Freshgk
330 subscribers
173 photos
97 files
605 links
প্রতিদিন এখানে আপনারা class 1 to 12 সমস্ত ধরনের নতুন প্রশ্ন উত্তর GK এবং কোন চাকরি যদি বেরিয়ে থাকে তার LATEST UPDATE আপনি সবার আগে এইখানে পাবেন । পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে রোজ PDF ডাউনলোড করে নিন।

Www.Freshsr.com
Download Telegram
নোবেল প্রাইজ সংক্রান্ত প্রশ্নাবল
****★***********★**********
Sourav

১.মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার
প্রদান করা হয়?
→ উঃ ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা,
সাহিত্য, অর্থনীতি ও শান্তি)।
২.নোবেল পুরস্কার ঘোষনাকারী
প্রতিষ্ঠান কতটি?
→উঃ ৪টি।
৩.চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার
ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ সুইডেনের ক্যারোলিনস্কা
ইনস্টিটিউট।
৪.সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে
কোন প্রতিষ্ঠান? → উঃ সুইডিস একাডেমী।
৫.পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল
পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ রয়েল সুইডিস একাডেমী অব
সায়েন্সস।
৬.শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার
ঘোষনা করে কোন প্রতিষ্ঠান?
→ উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান
পার্লামেন্ট।
৭.একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল
পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে?
→ উঃ ৩ জন।
৮.নোবেল কোন পুরস্কারের জন্য ব্যক্তির
পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়?
→ উঃ শান্তিতে।
৯.নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা
যাবে না।
→উঃ কোন মৃত ব্যক্তিকে।
১০.মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে
কে? → উঃ এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ
হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ
স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না)
(২০১১)।
১১.অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে
চালু করা হয়?
→উঃ ১৯৬৯ সালে।
১২.ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার
বৃহস্পতিবার ঘোষনা করা হয়?
→ উঃ সাহিত্যে।
১৩.শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল
পুরস্কার বিজয়ী কে?
→ উঃ ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি
প্রত্যাখান করেন।
১৪.অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম
এশীয় কে?
→ উঃ ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
১৫.চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল
বিজয়ী কে?
→ উঃ ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯
সাল)।
১৬.প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার
বিজয়ী কে?
→ উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮
সাল)।
১৭.প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী
কে?
→ উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১
সাল)।
১৮. কার নাম অনুসারে এবং কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে?
-পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ন ও
সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার।
সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও ডিনামাইট
আবিস্কারক আলফ্রেড বার্নার্ড নোবেলের
স্মৃতি ও তাঁর উইল অনুযায়ী তাঁরই অর্থে
১৯০১ সাল থেকে এ পুরস্কার চালু হয়।

নোবেল পুরস্কার সম্পর্কে আরও জানুন-

* নোবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড নোবেল

* নোবেল পুরস্কার দেয়া হয়- ১৯০১ সাল (১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)
রুহিন আখতার
* প্রথমে নোবেল পুরস্কার দেয়া হত- ৫ টি ক্ষেত্রে(পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য)

প্রথম নোবেল পুরস্কার বিজয়ীরা-

-(১) পদার্থবিজ্ঞানঃ উইলহেন কনরাড রন্টজেন(জার্মানি)

-(২) রসায়নঃ জোকেবাসভ্যান্ট হফ (নেদারল্যান্ড)

-(৩) চিকিৎসাঃ এ মিলফন বিহরিং (জার্মানি)

-(৪) শান্তিতে ২ জনঃ (ক) হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) (খ) ফ্রেডারিক পাসি (ফ্রান্স)

-(৫) সাহিত্যঃ সুলি প্রধোম (ফ্রান্স)

* বর্তমানে নোবেল পুরস্কার প্রদান করা হয় – ৬ টি ক্ষেত্রে (পদার্থ, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, শান্তি ও সাহিত্য ও অর্থনীতিতে।

* অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম প্রদান করা হয়- ১৯৬৯ সালে

* ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পান ২ জনঃ (ক) র‍্যাগনার ফ্রেস(জার্মানি) ও (খ) জন টিম্বারজেন (নেদারল্যান্ডস)

* প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়- ১০ ডিসেম্বর

* নোবেল পুরস্কারের অর্থমূল্য- ১ কোটি সুইডিশ ক্রোনার

* ৫৭৩ বার নোবেল পুরস্কার ঘোষণা করা হয় (১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত)

* ১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৯০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পায়। এর মধ্যে ব্যক্তি ৮৭৪ জন ও প্রতিষ্ঠান ২৬টি।

* এই পর্যন্ত মোট ৪৯ জন নারী নোবেল পুরুস্কার পান। (১৯০১ থেকে ২০১৫ পর্যন্ত)

* মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পান-ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে)

* দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পান-বার্ট্রেন্ড রাসেল(ব্রিটেন) (১৯৫০সালে)

* নোবেল বিজয়ী বাঙালি কতজন-৩জন

* সবচেয়ে কম বয়সে নোবেল পান- মালালা ইউসূফজাই (পাকিস্তান) ১৭ বছর বয়সে।

* সবচেয়ে বেশি বয়সে নোবেল পান-লিওনিদ হারউইচ (যুক্তরাষ্ট্রের) ৯০ বছর বয়সে।

* এই পর্যন্ত মরণোত্তর নোবেল পান-২ জন

নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা- ৪ টি। যথা :

(ক) নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে)-শান্তি

(খ) সুইডিশ একাডেমি (সুইডেন)-সাহিত্য

(গ) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন)-পদার্থ, রসায়ন ও অর্থনীতি

(ঘ) ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন)-চিকিৎসা শাস্ত্র

* শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়-নরওয়েতে

-নোবেল পুরস্কার দেয়া হয়নি যেসব সালে- ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সাল (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে)

-শান্তিতে সর্বাধিক তিনবার নোবেল পাওয়া সংস্থা- রেড ক্রস (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তির নোবেল পুরস্কার প্রাপ্তি : * সাহিত্যেঃ

# রবীন্দ্রনাথ ঠাকুরঃ নোবেল পান- গীতাঞ্জলি কাব্য
গ্রন্থের জন্য। প্রথম বাঙালি নোবেল বিজয়ী। এশিয়া ও উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯১৩ সালে;দেশ-ভারত।

# বার্ট্রান্ড রাসেলঃ দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫০ সালে; দেশ- ব্রিটেন।

# উইন্সটন চার্চিলঃ রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পান; নোবেল পান-১৯৫৩ সালে। দেশ- ব্রিটেন।

* শান্তিঃ # হেনরী ডুনান্ট-রেড ক্রসের স্বপ্নদ্রষ্টা। নোবেল পান-১৯০১ সালে। দেশ-সুইজারল্যান্ড

# আনোয়ার সাদাত-প্রথম মুসলিম নোবেল বিজয়ী। নোবেল পান-১৯৭৮ সালে। দেশ- মিসর

# মাদার তেরেসাঃ নোবেল পান-১৯৭৯ সালে। দেশ-ভারত।

# দালাই লামাঃ তিব্বতের ধর্মীয় নেতা। নোবেল পান-১৯৮৯ সালে। দেশ- তিব্বত

# অংসান সুচিঃ নোবেল পান-১৯৯১ সালে। দেশ-মায়ানমার।

# ইয়াসির আরাফাতঃ নোবেল পান- ১৯৯৪ সালে। দেশ-ফিলিস্তিন।

# আইজ্যাক রবিনঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।

# শিমন পেরেজঃ ইসরায়েল। নোবেল পান- ১৯৯৪ সালে।

# কফি আনানঃ নোবেল পান- ২০০১ সালে। দেশ-ঘানা।

# শিরিন এবাদিঃ নোবেল পান-২০০৩ সালে। দেশ- ইরান।

# ড. মুহম্মদ ইউনুসঃ প্রথম বাংলাদেশি নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৬ সালে। দেশ-বাংলাদেশ

# এলেন জনসন সির্লফঃ লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে থাকাকালীন নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া

# লেইমাহ বোয়িঃ নোবেল পান-২০১১ সালে। দেশ-লাইবেরিয়া।

# তাওয়াক্কুল কারমানঃ প্রথম আরব নারী হিসেবে নোবেল পান। নোবেল পান-২০১১ সালে। দেশ-ইয়েমেন

*অর্থনীতিঃ # অমর্ত্যসেনঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-ভারত।

# এলিনর অসট্রমসঃ অর্থনীতিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী। নোবেল পান-২০০৯ সালে। দেশ-যুক্তরাষ্ট্র।

* পদার্থবিজ্ঞানঃ

# মাদাম কুরীঃ নোবেল পান-১৯০৩ সালে। দেশ-পোল্যান্ড। (তিনি দুবার নোবেল পান ১৯১১ সালে(রসায়নে))

# আবদুস সালামঃ নোবেল পান-১৯৯৮ সালে। দেশ-পাকিস্তান।

*রসায়নঃ

# মাদাম কুরীঃ নোবেল পান-১৯১১ সালে। দেশ- পোল্যান্ড।

#নোবেল বিজয়ী ব্যক্তি বর্গের মধ্যে সর্ব কনিষ্ঠ হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই(১৭ বছর বয়সে) ও সবচয়ে বয়োজ্যেষ্ঠ হলেন রাশিয়ার লীও নিড হারউইক (৯০ বছর বয়সে )

​নোবেলের মজার তথ্য

এই পর্যন্ত ৫টি দম্পতি এই সম্মানিত পুরস্কারটি অর্জন করেছেন।

নোবেল বিজয়ী দম্পতির মেরি কুরি এবং পিয়েরে কুরির মেয়ে আইরিন জলীয়ট কুরি (Irène Joliot-Curie) এবং তার স্বামী ফ্রেদেরিক জলীয়ট (Frédéric Joliot)ও পৃথকভাবে এই পুরস্কার পেয়েছেন।

এই পর্যন্ত মোট ২জন ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ১৯৬৪ সালে জঁ পল সাত্রে (Jean-Paul Sartre) সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হলেও তিনি এটি গ্রহণে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয়, তিনি সকল ধরণের আনুষ্ঠানিক পুরস্কার গ্রহণ করতে অসম্মত ছিলেন। ভিয়েতনাম শান্তি চুক্তির জন্য ১৯৭৩ সালে হেনরী কিসিঞ্জারের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ছিলেন লে ডুক থো (Le Duc Tho), কিন্তু থো ভিয়েতনামের তত্কালীন অবস্থার কথা উল্লেখ করে এই পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

চার জন নোবেল জয়ীকে তাদের নিজ দেশীয় সরকার নোবেল পুরস্কার গ্রহণে বাধা দেয়। হিটলারের নিষেধাজ্ঞার কারণে জার্মানির তিনজন নোবেল বিজয়ী (Richard Kuhn, Adolf Butenandt, Gerhard Domagk) যথা সময়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেননি।

১৯৫৮ সালে সাহিত্যে নোবেল বিজয়ী বরিস পেস্তার্নক (Boris Pasternak) পরবর্তীতে সোভিয়েত সরকারের চাপের মুখে ফিরত দিতে বধ্য হন।

নোবেল পুরস্কার ঘোষণার সময় তিনজন নোবেল বিজয়ী কারাবন্দী ছিলেন:

জার্মান সাংবাদিক এবং শান্তিকামী কার্ল ভন অজিচ্কি (Carl von Ossietzky)

বার্মিজ রাজনীতিবিদ অং সাং সুকি (Aung San Suu Kyi)

চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াবো ( Liu Xiaobo)

International Committee of the Red Cross (ICRC) এই পর্যন্ত তিনবার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে। এইছাড়াও ICRC এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট (Henry Dunant) ১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।

একমাত্র লায়নাস পোলিং (Linus Pauling) এককভাবে দুইবার এই পুরস্কার অর্জন করেন: ১৯৫৪ সালে রসায়নে এবং ১৯৬২ সালে শান্তিতে।

এছাড়াও একাধিকবার নোবেল পুরস্কার জিতেছেন:

J. Bardeen (পদার্থবিজ্ঞানে ১৯৫৬ এবং ১৯৭২)

M. Curie (পদার্থবিজ্ঞানে ১৯০৩ এবং রসায়নে ১৯১১)

F. Sanger(রসায়নে ১৯৫৮ এবং ১৯৮০)

ICRC (শান্তিতে ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)

UNHCR (শান্তিতে ১৯৫৪, ১৯৮১)

মরণোত্তর নোবেল পুরস্কার :

১৯৭৪ সালে নোবেল ফাউন্ডেশন নিয়ম জারি করে মরণোত্তর পদক দেওয়া বন্ধ করে। পুরস্কার ঘোষণার সময় মনোনীত প্রার্থীকে অবশ্যই জীবিত থাকতে হবে। ১৯৭৪ সালের আগে মাত্র দুই জন মরণোত্তর পদক পেয়েছিলেন : দেগ হ্যামারশোল্ড এবং এরিক এক্সেল কার্লফিল্ড।

২০১১ সালে রাল্ফ স্টেইনম্যানকে (Ralph Steinman) চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণার পর জানা যায়, তিনি ঘোষণার তিন দিন আগে মৃত্যুবরণ করেন। যেহেতু নোবেল জুরিবোর্ড এইব্যাপারটি অবগত ছিলেন না, তাই তার পদক বলবৎ থাকে।

নোবেল পু
রস্কার থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নঃ

১. For which of the following disciplines Nobel Prize is awarded? (৩৪তম বিসিএস)

1)Literature, peace and Economices 2)Physiology or Medicine 3)Physices and Chemistry 4)All of the above

C/A: 4)All of the above

২. নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-(১৮তম বিসিএস) 1)তেলের খনির মালিক হিসেবে 2)উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে 3)জাহাজের ব্যবসা করে 4)ইস্পাত কারখানার মালিক হয়ে

C/A: 2)উন্নত ধরনের বিস্ফোরক আবিস্কার করে

৩. একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে-(১৮তম বিসিএস) 1)চার্চিল 2)কিসিঞ্জার 3)দ্য গল 4)রুজভেল্ট

#রুহিন আখতার
C/A: 1)চার্চিল

৪. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে? (২২তম বিসিএস) 1)প্রেসিডেন্ট কিম দায়ে জং 2)হোমস জে হেকম্যান 3)গাও সিংজিয়ান 4)এরিক ক্যান্ডেল

C/A: 1)প্রেসিডেন্ট কিম দায়ে জং

৫. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরষ্কার পেয়েছেন? (২৫তম বিসিএস) 1)4 2)5 3)6 4)9

C/A: 4)9 (মোট=৯ জন। সর্বশেষ ২ জন মালালা ইউসূফজাই(পাকিস্তান) ও কৈলাশ সত্যার্থী(ভারত)।)

৬. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন? (২০তম বিসিএস) 1) অরুন্ধতি রায় 2) সালমান রুশদী 3) ভি এস নাইপল 4) হোসে সারামাগো

C/A: 4) হোসে সারামাগো

৭. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? (২৭তম বিসিএস) 1)১৯৭৭ 2)১৯৭৮ 3)১৯৭৯ 4)১৯৮১

C/A: 1)১৯৭৭

৮. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?(সহঃ পরিচালক, জনপ্রশাসন মন্ত্র.-২০১৬) 1)উন্নয়ন অর্থনীতি 2)কল্যাণ অর্থনীতি 3)আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব 4)মজুরী তত্ত্ব

C/A: 2)কল্যাণ অর্থনীতি

৯. ডিমাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী? (বাংলাদেশ রেলওয়ে-২০০২) 1)নরওয়ে 2)সুইডেন 3)ডেনমার্ক 4)নেদারল্যান্ড

C/A: 2)সুইডেন

১০. ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? (বাংলাদেশ রেলওয়ে-২০০৭) 1)ড. ইউনূস 2)অরুন্ধতি রায় 3)হোসে সাবামাগো 4)ওরহান পামুক

C/A: 4)ওরহান পামুক

১১. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? (Primary Head Master-2012) 1)শিরিন এবাদি 2)বেনজীর ভুট্টো 3)মনিকা আলী 4)বেগম রোকেয়া

C/A: 1)শিরিন এবাদি

১২. ২ বার নোবেল পুরষ্কার কে পেয়েছিলেন? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৫) 1)উইলিয়াম রঞ্জেন 2)পিয়ারে কুরি 3)মেরী কুরি 4)আব্দুস সালাম

C/A: 3)মেরী কুরি

১৩. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন?(সাব-রেজিস্ট্রার-২০১২) 1)উন্নয়নের গতিধারা 2)দুর্ভিক্ষ ও দারিদ্র 3)মাইক্রো ক্রেডিট 4)জনসংখ্যা তত্ত্ব

C/A: 2)দুর্ভিক্ষ ও দারিদ্র

১৪. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? (সাব-রেজিস্ট্রার-২০১২) 1)অং সান সূচি 2)ইন্দিরা গান্ধী 3)মাদার তেরেসা 4)শিরিন এবাদি

C/A: 3)মাদার তেরেসা

১৫. ২০১৫ সাহিত্যে নোবেল প্রাপ্ত অ্যালেক্সিস কোন দেশের নাগরিক? (প্রধানমন্ত্রীর কার্যালয় NSI (AD)-২০১৫) 1)রাশিয়া 2)বেলারুশ 3)আজারবাইজান 4)ক্যামেরুন

C/A: 2)বেলারুশ

১৬. ২০১৫ সালের শান্তিতে নোবেল পেয়েছেন কোন ব্যক্তি বা সংগঠন? (প্রধানমন্ত্রীর কার্যালয় NSI (AD)-২০১৫) 1)তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট 2)এঞ্জেলা মার্কস 3)পিলও 4)লিবিয়ান ন্যাশনাল কোয়ালিশন

C/A: 1)তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
পদার্থ বিজ্ঞানের ১৪০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

সৌরভ

1) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ➯ মধ্যাকর্ষণের জন্য ।
2) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন ➯ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
3) চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➯ কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
4) চা দেরীতে ঠান্ডা হয় ➯ সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
5) শব্দের গতি সবচেয়ে বেশি ➯ কঠিন মাধ্যমে ।
6) শব্দের গতি সবচেয়ে কম ➯ বায়বীয় মাধ্যমে ।
7) তিনটি মূখ্য বর্ণ ➯ লাল, সবুজ ও নীল ।
8) ৪০ (৪ ডিগ্রী) সে: তাপমাত্রায় জলের ঘনত্ব ➯ সর্বোচ্চ ।
9) ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল ➯ তেজস্ক্রিয় পদার্থ ।
10) রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি।
11) উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন ➯ আলফ্রেড নোবেল ।
12) লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে ➯ গ্যালভানাইজিং ।
13) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ➯ মরিচিকায় ।
14) জল বরফে পরিণত হলে ➯ আয়তনে বাড়ে ।
15) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
16) বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী ➯ টাংস্টেন দিয়ে ।
17) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ➯ ওজন স্তর ।
18) ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় ➯ পেরিস্কোপ ।
19) ব্যাটারি হতে পাওয়া যায় ➯ ডিসি কারেন্ট ।
20) সর্বোত্তম তড়িৎ পরিবাহক ➯ তামা ।
21) ডিনামাইট আবিস্কার করেন ➯ আলফ্রেড নোবেল ।
22) পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ➯ গ্রাফাইট ।
23) শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে ➯ সুপারসনিক বিমান ।
24) বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি ➯ ৩X১০১০ সে. মি. ।
25) কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট ➯ চুম্বক পদার্থ ।
26) আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে ➯ দর্পনে ।
27) স্টিফেন হকিন্স একজন ➯ পদার্থবিদ ।
28) পদার্থের ক্ষুদ্রতমা কণা ➯ অণু ।
29) পদার্থের স্থায়ী মূল কণিকা ➯ ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
30) তেজস্ক্রিয় রশ্মিতে থাকে ➯ আলফা, বিটা ও গামা কনিকা ।
31) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ➯ পরস্পর সমান ।
32) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে ➯ অভিকর্ষ বল ।
33) বরফ গলনের সুপ্ত তাপ ➯ ৮০ ক্যালরি ।
34) ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি ➯ ৩৩২ মিটার/সেকেন্ড ।
35) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় ➯ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
36) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ➯ সৌর রশ্মি ।
37) পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ➯ জীবাস্ম জালানি ।
38) জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি ➯ অতি বেগুণী রশ্মি ।
39) এক্সরে এর একক ➯ রনজেন ।
40) তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক ➯ হেনরী বেকুইরেল ।
41) রেডিয়াম আবিস্কার করেন ➯ মাদাম কুরি ।
42) পারমাণবিক বোমা উৎপন্ন হয় ➯ ফিশন পদ্ধতিতে ।
43) হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ➯ ফিউশন পদ্ধতিতে ।
44) পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
45) প্লবতা সূত্র আবিস্কার করেন ➯ আর্কিমিডিস ।
46) দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন ➯ গ্যালিলিও ।
47) গতির সূত্র আবিস্কার করেন ➯ নিউটন ।
48) ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ ➯ ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
49) পীট কয়লা ➯ ভিজা ও নরম ।
50) তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে ➯ গ্রীনহাউজ ইফেক্ট।
51) পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে ➯ ফিউশন বিক্রিয়া ।
52) বায়ু এক প্রকার ➯ মিশ্র পদার্থ ।
53) আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন ➯ আলবার্ট আইনস্টাইন ।
54) মৌলিক রাশিগুলো হলো ➯ দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
55) লব্ধ রাশি ➯ বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
56) ভেক্টর রাশি ➯ সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
57) স্কেলার রাশি ➯ দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি।
58) পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল ➯ এস. আই. I. ।
59) ভর হচ্ছে পদার্থের ➯ জড়তার পরিমাণ।
60) এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।
61) নিউটনের গতি সূত্র ➯ তিনটি ।
62) নিউটনের বিখ্যাত বই ➯ “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” ।
63) বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় ➯ কিলোওয়াট / ঘন্টা KW/H ।
64) ১ অশ্ব শক্তি (P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি ।
65) মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ মহাকর্ষ বল ।
66) পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ অভিকর্ষ বল ।
67) অভিকর্ষজ ত্বরণ G এর মান ➯ পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী।
68) চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ ।
69) পৃথিবীর মুক্তিবেগ ➯ ১১.২ কি.মি./সে. ।
70) মঙ্গল গ্রহের মুক্তি বেগ ➯ ৫.১ কি.মি./সে. ।
71) গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি ➯ তিনটি ।
72) ইস্পাত ও রাবারের মধ্যে বে
শী স্থিতিস্থাপক ➯ ইস্পাত ।
73) বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় ➯ শব্দ ।
74) জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো ➯ অনুপ্রস্থ বা আড় তরঙ্গ ।
75) শব্দ তর তরঙ্গ হলো ➯ অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ ।
76) জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ্ঠি হয় ➯ অনুপ্রস্থ তরঙ্গ ।
77) টানা তারের সূত্র কয়টি ➯ তিনটি ।
78) শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন ➯ জড় মাধ্যমের ।
79) শুন্য মাধ্যমে শব্দের বেগ ➯ শুন্য ।
80) স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ➯ ৩৩২ মি./সে. ।
81) স্বাভাবিক অবস্থায় জলে শব্দের দ্রুতি ➯ ১৪৫০ মি./সে. ।
82) স্বাভাবিক অবস্থায় লোহায় শব্দের দ্রুতি ➯ ৫২২১ মি./সে. ।
83) শব্দের বেগের উপর প্রভাব আছে ➯ তাপ, আদ্রতা ও বায়ু প্রবাহ ।
84) শ্রাব্যতার সীমা ➯ ২০-২০০০০ HZ ।
85) ইনফ্রাসোনিক বা শব্দোত্তর বা অশ্রুতি শব্দ ➯ ২০ HZ
86) আল্ট্রাসোনিক বা শব্দোত্তর শব্দ ➯ ২০০০০ HZ এর বেশী ।
87) প্রতিধ্বনি শোনার জন্য সময়ের প্রয়োজন ➯ ০.১ সে. ।
88) প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে নুন্যতম দূরত্ব ➯ ১৬.৬ মিটার ।
89) কোন শব্দ মানুষের কর্ণকুহরে প্রবেশ করলে বধির হয় ➯ ১০৫ ডেসিবেলের উপর সৃষ্ঠ শব্দ ।
90) বাদুর চলাচলের সময় কি প্রয়োগ করে ➯ প্রতিধ্বনি ।
91) তাপ এক প্রকার ➯ শক্তি ।
92) জলের স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে - ১oo০ সেলসিয়াস ।
93) প্রেসার কুকারের মূলনীতি ➯ চাপে জল বেশী তাপমাত্রায় ফুটে ।
94) ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে ➯ স্ফুটনাংক ।
95) বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে ➯ রঙের উপর ।
96) শীতকালে রঙিন কাপড় আরামদায়ক ।
97) গরমকালে সাদা কাপড় আরামদায়ক ।
98) পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় ➯ ১৮৮৬ ইং সালে ।
99) ফ্রেয়নের রাসায়নিক নাম ➯ ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন ।
100) ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে ➯ (- ৪o০ ) তাপমাত্রায় ।
101) স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ ➯ ১৫ পাউন্ড ।
102) ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে ➯ (৯০০ -১১০০) F ।
103) থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ ➯ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় ।
104) আলো এক প্রকার ➯ শক্তি ।
105) আলোক মাধ্যম ➯ তিনটি , ১) স্বচ্ছ, ২) ঈষদ স্বচ্ছ ও ৩) অস্বচ্ছ ।
106) প্রতিফলনের সূত্র ➯ দুইটি ।
107) প্রতিসরণের সূত্র ➯ দুইটি ।
108) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ➯ দুটি ।
109) সাদা আলো সাতটি বর্ণের সমাহার ।
110) লেন্স দুই প্রকার ১) অপসারী, ২) অভিসারী।
111) দৃষ্টির ত্রুটি মোট চারটি ➯ ১) হ্রস্ব দৃষ্টি, ২) দীর্ঘ দৃষ্টি, ৩) বার্ধক্য দৃষ্টি ও ৪) বিষম দৃষ্টি বা নকুলা ।
112) তরঙ্গ দৈর্ঘ্য বেশি ➯ লাল আলোর ।
113) তরঙ্গ দৈর্ঘ্য কম ➯ বেগুনী আলোর ।
114) বিক্ষেপণ কম ➯ লাল আলোর ।
115) বস্তুর বর্ণ পদার্থের কোন ধর্ম নয়, এটি আলোকের একটি ধর্ম ।
116) নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল ➯ কালো দেখায় ।
117) লাল আলোতে গাছের পাতা ➯ কালো দেখায় ।
118) নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল ➯ নীল দেখায় ।
119) লাল ফুলকে সবুজ আলোয় ➯ কালো দেখায় ।
120) সূর্য রশ্মি শরীরে পড়লে ➯ ভিটামিন ডি তৈরী হয় ।
121) সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ গামা রশ্মি ।
122) সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ বেগুণী রশ্মি ।
123) শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে ➯ পরিমিত অতিবেগুণী রশ্মি।
124) আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল ➯ ০.১ সেকেন্ড ।
125) যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে ➯ চম্বুক পদার্থ ।
126) চৌম্বকের চুম্বকত্ব একটি ➯ ভৌত ধর্ম ।
127) চৌম্বকের প্রকারভেদ ➯ ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক ।
128) চৌম্বক পদার্থ ➯ টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি ।
129) চৌম্বক পদার্থের প্রকারভেদ ➯ ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক ।
130) মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ➯ সবচেয়ে বেশী ।
131) পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে ➯ পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।
132) তড়িৎ দুই প্রকার ➯ ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ ।
133) চল তড়িৎ দুই প্রকার ➯ ১) এ. সি. তড়িৎ ২) ডি. সি. তড়িৎ ।
134) ডি. সি. প্রবাহ পাওয়া যায় ➯ ব্যাটারি থেকে ।
135) রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে ➯ ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা।
136) মাধ্যম তিন প্রকার ➯ ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী।
137) রাডার (RADAR) হলো ➯ RADIO DETECTION AND RANGING ।
138) অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় ➯ পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ।
139) ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু ➯ ট্রানজিস্টরের আবিস্করের সময় ।
140) ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয় ➯ সিজিয়াম দিয়ে ।
১৯৪৫ সালের ১৮ই আগস্ট দিনটিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 'প্রয়াণ দিবস' হিসেবে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো
Daily Current Affairs
19 August 2019 .

🔶 19 August : World Photography Day

🔶 Abhinav Bindra Appointed As Member Of Punjab Institute Of Sports Governing Council

🔶 Harbhajan Singh Appointed As Member Of Punjab Institute Of Sports Governing Council

🔶 Gagan Dhal Appointed As Chairman Of Odisha Forest Development Corporation

🔶 14th " KONKAN-19 " Bilateral Exercise Between Indian Navy & Royal Navy Of Britain

🔶 Tirur Betel Vine From Kerala Gets Geographical Indecation (GI) Tag

🔶 Tawlhlohpuan & Mizo Puanchei From MizoramGets Geographical Indecation (GI) Tag

🔶 Athleticky Mitink Reiter 2019 Begin In Czech Republic

🔶 Mohammad Anas Won Gold In Men’s 300M At Athleticky Mitink Reiter 2019 In Czech Republic.
ruhin akhter

🔶 DDCA To Name Ferozshah Kotla Stand In Honour Of Virat Kohli

🔶 FDA Of US Approves PRETOMANID New Drug For Drug Resistant TB

🔶 Padma Shri Awardee Damodar Ganesh Bapat Passed Away

🔶 Noted Bangladeshi Novelist Rizia Rahman Passed Away

🔶 Delhi Govt To Offer Free Ride For Women On Govt Buses From Oct 29

🔶 PM Modi To Be On State Visit To UAE On 23-24 August

🔶 PM Modi To Be On State Visit To Bahrain On 24-25 August

🔶 PM Modi To Receive UAE's Highest Civil Honour " Order Of Zayed " On August 23

🔶 Canada's Ravinderpal Singh Becomes The 1st Player To Score A Century On T20I Debut

🔶 4th World Police And Fire Games Held In China

🔶 BWF World Championships Begins Today At Basel , Switzerland

🔶 New Zealand Beat India 2-1 In The Olympic Test Event

🔶 EAM S Jaishankar To Pay 2 Day Visit To Nepal From Aug 21

🔶 Mitchell Johnson Elected As MCC Honorary Life Member

🔶 Afghanistan Cricket Board Suspends Mohammad Shahzad For 1 Year

🔶 Ashes 2019 : England And Australia Draw Second Test

🔶 Russia's Daniil Medvedev Won Men's Singles Title At Cincinnati Masters

🔶 US's Medison Keys Won Women's Singles Title At Cincinnati Masters

🔶 Virat Kohli Most Followed Cricketer On Social Media

🔶 20th Asian Women's Volleyball Championships Begin In South Korea

🔶 Junior World Wrestling Championships Held In Estonia

🔶 India Won 3 Medals At Junior World Wrestling Championships

🔶 England Player Ashley Cole Announces Retirement From Football

🔶 India To Help Bhutan In Digital Payments , Space Technology

🔶 India Women Hold Australia To 2-2 Draw In Olympic Hockey Test Event

🔶 U12 Asian Tennis Team Championship Held In Kazakhstan

🔶 India Won Gold In U12 Asian Tennis Team Championship

🔶 Athletics Federation Of India To Organise Indian Grand Prix-VI In Delhi

🔶 World Skills International Competition To Be Held In Kazan , Russia

🔶 5th Meeting Of India-Nepal Joint Commission To Be Held In Kathmandu .
রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
www_onlinessce_com_SSCE_কর্মক্ষেত্র21
14.7 MB
www.onlinessce.com SSCE কর্মক্ষেত্র(21.08.2019)
*Daily CA One Liners , 21 August 2019*


🔶 Indian Men's Hockey Team Entered The Final Of The Olympic Test Event

🔶 Delhi Assembly Speaker R N Goel Has Disqualified MLA Sandeep Kumar

🔶 Diwakar Vasu Appointed As Tamil Nadu Coach

🔶 Gujrat Government Sets Up State Yoga Board

🔶 Dutee Chand Now Brand Ambassador Of PUMA

🔶 Shishpal S Rajput Appointed Chairman Of Gujrat State Yoga Board

🔶 Sudhanshu Sarangi Appointed As Police Commissioner Of Bhubaneswar

🔶 Pratap Jyoti Handique Appointed New VC Of Gauhati University

🔶 Brad Haddin Appointed Sunrisers Hyderabad’s Assistant Coach

🔶 Bhumi Pednekar Signed As Brand Ambassador For Raisin

🔶 Shopee Announces Cristiano Ronaldo As Newest Brand Ambassador

🔶 Kevin Pietersen Betway’s Global Cricket Ambassador

YouGov Released The Global Annual Brand Health Rankings 2019

🔶 Google Topped Global Annual Brand Health Rankings 2019

🔶 WhatsApp Ranked 2nd In Global Annual Brand Health Rankings 2019

🔶 YouTube Ranked 3rd In Global Annual Brand Health Rankings 2019

🔶 Samsung Ranked 4th In Global Annual Brand Health Rankings 2019

🔶 Facebook Ranked 5th In Global Annual Brand Health Rankings 2019

🔶 Amazon Ranked 6th In Global Annual Brand Health Rankings 2019

🔶 IKEA Ranked 7th In Global Annual Brand Health Rankings 2019

🔶 Nike Ranked 8th In Global Annual Brand Health Rankings 2019

🔶 PayPal Ranked 9th In Global Annual Brand Health Rankings 2019

🔶 Netflix Ranked 10th In Global Annual Brand Health Rankings 2019

🔶 R Dilip Took Charge As Commissioner Of Hubli-Dharwad Police

🔶 N K Kateel Has Been Appointed As President Of Karnataka BJP

🔶 Sushil Kumar Qualified For The 2019 World C’ships In Men’s Freestyle 74 Kg

🔶 Karnataka State Junior Basketball Championship Held In Bengaluru

🔶 SAI STC Dharwad Won Karnataka State Junior Basketball Championship

🔶 3rd Junior Nations Boxing Tournament Held In Serbia

🔶 Indian Men's Team Won 11 Medals In 3rd Junior Nations Boxing Tournament

🔶 State Tourism Ministers Conference Held In New Delhi

🔶 International Conference On Teacher Education By NCTE Held In New Delhi

🔶 Divyang Satendra Singh Lohia Becomes 1st Asian Swimmer To Cross Catalina Channel Of America

🔶 Madhya Pradesh's Former CM & BJP Leader Babulal Gaur Passed Away

🔶 Draft On National Resource Efficiency Policy 2019 Released

🔶 SMVDU Signs MoU With NISE To Achieve National Solar Mission

🔶 Defence Talks Between India And China Held In Beijing

🔶 Indian-American Navneeth Murali Wins 2019 South Asian Spelling Bee Competition

🔶 Gujarat To Get Country’s 1st Institute For Chemical Engineering & Technology

🔶 Paytm Promoted CFO Madhur Deora As Its President

🔶 Karnataka Government Categorised Nicotine As " Class A Poison "

🔶 IOCL Won Dolo-650 Bangalore Cup All India Hockey Tournament 2019

🔶 Chief Scientist K Thangaraj Wins JC Bose Fellowship For The Year 2019 .
Quick_Solutions_to_Common_Errors_in_English
4.7 MB
Quick_Solutions_to_Common_Errors_in_English
National Sports Awards 2019 – Complete List of Winners

1.Rajiv Gandhi Khel Ratna

Rajiv Gandhi Khel Ratna is named after former Prime Minister of India Rajiv Gandhi. 

It was started in the year 1991-92.

Chess Grandmaster Viswanathan Anand was the first recipient of the award.

The latest winners of Rajiv Gandhi Khel Ratna award are Virat Kohli and Mirabai Chanu.

A medal, a citation and 7.5 lakh rupees are given to the winner of the award.

Khel Ratna – Recipients of National Sports Awards 2019

Bajrang Punia (Wrestling)

Deepa Malik (Para-Athletics)

2.Arjuna Award

Arjuna Award was started from the year 1961.

This award is India’s second-highest sporting award after Rajiv Gandhi Khel Ratna Award. 

Arjuna Award is honoured/nominated to the sportsperson for consistently outstanding performance for four years. 

This award is conferred by the Union Ministry of Youth Affairs and Sports.

Arjuna Award has bronze statuette of Arjuna, a scroll and a monetary award of 5 lakh rupees.

Arjuna Award – Recipients of National Sports Awards 2019

Tajinder Pal Singh Toor (Athletics)

Mohammed Anas Yahiya (Athletics)

S Bhaskaran (Body- Building)

Sonia Lather (Boxing)

Ravindra Jadeja (Cricket)

Chinglensana Singh Kangujam (Hockey)

Ajay Thakur (Kabaddi)

Gaurav Singh Gill (Motor Sports)

Pramod Bhagat (Para Sports-Badminton)

Anjum Moudgil (Shooting)

Harmeet Rajul Desai (Table Tennis)

Pooja Dhanda (Wrestling)

Fouaad Mirza (Equestrian)

Gurpreet Singh Sandhu (Football)

Poonam Yadav (Cricket)

Swapna Burman (Athletics)

Sundar Singh Gurjar (Para Sports-Athletics)

Bhamidipati Sai Praneeth (Badminton)

 Simran Singh Shergill (Polo)

3.Dronacharya Awards

This award bestows honours to the contribution and role of instructors, trainers and coaches. 

The aim is to motivate coaches and trainers to work with focus and train sportsmen/women in their success at the global sports events.

Dronacharya Award  – Recipients of National Sports Awards 2019

(Regular Category)

Vimal Kumar (Badminton)

Sandeep Gupta (Table Tennis)

 Mohinder Singh Dhillon (Athletics)

Dronacharya Award – Recipients of National Sports Awards 2019

(Lifetime Category)

Mezban Patel (Hockey)

Rambir Singh Khokar (Kabaddi)

 Sanjay Bhardwaj (Cricket)

4.Dhyan Chand Award 

Dhyan Chand Award is named after Dhyan Chand, an Indian field hockey player.

It is granted every year by the Ministry of Youth Affairs and Sports.

Dhyan Chand Award – Recipients of National Sports Awards 2019

Manuel Fredricks (Hockey)

Arup Basak (Table Tennis)

Manoj Kumar (Wrestling)

Nitten Kirrtane (Tennis), C Lalremsanga (Archery)

SR
New Doc 2019-08-21 11.03.16
10.8 MB
New Doc 2019-08-21 11.03.16
*যেকোনো পরীক্ষার জন্য যোজনা সমূহ 2019*

⛒কালিয়া যোজনা- উড়িষ্যা

⛒কৃষক বন্ধু যোজনা- পশ্চিম বঙ্গ

⛒কিসান ঋণ মুক্তি যোজনা- মধ্যপ্রদেশ

⛒সূর্য শক্তি কিষান যোজনা- গুজরাট

⛒ ইন্দিরা গৃহ জ্যোতি যোজনা- মধ্যপ্রদেশ

⛒মুখ্যমন্ত্রী কৃষি আশীর্বাদ যোজনা -ঝাড়খন্ড

⛒ সুইট রিভলিউশন- ঝাড়খন্ড

⛒ কলেশ্বরাম লিফট ইরিগেশন -তেলেঙ্গানা

⛒ রায়তু বন্ধ যোজনা- তেলেঙ্গানা

⛒মিশন বুনিয়াদ যোজনা- দিল্লি

⛒মুখ্যমন্ত্রী পরিবার সম্মান নিধি যোজনা- হরিয়ানা

⛒ জয় কিষান ঋণমুক্তি যোজনা- মধ্যপ্রদেশ

⛒ অরুন্ধতী যোজনা- আসাম

⛒ মুখ্যমন্ত্রী কারিগর সহায়তা যোজনা- উড়িষ্যা

⛒ ওয়ান সিটিজেন ওয়ান ট্রি -মেঘালয়

⛒ সেভ গ্রীন স্টে ক্লীন- ওয়েস্ট বেঙ্গল

⛒ জল অমৃত যোজনা- কর্ণাটক

⛒ওয়ান ফ্যামিলি ওয়ান জব যোজনা- সিকিম

⛒ যুব স্বাভিমান যোজনা- মধ্যপ্রদেশ

⛒মুখ্যমন্ত্রী আঁচল অমৃত যোজনা- উত্তরাখণ্ড

⛒জীবন সম্পর্ক যোজনা- উড়িষ্যা

⛒সুনেত্র যোজনা- উড়িষ্যা

⛒ মেধা প্রস্তাহন যোজনা- হিমাচল প্রদেশ
একটুকরো কাগজে একবিন্দু রক্ত দিলেই রক্তপরীক্ষা! যুগান্তকারী আবিষ্কার IIT খড়গপুরের

আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইনজিনিয়রিং বিভাগের গবেষক অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে কয়েকজন পড়ুয়া রক্তপরীক্ষার এই পদ্ধতি আবিষ্কার করেছেন।
Photo from Sr Sourav Roy