Rapinoe Has Won The 2019 Women's BallondOr .

🔶 Argentina's Lionel Messi Won 6th BallondOr Award

🔶 Hari Mohan Takes Charge As Chairman Of Ordnance Factory Board

🔶 Tony Joseph Has Won The 12th Shakti Bhatt First Book Prize

🔶 P S Rajeshwar Took Over As 14th Commander-In-Chief Of The Andaman & Nicobar Command

🔶 Switzerland Govt Released Silver Coin With A Picture Of Tennis Star Roger Federer

🔶 Ajit Doval Was Awarded The Honorary Doctorate At Hemwati Nandan Bahuguna Central University

🔶 Veteran Actor Shelley Morrison Passes Away Recently

🔶 Senior Wrestling National Championships Begins At Jalandhar

🔶 Vinesh Phogat Won Gold At Senior Wrestling Championships

🔶 Sakshi Malik Won Gold At Senior Wrestling Championships

🔶 20th Edition Of Hornbill Festival Begins In Nagaland

🔶 Global Migration Film Festival Organised In Dhaka , Bangladesh

🔶 Armed Forces Flag Day-CSR Conclave Held In New Delhi

🔶 13th South Asian Games Begins In Kathmandu , Nepal

🔶 Vaccination Drive Launched Under Mission Indradhanush 2.0
www.freshgk.in
🔶 Railways Recorded An Operating Ratio Of 98.44% In 2017-18

🔶 Railways Operating Ratio Worst In Last 10 Years : Report

🔶 UN Climate Change Conference COP25 Begins In Madrid , Spain

🔶 Lewis Hamilton Won The 2019 Abu Dhabi Grand Prix Title

🔶 30th Edition Of Konark Festival Begins At Odisha

🔶 8th International Sand Art Festival 2019 Begins At Odisha

🔶 Saudi Arabia Becomes 1st Arab Nation To Assume The G20 Presidency

🔶 American Musician & Songwriter Irving Burgie Passes Away

🔶 India Defeated Pakistan In Davis Cup Tie For 2020 In Kazakhstan
www.freshgk.in
🔶 Masatsugu Asakawa Elected As President Of Asian Development Bank

🔶 New Fish Species ' Schistura Syngkai ' Discovered In Meghalaya

🔶 Truecaller Reveals India Ranks No 5 In Global Spam Call Ranking

🔶 Coal India Ranks 8th On World's Top 20 Carbon Emitters

🔶 Redmi Appoints Wang Yibo As The Global Brand Ambassador

🔶 Xiaomi Launches Personal Loan Service Mi Credit In India

🔶 Qatar's Akram Afif Is AFC Men's Player Of The Year

🔶 Japan's Saki Kumagai Is AFC Women's Player Of The Year

🔶 ISROs Second Spaceport Chosen Is Thoothukudi , Tamil Nadu

🔶 Cristiano Ronaldo Wins Serie A Player Of The Year Award 2019

🔶 India To Take Part In Over 50s World Cup Next Year

🔶 Vijay Shankar Will Lead Tamil Nadu In Upcoming Ranji Trophy

🔶 Odisha CM Launches ' Madhu ' App To Help School Students .
*www.freshgk.in*
5_6289596850391482625_1.pdf
54.8 KB
5_6289596850391482625 - Page 1.pdf