🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
*কারেন্ট অ্যাফেয়ার্স - Current Affairs in Bengali : 03 July 2020*
1. নতুন ঘোষণা অনুসারে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনা কতদিন পর্যন্ত চলবে? উত্তর:- নভেম্বর 2020
2. ভারত মহাসাগরে সমঝোতা বৃদ্ধির জন্য ভারত ও জাপান কোন যৌথ নৌ মহড়া করবে? উত্তর:- PASSEX
3. ভারত সরকার কত সালের ইন্ডিয়ান স্ট্যাম্প এক্ট এর আমেন্ডমেন্ট করল? উত্তর:- 1899
4. AFSPA নিয়মের অধীনে সরকার কতদিন পর্যন্ত আরও নাগাল্যান্ড কে উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করলো? উত্তর:- 6 মাস
5. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোন দেশের সাথে এলপিজি ব্যবসাতে অংশগ্রহণ করল? উত্তর: বাংলাদেশ।
6. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি প্রকল্পের জন্য কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল? উত্তর:- ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি আর সাউথ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।
7. Ministry for fisheries animal husbandry and dairying এর তরফ থেকে নতুন কি নিউজলেটার বের করা হল? উত্তর:- মৎস্য সম্পদ।
8. বিশ্বের প্রথম অনলাইন বিএসসি ডিগ্রি, প্রোগ্রামিং এন্ড ডেটা সায়েন্স এর, কে শুরু করলো? উত্তর:- হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট মন্ত্রালয়ের সাথে আইআইটি মাদ্রাজ
9. কোন প্রধানমন্ত্রী কে স্মরণ করে নতুন স্টাম্প বের হবে? উত্তর:- পি ভি নরসিমা রাও
10. MSME দের সাহায্যের জন্য বিশ্ব ব্যাংক কত টাকা সাহায্যের কথা ঘোষণা করল? উত্তর:- 750 মিলিয়ন ডলার
11. এইচডিএফসি ব্যাংক কৃষকদের জন্য নতুন কি এপ্লিকেশন নিয়ে এলো? উত্তর:- ই কিষান ধন।
12. জাতিসংঘ নতুন কোন কর্মসূচির কথা ঘোষণা করল? উত্তর:- Alliance for poverty eradication.
13. 2021 সালের APEC সামিট কোথায় হওয়ার কথা ছিল? উত্তর:- নিউজিল্যান্ড।
14. ভারতীয় কোন অলরাউন্ডার উইজডেন এর তরফ থেকে মস্ট ভালুএবিল প্লেয়ার অফ ইন্ডিয়া ঘোষিত হল? উত্তর:- রবীন্দর জাদেজা।
15. AI পরিচালিত ভারত সরকারের MYGOV CORONA HELPDESK কটি আন্তর্জাতিক পুরস্কার পেল? উত্তর:- দুটি।
*কারেন্ট অ্যাফেয়ার্স - Current Affairs in Bengali : 03 July 2020*
1. নতুন ঘোষণা অনুসারে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনা কতদিন পর্যন্ত চলবে? উত্তর:- নভেম্বর 2020
2. ভারত মহাসাগরে সমঝোতা বৃদ্ধির জন্য ভারত ও জাপান কোন যৌথ নৌ মহড়া করবে? উত্তর:- PASSEX
3. ভারত সরকার কত সালের ইন্ডিয়ান স্ট্যাম্প এক্ট এর আমেন্ডমেন্ট করল? উত্তর:- 1899
4. AFSPA নিয়মের অধীনে সরকার কতদিন পর্যন্ত আরও নাগাল্যান্ড কে উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করলো? উত্তর:- 6 মাস
5. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কোন দেশের সাথে এলপিজি ব্যবসাতে অংশগ্রহণ করল? উত্তর: বাংলাদেশ।
6. আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি প্রকল্পের জন্য কাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হল? উত্তর:- ইন্ডিয়ান অয়েল, এনটিপিসি আর সাউথ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন।
7. Ministry for fisheries animal husbandry and dairying এর তরফ থেকে নতুন কি নিউজলেটার বের করা হল? উত্তর:- মৎস্য সম্পদ।
8. বিশ্বের প্রথম অনলাইন বিএসসি ডিগ্রি, প্রোগ্রামিং এন্ড ডেটা সায়েন্স এর, কে শুরু করলো? উত্তর:- হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট মন্ত্রালয়ের সাথে আইআইটি মাদ্রাজ
9. কোন প্রধানমন্ত্রী কে স্মরণ করে নতুন স্টাম্প বের হবে? উত্তর:- পি ভি নরসিমা রাও
10. MSME দের সাহায্যের জন্য বিশ্ব ব্যাংক কত টাকা সাহায্যের কথা ঘোষণা করল? উত্তর:- 750 মিলিয়ন ডলার
11. এইচডিএফসি ব্যাংক কৃষকদের জন্য নতুন কি এপ্লিকেশন নিয়ে এলো? উত্তর:- ই কিষান ধন।
12. জাতিসংঘ নতুন কোন কর্মসূচির কথা ঘোষণা করল? উত্তর:- Alliance for poverty eradication.
13. 2021 সালের APEC সামিট কোথায় হওয়ার কথা ছিল? উত্তর:- নিউজিল্যান্ড।
14. ভারতীয় কোন অলরাউন্ডার উইজডেন এর তরফ থেকে মস্ট ভালুএবিল প্লেয়ার অফ ইন্ডিয়া ঘোষিত হল? উত্তর:- রবীন্দর জাদেজা।
15. AI পরিচালিত ভারত সরকারের MYGOV CORONA HELPDESK কটি আন্তর্জাতিক পুরস্কার পেল? উত্তর:- দুটি।
®৫ই জুলাই, ইতিহাসে আজকের দিনে®
*♦️ঘটনাবলী♦️*
*• ১৮১১* সালের আজকের দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
*• ১৯৪৭* সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
*• ১৯৪৮* সালের আজকের দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
*• ১৯৭৭* সালের আজকের দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
*• ১৯৯৬* সালের আজকের দিনে বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।(ডলি একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়।। বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে ডলি হচ্ছে “পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”।)
*♦️জন্ম♦️*
*• ১৮৫৭* সালে আজকের দিনে জার্মানিতে জন্ম গ্রহণ করেছিলেন ক্লারা জেটকিন, তিনি ছিলেন জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী।
*• ১৯৪৪* সালে আজকের দিনে জামসেদপুরে(ঝাড়খন্ড) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অভিনেতা *দীপঙ্কর দে*।তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো সত্যজিৎ রায় -এর সীমাবদ্ধ (Company Limited, ১৯৭১) ৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (Enemy of the People, ১৯৯০), শাখা প্রশাখা (Branches of the Tree, ১৯৯০) এবং আগন্তুক (The Stranger, ১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন ৷ এখন অবধি তিনি অনেক আর্ট হাউস এবং বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করেছেন ৷
*• ১৯৪৬* সালে আজকের দিনে বিহারে জন্ম গ্রহণ করেন রাজনীতিক নেতা *রামবিলাস পাসোয়ান*(He is an Indian politician from Bihar and the current Cabinet Minister of Consumer Affairs, Food and Public Distribution. Paswan is also the president of the Lok Janshakti Party, eight-time Lok Sabha member and former Rajya Sabha MP)
*♦️মৃত্যু♦️*
*• ১৯৬৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার *বনবিহারী মুখোপাধ্যায়*, তিনি ছিলেন দরদি চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।
*• ২০০৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র এবং কোলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা *শুভেন্দু চট্টোপাধ্যায়*।
*♦️ঘটনাবলী♦️*
*• ১৮১১* সালের আজকের দিনে প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
*• ১৯৪৭* সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
*• ১৯৪৮* সালের আজকের দিনে ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
*• ১৯৭৭* সালের আজকের দিনে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
*• ১৯৯৬* সালের আজকের দিনে বৃটেনের বিজ্ঞানী ডঃ উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক “ডলি” জন্ম নেয়।(ডলি একটি গৃহপালিত স্ত্রী ভেড়া। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং এর মাধ্যমে জন্ম দেয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী। ৫ জুলা্ই ১৯৯৬ সালে জন্ম নেবার পর তার ৭ম জন্মবার্ষিকীর কিছুদিন পূর্বে ফুসফুসের জটিলতাজনিত রোগে মারা যায়।। বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে ডলি হচ্ছে “পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”।)
*♦️জন্ম♦️*
*• ১৮৫৭* সালে আজকের দিনে জার্মানিতে জন্ম গ্রহণ করেছিলেন ক্লারা জেটকিন, তিনি ছিলেন জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী।
*• ১৯৪৪* সালে আজকের দিনে জামসেদপুরে(ঝাড়খন্ড) জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অভিনেতা *দীপঙ্কর দে*।তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো সত্যজিৎ রায় -এর সীমাবদ্ধ (Company Limited, ১৯৭১) ৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (Enemy of the People, ১৯৯০), শাখা প্রশাখা (Branches of the Tree, ১৯৯০) এবং আগন্তুক (The Stranger, ১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন ৷ এখন অবধি তিনি অনেক আর্ট হাউস এবং বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করেছেন ৷
*• ১৯৪৬* সালে আজকের দিনে বিহারে জন্ম গ্রহণ করেন রাজনীতিক নেতা *রামবিলাস পাসোয়ান*(He is an Indian politician from Bihar and the current Cabinet Minister of Consumer Affairs, Food and Public Distribution. Paswan is also the president of the Lok Janshakti Party, eight-time Lok Sabha member and former Rajya Sabha MP)
*♦️মৃত্যু♦️*
*• ১৯৬৫* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার *বনবিহারী মুখোপাধ্যায়*, তিনি ছিলেন দরদি চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।
*• ২০০৭* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতীয় চলচ্চিত্র এবং কোলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা *শুভেন্দু চট্টোপাধ্যায়*।
📰 Daily CA One Liners ,
📅 05 July 2020.
🔶 Lt Gen SP Kochhar Appointed As Director-General Of COAI
✔️ COAI : Cellular Operations Association Of India
🔶 Delhi Government Launched An Online Portal " LEAD "
✔️ LEAD : Learning Through E-Resources Made Accessible For Delhi
🔶 French Prime Minister Edouard Phillipe Resigned
🔶 Jean Castex Appointed As New Prime Minister Of France
🔶 Rameshwar Sharma Appointed As Pro-Tem Speaker Of Madhya Pradesh Assembly
🔶 Intel Capital To Buy 0.39% Stake In Jio Platforms For Rs 1,894.50 Cr
🔶 Zoya Khan Becomes The 1st Transgender Operator Of The Common Service Centre In India
🔶 Chairman Of NHAI S S Sandhu Gets 6 Months Extension
✔️ NHAI : National Highway Authority Of India
🔶 Union Health Minister Dr. Harsh Vardhan " Launched Drug Discovery Hackathon 2020 "
🔶 VP M V Naidu To Launch " Elyments " 1st Indian Social Media Super App
🔶 Union HRD Minister Ramesh Pokhriyal Launched " Fit Hai To Hit Hai India " For School Children
🔶 Ratnakar Matkari Will Be Posthumously Honoured With The Natvarya Prabhakar Panshikar Award
✔️ By Maharashtra Govt
🔶 HDFC Bank To Offer " ZipDrive " An Online Instant Auto Loans
🔶 Odisha Govt Launched ' Labour Case Management System ' Portal
🔶 Krishi Sanjeevani Saptah To Be Launched By Maharashtra Government
✔️ AIM : Educate Farmers With New Technologies
🔶 Nagaland Cabinet Banned The Sale Of Dog Meat
🔶 Russia's President Vladimir Putin To Stay In Power Until 2036
🔶 India’s External Debt Increased By 2.8% To $558.5 Billion In FY20
🔶 India’s GDP Likely To Contract By 6.4% In 2020-21 : Care Ratings
🔶 Delhi Govt To Launch " Podhe Lagao Prayavaran Bachao " Campaign
🔶 Germany To Shut Down Coal-Fired Power Plants By 2038
🔶 Germany To Shut Down Nuclear Power By End Of 2022
🔶 SAP Launches Global Bharat Program For Indian MSMEs
🔶 Two-Time Olympic Badminton Champion Lin Dan Retires
🔶 Meity-NITI Aayog Launches Digital India AatmaNirbhar Bharat App .
📅 05 July 2020.
🔶 Lt Gen SP Kochhar Appointed As Director-General Of COAI
✔️ COAI : Cellular Operations Association Of India
🔶 Delhi Government Launched An Online Portal " LEAD "
✔️ LEAD : Learning Through E-Resources Made Accessible For Delhi
🔶 French Prime Minister Edouard Phillipe Resigned
🔶 Jean Castex Appointed As New Prime Minister Of France
🔶 Rameshwar Sharma Appointed As Pro-Tem Speaker Of Madhya Pradesh Assembly
🔶 Intel Capital To Buy 0.39% Stake In Jio Platforms For Rs 1,894.50 Cr
🔶 Zoya Khan Becomes The 1st Transgender Operator Of The Common Service Centre In India
🔶 Chairman Of NHAI S S Sandhu Gets 6 Months Extension
✔️ NHAI : National Highway Authority Of India
🔶 Union Health Minister Dr. Harsh Vardhan " Launched Drug Discovery Hackathon 2020 "
🔶 VP M V Naidu To Launch " Elyments " 1st Indian Social Media Super App
🔶 Union HRD Minister Ramesh Pokhriyal Launched " Fit Hai To Hit Hai India " For School Children
🔶 Ratnakar Matkari Will Be Posthumously Honoured With The Natvarya Prabhakar Panshikar Award
✔️ By Maharashtra Govt
🔶 HDFC Bank To Offer " ZipDrive " An Online Instant Auto Loans
🔶 Odisha Govt Launched ' Labour Case Management System ' Portal
🔶 Krishi Sanjeevani Saptah To Be Launched By Maharashtra Government
✔️ AIM : Educate Farmers With New Technologies
🔶 Nagaland Cabinet Banned The Sale Of Dog Meat
🔶 Russia's President Vladimir Putin To Stay In Power Until 2036
🔶 India’s External Debt Increased By 2.8% To $558.5 Billion In FY20
🔶 India’s GDP Likely To Contract By 6.4% In 2020-21 : Care Ratings
🔶 Delhi Govt To Launch " Podhe Lagao Prayavaran Bachao " Campaign
🔶 Germany To Shut Down Coal-Fired Power Plants By 2038
🔶 Germany To Shut Down Nuclear Power By End Of 2022
🔶 SAP Launches Global Bharat Program For Indian MSMEs
🔶 Two-Time Olympic Badminton Champion Lin Dan Retires
🔶 Meity-NITI Aayog Launches Digital India AatmaNirbhar Bharat App .
🍑ইতিহাসে আজকের দিনে (৮ জুলাই)🍑
*♦️ঘটনাবলী♦️*
*• ১৪৯৭* সালে আজকের দিনে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান হিসেবে লিসবন থেকে সাগরপথে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন। তিনি পরের বছর ১৪৯৮ সালের ২০ মে ভারতের কালিকট (কেরালা) বন্দরে পৌঁছান।
*• ১৮৫৮* সালে আজকের দিনে সিপাহী বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
*• ১৯১৮* সালে আজকের দিনে ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
*• ২০০৬* সালে আজকের দিনে দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা পাস সীমান্তপথ খুলে দেয় ভারত। এই সীমান্তপথটি ভুটান-চীন-ভারতের সংযোগস্থলে। এই পথ দিয়েই কৈলাস সরোবরে তীর্থযাত্রায় যায় পূণ্যার্থীরা।
*♦️জন্ম♦️*
*• ১৯১৪* সালে আজকের দিনে কোলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী *জ্যোতি বসু*। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৯৬৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিপিআই(এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন।
*• ১৯৪৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী *ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি(ওয়াইএসআর)*।তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন।
*• ১৯৫৮* সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী *নীতু সিং*। যিনি ঋষি কাপুরে পত্নী এবং রণবীর কাপুরের মা। ১৯৬৬ সালের চলচ্চিত্র 'সুরাজ' এ নীতু প্রথম অভিনয় করেন।
*• ১৯৬৬* সালে আজকের দিনে কেরালায় জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক *রেবতী*। যিনি আশা কেলুন্নি নয়ার নামে পরিচিত। তিনি তামিল ও মালয়ালম চলচ্চিত্রে কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি তিনটি ভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।
*• ১৯৭২* সালে আজকের দিনে কোলকাতার বেহালায় জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক *দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়*। তিনি বিসিসিআই এর বর্তমান সভাপতি এবং উইসডেন ইন্ডিয়ার সভাপতি।
*♦️মৃত্যু♦️*
*• ২০০১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কোচবিহারের বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার কথাসাহিত্যিক *অমিয়ভূষণ মজুমদার*। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দে তার 'রাজনগর' উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
*• ২০০৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি(নদীয়ার) কবি ও গদ্যকার *সুভাষ মুখোপাধ্যায়*(কবি)। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তার অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।
*♦️ঘটনাবলী♦️*
*• ১৪৯৭* সালে আজকের দিনে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান হিসেবে লিসবন থেকে সাগরপথে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন। তিনি পরের বছর ১৪৯৮ সালের ২০ মে ভারতের কালিকট (কেরালা) বন্দরে পৌঁছান।
*• ১৮৫৮* সালে আজকের দিনে সিপাহী বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
*• ১৯১৮* সালে আজকের দিনে ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
*• ২০০৬* সালে আজকের দিনে দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা পাস সীমান্তপথ খুলে দেয় ভারত। এই সীমান্তপথটি ভুটান-চীন-ভারতের সংযোগস্থলে। এই পথ দিয়েই কৈলাস সরোবরে তীর্থযাত্রায় যায় পূণ্যার্থীরা।
*♦️জন্ম♦️*
*• ১৯১৪* সালে আজকের দিনে কোলকাতায় জন্ম গ্রহণ করেন ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী *জ্যোতি বসু*। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৯৬৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সিপিআই(এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন।
*• ১৯৪৯* সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী *ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি(ওয়াইএসআর)*।তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন।
*• ১৯৫৮* সালে আজকের দিনে দিল্লীতে জন্ম গ্রহণ করেন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী *নীতু সিং*। যিনি ঋষি কাপুরে পত্নী এবং রণবীর কাপুরের মা। ১৯৬৬ সালের চলচ্চিত্র 'সুরাজ' এ নীতু প্রথম অভিনয় করেন।
*• ১৯৬৬* সালে আজকের দিনে কেরালায় জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক *রেবতী*। যিনি আশা কেলুন্নি নয়ার নামে পরিচিত। তিনি তামিল ও মালয়ালম চলচ্চিত্রে কাজের জন্য সর্বাধিক পরিচিত। তিনি তিনটি ভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।
*• ১৯৭২* সালে আজকের দিনে কোলকাতার বেহালায় জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক *দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়*। তিনি বিসিসিআই এর বর্তমান সভাপতি এবং উইসডেন ইন্ডিয়ার সভাপতি।
*♦️মৃত্যু♦️*
*• ২০০১* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন কোচবিহারের বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক এবং নাট্যকার কথাসাহিত্যিক *অমিয়ভূষণ মজুমদার*। তিনি ১৯৮৬ খ্রিষ্টাব্দে তার 'রাজনগর' উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।
*• ২০০৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি(নদীয়ার) কবি ও গদ্যকার *সুভাষ মুখোপাধ্যায়*(কবি)। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তার অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।
🚀🇮🇳 INDIAN MISSILES 🇮🇳🚀
●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●
🚀 Anti-Tank Missile
♦️ Nag
▪️Range : 4 KM
♦️ Helina
▪️ Range : 7 - 8 KM
🚀 Subsonic Cruise Missile
♦️ Nirbhay
▪️ Range : 1,000 - 1500 KM
♦️ BrahMos
▪️ Range : 290 KM
♦️ BrahMos II
▪️ Range : 300 KM
🚀 Surface-to-Air Missiles
♦️ Akash
▪️ Range : 30 - 35KM
♦️ Barak 8
▪️ Range : 100 KM
♦️ Trishul
▪️ Range : 9 KM
🚀 Air-to-Air Missiles
♦️ Astra
▪️ Range : 60 - 80 KM
♦️ K-100
▪️ Range : 300 - 400 KM
🚀 Surface-to-Surface Missiles
♦️ Agni-I
▪️ Range : 700 - 1250 KM
♦️ Agni-II
▪️ Range : 2,000 - 3,000 KM
♦️ Agni-III
▪️ Range : 3,500 - 5,000 KM
♦️ Agni-IV
▪️ Range :3,000 - 4,000 KM
♦️ Agni-V
▪️ Range : 5000 - 8000 KM
♦️ Prithvi I
▪️ Range : 150 KM
♦️ Prithvi II
▪️ Range : 350 KM
♦️ Dhanush
▪️ Range : 350 - 600 KM
♦️ Prahaar (Pragati)
▪️ Range : 150 KM
♦️ Shaurya
▪️ Range : 750 - 1,900 KM
●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●
🚀 Anti-Tank Missile
♦️ Nag
▪️Range : 4 KM
♦️ Helina
▪️ Range : 7 - 8 KM
🚀 Subsonic Cruise Missile
♦️ Nirbhay
▪️ Range : 1,000 - 1500 KM
♦️ BrahMos
▪️ Range : 290 KM
♦️ BrahMos II
▪️ Range : 300 KM
🚀 Surface-to-Air Missiles
♦️ Akash
▪️ Range : 30 - 35KM
♦️ Barak 8
▪️ Range : 100 KM
♦️ Trishul
▪️ Range : 9 KM
🚀 Air-to-Air Missiles
♦️ Astra
▪️ Range : 60 - 80 KM
♦️ K-100
▪️ Range : 300 - 400 KM
🚀 Surface-to-Surface Missiles
♦️ Agni-I
▪️ Range : 700 - 1250 KM
♦️ Agni-II
▪️ Range : 2,000 - 3,000 KM
♦️ Agni-III
▪️ Range : 3,500 - 5,000 KM
♦️ Agni-IV
▪️ Range :3,000 - 4,000 KM
♦️ Agni-V
▪️ Range : 5000 - 8000 KM
♦️ Prithvi I
▪️ Range : 150 KM
♦️ Prithvi II
▪️ Range : 350 KM
♦️ Dhanush
▪️ Range : 350 - 600 KM
♦️ Prahaar (Pragati)
▪️ Range : 150 KM
♦️ Shaurya
▪️ Range : 750 - 1,900 KM
📈 Sustainable Development Index (SDG) 2020
🥇 Sweden Topped Sustainable Development Index (SDG) 2020
🥈 Denmark Ranked 2nd In Sustainable Development Index (SDG) 2020
🥉 Finland Ranked 3rd In Sustainable Development Index (SDG) 2020
⚜️ France Ranked 4th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Germany Ranked 5th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Japan Ranked 17th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ USA Ranked 31st In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Australia Ranked 37th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Israel Ranked 40th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ China Ranked 48th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Russia Ranked 57th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Sri Lanka Ranked 94th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Nepal Ranked 96th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Bangladesh Ranked 109th In Sustainable Development Index (SDG) 2020
🇮🇳 India Ranked 117th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Pakistan Ranked 134th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Afghanistan Ranked 139th In Sustainable Development Index (SDG) 2020 .
🥇 Sweden Topped Sustainable Development Index (SDG) 2020
🥈 Denmark Ranked 2nd In Sustainable Development Index (SDG) 2020
🥉 Finland Ranked 3rd In Sustainable Development Index (SDG) 2020
⚜️ France Ranked 4th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Germany Ranked 5th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Japan Ranked 17th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ USA Ranked 31st In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Australia Ranked 37th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Israel Ranked 40th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ China Ranked 48th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Russia Ranked 57th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Sri Lanka Ranked 94th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Nepal Ranked 96th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Bangladesh Ranked 109th In Sustainable Development Index (SDG) 2020
🇮🇳 India Ranked 117th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Pakistan Ranked 134th In Sustainable Development Index (SDG) 2020
⚜️ Afghanistan Ranked 139th In Sustainable Development Index (SDG) 2020 .
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেলের লিখিত গ্রন্থ ‘Overdraft: Saving the Indian Saver’ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।
বইটি 'Non-Performing Assets (NPAs)' উপর লেখা
হয়েছে।
উর্জিত প্যাটেল ২০১৮ সালে রিজাভ ব্যাংকের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
(কোনও ব্যাঙ্কের দেওয়া ঋণের সুদ যদি কেউ দীর্ঘ দিন ধরে না দেন বা ঋণের মূল পরিমাণ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) পরিশোধ না করেন, তখন ব্যাঙ্কের সেই সম্পদ (অ্যাসেটস্) অচল বা ‘নন-পারফর্মিং’ হয়ে পড়ে। একেই বলে নন-পারফর্মিং অ্যাসেটস (NPAs) বা ‘অচল সম্পদ')
বইটি 'Non-Performing Assets (NPAs)' উপর লেখা
হয়েছে।
উর্জিত প্যাটেল ২০১৮ সালে রিজাভ ব্যাংকের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
(কোনও ব্যাঙ্কের দেওয়া ঋণের সুদ যদি কেউ দীর্ঘ দিন ধরে না দেন বা ঋণের মূল পরিমাণ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) পরিশোধ না করেন, তখন ব্যাঙ্কের সেই সম্পদ (অ্যাসেটস্) অচল বা ‘নন-পারফর্মিং’ হয়ে পড়ে। একেই বলে নন-পারফর্মিং অ্যাসেটস (NPAs) বা ‘অচল সম্পদ')
লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী।
২০১০ সালে কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেবার অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোশ্যাইটি এই অক্সফোর্ড ইউনিয়ন (Oxford Union)। ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মাদার টেরিজার মতো তাবড় তাবড় ব্যক্তিত্বরা।
এবার করোনা আবহের জেরে সেই সভা হবে ভার্চুয়াল।ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই সভায় যোগ দেবেন বলে জানিয়েও দিয়েছেন।
২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী।
২০১০ সালে কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেবার অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোশ্যাইটি এই অক্সফোর্ড ইউনিয়ন (Oxford Union)। ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মাদার টেরিজার মতো তাবড় তাবড় ব্যক্তিত্বরা।
এবার করোনা আবহের জেরে সেই সভা হবে ভার্চুয়াল।ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেই সভায় যোগ দেবেন বলে জানিয়েও দিয়েছেন।
প্রথম বাঙালি এবং ভারতের প্রথম স্নায়ুবিজ্ঞানী হিসাবে অধ্যাপক সুমন্ত্র চট্টোপাধ্যায়কে ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন (ইএমবিও অথবা এমবো) এর অ্যাসোসিয়েট সদস্য করা হল।
জীববিজ্ঞানে তাঁর আজীবন অবদানের জন্য ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)'-এর সিনিয়র প্রফেসর ও ‘সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার'-এর অধিকর্তা অধ্যাপক সুমন্ত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান দেওয়া হল।
ভারত থেকে এই সম্মান এর আগে পেয়েছেন আর মাত্র ৪ জন বিজ্ঞানী।
এই বছর ইউরোপ ও ইউরোপের বাইরের মোট ২৫টি দেশ থেকে ৬৩ জন বিজ্ঞানীদের এই সম্মান দেওয়া হল।
গত ৫৭ বছরে এমবো-র ১৮০০-রও বেশি সদস্যের মধ্যে রয়েছেন ৮৮ জন নোবেলজয়ী বিজ্ঞানী।
জীববিজ্ঞানে তাঁর আজীবন অবদানের জন্য ‘ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)'-এর সিনিয়র প্রফেসর ও ‘সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার'-এর অধিকর্তা অধ্যাপক সুমন্ত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান দেওয়া হল।
ভারত থেকে এই সম্মান এর আগে পেয়েছেন আর মাত্র ৪ জন বিজ্ঞানী।
এই বছর ইউরোপ ও ইউরোপের বাইরের মোট ২৫টি দেশ থেকে ৬৩ জন বিজ্ঞানীদের এই সম্মান দেওয়া হল।
গত ৫৭ বছরে এমবো-র ১৮০০-রও বেশি সদস্যের মধ্যে রয়েছেন ৮৮ জন নোবেলজয়ী বিজ্ঞানী।
*APPOINTMENTS*
**********
⌛Krishnan S :-Canara Bank Executive Director
⌛Laxminarayan D :- MD of Sundaram Home finance
⌛Rajnesh Oswal :- Permanent Judge of High Court of J&K, Ladakh
⌛Pravin Jadhav :-Paytm Money founder quits
⌛Madhabi Puri Buch:- SEBI Whole time member gets 6-month
extension
⌛Pravin Rao:- NASSCOM Chairman
⌛Anurag Srivastava:- Spokesman of the Ministry of External Affairs
⌛Maha Prasad Adhikari- Governor of Nepal Central Bank
⌛Parag Raja-
MD & CEO of Bharti AXA Life Insurance
⌛Rishikesh T Krishnan-
IIM-Bangalore’s next director
⌛Anamika Roy Rashtrawar- MD & CEO of IFFCO Tokio Insurance
⌛V Kanagaraj State- Election Commissioner of Andhra Pradesh
⌛Sarosh Amaria:- MD of Tata Capital
⌛Shiva Kirti Singh-Telecom Disputes Settlement Appellate Tribunal
Chairperson gets 3-month extension
⌛M S Mahabaleshwara- MD and CEO of Karnataka Bank
⌛Monaz Noble- Independent Director of Godrej Industries
⌛Ajay Mahajan-
MD 7 CEO of Care Ratings
⌛S Vaidyanathan-
Chief Risk Officer of Lakshmi Vilas Bank
⌛J Packirisamy- Officer on Special Duty in the Union Bank of India
⌛Mruthanjay Mahapatra- Officer on Special Duty in the Canara Bank
⌛Vineet Arora- MD & CEO of PayTm General Insurance
⌛Tamas Ajan- International Weightlifting Federation President
resigns
⌛Kapil Dev Tripathi- Secretary to President Ram Nath Kovind
⌛Graeme Smith South-
Africa's director of cricket
⌛N Kamakodi- MD & CEO of City Union Bank
⌛Uri Levine-Infosys Independent Director
⌛Jennifer Morgan- SAP co-CEO steps down
⌛David Li-CEO of Huawei India
⌛Biswanath Somadder-
Chief Justice of Meghalaya High Court
⌛Mohammad Rafiq- Chief Justice of Orissa High Court
⌛Kibu Vicuna-
Kerala Blasters Head Coach
⌛Shiv Das Meena- HUDCO's CMD
⌛Satya Narayan Gupta-
CEO of Jammu and Kashmir Bank
⌛Rakesh Sharma- International Motorcycle Manufacturers
Association President
⌛Sanjay Kothari -
Central Vigilance Commissioner
⌛T.S. Tirumurti-India’s Permanent Representative to UN
⌛Ravi Mittal-Sports & Youth Affairs Secretary
⌛Preeti Sudan- Union Health Secretary gets 3-month extension
⌛Rajesh Bhushan- Officer on Special Duty (OSD) in the Health and
Family Welfare Department
⌛Nagendra Nath Sinha- Secretary of Rural Development
⌛Amit Khare- Secretary of Ministry of Information &
Broadcasting
⌛Tarun Bajaj- Department of Economic Affairs Secretary
⌛Leena Nandan- Consumer Affairs Secretary
⌛Anita Karwal-Secretary of Department of Education & Literacy
⌛Rajesh Verma- Secretary of Ministry of Corporate Affairs
⌛Anand Kumar-Culture Secretary
⌛Aramane Giridha- Secretary of Ministry of Road Transport &
Highways
⌛Rajiv Kumar -Public Enterprises Selection Board Secretary
⌛Suresh N. Patel- Vigilance Commissioner in the anti-corruption
watchdog CVC
**********
⌛Krishnan S :-Canara Bank Executive Director
⌛Laxminarayan D :- MD of Sundaram Home finance
⌛Rajnesh Oswal :- Permanent Judge of High Court of J&K, Ladakh
⌛Pravin Jadhav :-Paytm Money founder quits
⌛Madhabi Puri Buch:- SEBI Whole time member gets 6-month
extension
⌛Pravin Rao:- NASSCOM Chairman
⌛Anurag Srivastava:- Spokesman of the Ministry of External Affairs
⌛Maha Prasad Adhikari- Governor of Nepal Central Bank
⌛Parag Raja-
MD & CEO of Bharti AXA Life Insurance
⌛Rishikesh T Krishnan-
IIM-Bangalore’s next director
⌛Anamika Roy Rashtrawar- MD & CEO of IFFCO Tokio Insurance
⌛V Kanagaraj State- Election Commissioner of Andhra Pradesh
⌛Sarosh Amaria:- MD of Tata Capital
⌛Shiva Kirti Singh-Telecom Disputes Settlement Appellate Tribunal
Chairperson gets 3-month extension
⌛M S Mahabaleshwara- MD and CEO of Karnataka Bank
⌛Monaz Noble- Independent Director of Godrej Industries
⌛Ajay Mahajan-
MD 7 CEO of Care Ratings
⌛S Vaidyanathan-
Chief Risk Officer of Lakshmi Vilas Bank
⌛J Packirisamy- Officer on Special Duty in the Union Bank of India
⌛Mruthanjay Mahapatra- Officer on Special Duty in the Canara Bank
⌛Vineet Arora- MD & CEO of PayTm General Insurance
⌛Tamas Ajan- International Weightlifting Federation President
resigns
⌛Kapil Dev Tripathi- Secretary to President Ram Nath Kovind
⌛Graeme Smith South-
Africa's director of cricket
⌛N Kamakodi- MD & CEO of City Union Bank
⌛Uri Levine-Infosys Independent Director
⌛Jennifer Morgan- SAP co-CEO steps down
⌛David Li-CEO of Huawei India
⌛Biswanath Somadder-
Chief Justice of Meghalaya High Court
⌛Mohammad Rafiq- Chief Justice of Orissa High Court
⌛Kibu Vicuna-
Kerala Blasters Head Coach
⌛Shiv Das Meena- HUDCO's CMD
⌛Satya Narayan Gupta-
CEO of Jammu and Kashmir Bank
⌛Rakesh Sharma- International Motorcycle Manufacturers
Association President
⌛Sanjay Kothari -
Central Vigilance Commissioner
⌛T.S. Tirumurti-India’s Permanent Representative to UN
⌛Ravi Mittal-Sports & Youth Affairs Secretary
⌛Preeti Sudan- Union Health Secretary gets 3-month extension
⌛Rajesh Bhushan- Officer on Special Duty (OSD) in the Health and
Family Welfare Department
⌛Nagendra Nath Sinha- Secretary of Rural Development
⌛Amit Khare- Secretary of Ministry of Information &
Broadcasting
⌛Tarun Bajaj- Department of Economic Affairs Secretary
⌛Leena Nandan- Consumer Affairs Secretary
⌛Anita Karwal-Secretary of Department of Education & Literacy
⌛Rajesh Verma- Secretary of Ministry of Corporate Affairs
⌛Anand Kumar-Culture Secretary
⌛Aramane Giridha- Secretary of Ministry of Road Transport &
Highways
⌛Rajiv Kumar -Public Enterprises Selection Board Secretary
⌛Suresh N. Patel- Vigilance Commissioner in the anti-corruption
watchdog CVC
💜💜💜💜💜💜💜💜💜💜
*ইতিহাসে আজকের দিনে (১২ জুলাই)*
*♦️ঘটনাবলী♦️*
*• ১৬৭৪* সালে আজকের দিনে শিবাজি , ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
*• ১৮২৩* সালে আজকের দিনে ভারতের তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
*• ১৯১২* সালে আজকের দিনে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
*• ১৯২০* সালে আজকের দিনে কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
*• ১৯৯৮* সালে আজকের দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।
*♦️জন্ম♦️*
*• ১৮৬৩* সালে আজকের দিনে ফ্রান্সে জন্ম গ্রহণ করেছিলেন বি.সি.জি. টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ *আলবেয়ার কালামেত্তে(Albert Calmette)*।
*• ১৮৬৯* সালে আজকের দিনে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলায় জন্ম গ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক *শ্যামসুন্দর চক্রবর্তী*। তার রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল- 'Through Solitude and Sorrow' এবং 'My mother's face'.
*• ১৯০০* সালে আজকের দিনে কোলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা *ছবি বিশ্বাস*। ১৯৩৬ খ্রিষ্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম চিত্রাভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা, তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা (চলচ্চিত্র) এছাড়া প্রতিশ্রুতি, শুভদা, হেড মাস্টার উল্লেখযোগ্য।
*• ১৯০৯* সালে আজকের দিনে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের জন্ম গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক *বিমল রায়(Bimal Roy)*। তার পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্রের ভিতরে উদয়ের পথে, অঞ্জনগড়, মা, দো বিঘা জমীন প্রভৃতি উল্লেখযোগ্য। তার নিজস্ব সংস্থায় তোলা প্রথম ছবি দো বিঘা জমীন(১৯৫৩) কান চলচ্চিত্র উৎসব, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিল।
*• ১৯৬৫* সালে আজকের দিনে কর্নাটকে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটার(1987-1996) *সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)*।
*• ১৯৯৭* সালে আজকের দিনে পাকিস্তানে জন্ম গ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষা আন্দোলনকর্মী *মালালা ইউসুফজাই(Malala Yousafzai)*,যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
*♦️মৃত্যু♦️*
*• ১৯৯৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার *রমাতোষ সরকার*, তিনি ছিলেন একজন ভারতের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ লেখক।
*• ১৯৯৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের বিখ্যাত অভিনেতা, প্রযোজক এবং পরিচালক *রাজেন্দ্রকুমার(Rajendra Kumar)*। ১৯৫০ সালে অভিনয় শুরু করে তিনি ষাটের দশকে মোটামুটি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন। আশিটিরও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয়কারী রাজেন্দ্র জন্মেছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। তার দাদা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কেরানি ছিলেন এবং পিতা করাচী শহরে ব্যবসা করতেন। ভারত বিভাজনের পর রাজেন্দ্ররা মুম্বাইতে চলে আসেন এবং রাজেন্দ্র চলচ্চিত্রে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন, নায়ক হওয়ার ইচ্ছে তার ছিলোনা, তিনি প্রথমে পরিচালক হতে চাইতেন।
*• ২০১২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাঞ্জাবের *দারা সিং*। তিনি ছিলেন একজন ভারতীয় পেশাদারি কুস্তিগীর, অভিনেতা এবং রাজনীতিবিদ ছিলেন। ১৯৫২ সাল থেকে অভিনয় শুরু করেন এবং প্রথম ক্রীড়াবিদ যাকে রাজ্যসভায় পাঠানো হয়। হিন্দি ও পাঞ্জাবি সিরিয়াল এবং সিনেমাতে উনি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক হিসাবে কাজ করেছেন।
*• ২০১৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের হিন্দি চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেতা *প্রাণ(Pran)*। যার পুরো নাম প্রাণ কৃষাণ সিকান্দ , ষাটের দশক থেকে সত্তরের দশক জুড়ে ভিলেন চরিত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান।১৯৪০-১৯৪৭ সাল পর্যন্ত তিনি নায়ক ভূমিকা, ১৯৪২-১৯৯১ পর্যন্ত খল ভূমিকা, এবং ১৯৪৮-২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সমর্থনিং রোলে অভিনয় করেন।
*ইতিহাসে আজকের দিনে (১২ জুলাই)*
*♦️ঘটনাবলী♦️*
*• ১৬৭৪* সালে আজকের দিনে শিবাজি , ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
*• ১৮২৩* সালে আজকের দিনে ভারতের তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
*• ১৯১২* সালে আজকের দিনে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
*• ১৯২০* সালে আজকের দিনে কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়।
*• ১৯৯৮* সালে আজকের দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।
*♦️জন্ম♦️*
*• ১৮৬৩* সালে আজকের দিনে ফ্রান্সে জন্ম গ্রহণ করেছিলেন বি.সি.জি. টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ *আলবেয়ার কালামেত্তে(Albert Calmette)*।
*• ১৮৬৯* সালে আজকের দিনে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের পাবনা জেলায় জন্ম গ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক *শ্যামসুন্দর চক্রবর্তী*। তার রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল- 'Through Solitude and Sorrow' এবং 'My mother's face'.
*• ১৯০০* সালে আজকের দিনে কোলকাতায় জন্ম গ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা *ছবি বিশ্বাস*। ১৯৩৬ খ্রিষ্টাব্দে অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে প্রথম চিত্রাভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাঘর, দেবী, কাঞ্চনজঙ্ঘা, তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা (চলচ্চিত্র) এছাড়া প্রতিশ্রুতি, শুভদা, হেড মাস্টার উল্লেখযোগ্য।
*• ১৯০৯* সালে আজকের দিনে বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের জন্ম গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক *বিমল রায়(Bimal Roy)*। তার পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্রের ভিতরে উদয়ের পথে, অঞ্জনগড়, মা, দো বিঘা জমীন প্রভৃতি উল্লেখযোগ্য। তার নিজস্ব সংস্থায় তোলা প্রথম ছবি দো বিঘা জমীন(১৯৫৩) কান চলচ্চিত্র উৎসব, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিল।
*• ১৯৬৫* সালে আজকের দিনে কর্নাটকে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটার(1987-1996) *সঞ্জয় মঞ্জরেকর(Sanjay Manjrekar)*।
*• ১৯৯৭* সালে আজকের দিনে পাকিস্তানে জন্ম গ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষা আন্দোলনকর্মী *মালালা ইউসুফজাই(Malala Yousafzai)*,যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
*♦️মৃত্যু♦️*
*• ১৯৯৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন দক্ষিণ চব্বিশ পরগনার *রমাতোষ সরকার*, তিনি ছিলেন একজন ভারতের বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ লেখক।
*• ১৯৯৯* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের বিখ্যাত অভিনেতা, প্রযোজক এবং পরিচালক *রাজেন্দ্রকুমার(Rajendra Kumar)*। ১৯৫০ সালে অভিনয় শুরু করে তিনি ষাটের দশকে মোটামুটি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন। আশিটিরও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয়কারী রাজেন্দ্র জন্মেছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। তার দাদা ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কেরানি ছিলেন এবং পিতা করাচী শহরে ব্যবসা করতেন। ভারত বিভাজনের পর রাজেন্দ্ররা মুম্বাইতে চলে আসেন এবং রাজেন্দ্র চলচ্চিত্রে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন, নায়ক হওয়ার ইচ্ছে তার ছিলোনা, তিনি প্রথমে পরিচালক হতে চাইতেন।
*• ২০১২* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন পাঞ্জাবের *দারা সিং*। তিনি ছিলেন একজন ভারতীয় পেশাদারি কুস্তিগীর, অভিনেতা এবং রাজনীতিবিদ ছিলেন। ১৯৫২ সাল থেকে অভিনয় শুরু করেন এবং প্রথম ক্রীড়াবিদ যাকে রাজ্যসভায় পাঠানো হয়। হিন্দি ও পাঞ্জাবি সিরিয়াল এবং সিনেমাতে উনি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক হিসাবে কাজ করেছেন।
*• ২০১৩* সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন ভারতের হিন্দি চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেতা *প্রাণ(Pran)*। যার পুরো নাম প্রাণ কৃষাণ সিকান্দ , ষাটের দশক থেকে সত্তরের দশক জুড়ে ভিলেন চরিত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে পরিচিতি পান।১৯৪০-১৯৪৭ সাল পর্যন্ত তিনি নায়ক ভূমিকা, ১৯৪২-১৯৯১ পর্যন্ত খল ভূমিকা, এবং ১৯৪৮-২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের সমর্থনিং রোলে অভিনয় করেন।