Freshgk
330 subscribers
173 photos
97 files
605 links
প্রতিদিন এখানে আপনারা class 1 to 12 সমস্ত ধরনের নতুন প্রশ্ন উত্তর GK এবং কোন চাকরি যদি বেরিয়ে থাকে তার LATEST UPDATE আপনি সবার আগে এইখানে পাবেন । পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে রোজ PDF ডাউনলোড করে নিন।

Www.Freshsr.com
Download Telegram
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

১) ভারতের সংবিধান কতসালে কার্যকরী হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী।

২) ভারতীয় সংবিধানে রাজ্যসভার মেয়াদ কত বছর?
উঃ ৬ বছর।
৩) ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
উঃ ছয়টি।
৪) ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উঃ দক্ষিণ আফ্রিকা।
৫) ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কাকে জমা দেবেন?
উঃ উপরাষ্ট্রপতিকে।

৬) রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে?
উঃ ৩০ বছর।
৭) হাইকোর্টের লেখজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে?
উঃ ২২৬
৮) ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উঃ লোকসভার স্পিকার।
৯) ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়?
উঃ 356 নং ধারায়।
১০) হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
উঃ রাষ্ট্রপতি।

১১) ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর।
১২) ভারতীয় সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নিয়োগ হন?
উঃ রাষ্ট্রপতি।
১৩) ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে?
উঃ তৃতীয়।
১৪) ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?
উঃ ৫ বছর।
১৫) হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?
উঃ ৬২ বছর।

১৬) কোন নতুন রাজ্য সৃষ্টি বা তার পুনর্গঠন করা যায় সংবিধানের কত নং ধারার মাধ্যমে?
উঃ ২৩ ও ৪ নং ধারার মাধ্যমে।
১৭) কতসালে ভারত শাসন আইনের অবসান ঘটে?
উঃ ১৯৩৫ সালে।
১৮) ভারতের সংবিধান কি ধরণের সংবিধান?
উঃ লিখিত সংবিধান।
১৯) কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন?
উঃ ১৮ বছর বয়সে।
২০) রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উঃ উপরাষ্ট্রপতি।

২১) ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী?
উঃ সুপ্রিমকোর্ট।
২২) সুপ্রিমকোর্টের বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন?
উঃ ভারতের রাষ্ট্রপতির দ্বারা।
২৩) রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে?
উঃ মুখ্যমন্ত্রী।
২৪) রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে?
উঃ রাজ্যপাল।
২৫) বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন?
উঃ রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা।
২৬) ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী?
উঃ রাজ্যসভা।
২৭) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কী?
উঃ লোকসভা।
২৮) রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়?
উঃ ভারতের উপরাষ্ট্রপতিকে।
Work from Home 🏘️

If you have Pc Or Laptop then i have a job. simple copy paste pdf to wordpress

Contact:- +91 8348612793 (only WhatsApp)
বাংলা সাহিত্যের ইতিহাস
প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?

উঃ ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)

প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?

উঃ সপ্তম শতাব্দী।

প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?

উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।

প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?

উঃ সংস্কৃত ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উঃ বৈদিক।

প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?

উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?

উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?

উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?

উঃ পাঁচ হাজার বছর।

প্রশ্ন: আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?

উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?

উঃ বৈদিক ভাষা।

প্রশ্ন: বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?

উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।

প্রশ্ন: কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?

উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

প্রশ্ন: কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।

প্রশ্ন: সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন: কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?

উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন: প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?

উঃ অপভ্রংশ।

প্রশ্ন: সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?

উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?

উঃ গৌড় অপভ্রংশ থেকে।

প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

উঃ মাগধী প্রাকৃত।

প্রশ্ন: প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?

উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।

প্রশ্ন: কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?

উঃ প্রাচীন যুগে।

প্রশ্ন: বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ শ্রীরামপুর মিশন।

প্রশ্ন: কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন: বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?

উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।

প্রশ্ন: বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?

উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?

উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?

উঃ খরোষ্ঠী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?

উঃ দুইটি।

প্রশ্ন: খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?

উঃ সম্রাট অশোক।

প্রশ্ন: বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উঃ কুটিল লিপি।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?

উঃ খরোষ্ঠী লিপি।

প্রশ্ন: কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?

উঃ সেন যুগে।

প্রশ্ন: কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?

উঃ উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।

প্রশ্ন: বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?

উঃ সাময়ীক পত্র।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?

উঃ চর্যাপদ।

প্রশ্ন: চর্যাপদ রচনা করেন কারা ?

উঃ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।

প্রশ্ন: চর্যাপদ কোন যুগের নিদর্শন?

উঃ আদি/ প্রাচীন যুগ।

প্রশ্ন: চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

প্রশ্ন: চর্যাপদের রচনা কাল কত?

উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।

প্রশ্ন: চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?

উঃ বঙ্গকামরুপী ভাষায়।

প্রশ্ন: চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
প্রশ্ন: টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?

উঃ আশ্চর্য চর্যাচয়।

প্রশ্ন: নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?

উঃ চর্যাচর্য বিনিশ্চয়।

প্রশ্ন: বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?

উঃ মুন্ডা ভাষার।

প্রশ্ন: কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?

উঃ ব্রহ্মী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?

উঃ দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।

প্রশ্ন: ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?

উঃ ব্রাহ্মী লিপি।

প্রশ্ন: চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

উঃ চর্যাগীতি কোষ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?

উঃ ১১ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?

উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?

উঃ ২৩ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?

উঃ ১৯১৬ সালে।

প্রশ্ন: চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?

উঃ ৫১ টি।

প্রশ্ন: চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?

উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।

প্রশ্ন: চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

প্রশ্ন: ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?

উঃ ১৯২৬ সালে।

প্রশ্ন: চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?

উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।

প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে রচিত ?

উঃ মাত্রাবৃত্তে ছন্দে।

প্রশ্ন: চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?

উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।

প্রশ্ন: কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?

উঃ মিথিলার কবি বিদ্যাপতি।

প্রশ্ন: কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত?

উঃ সেনযুগে।

প্রশ্ন: সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?

উঃ সাড়ে ছেচল্লিশটি।

প্রশ্ন: সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?

উঃ কাহ্নপা-১৩ টি।

প্রশ্ন: চর্যাপদের রচয়িতা কে বা কারা ?

উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।

প্রশ্ন: চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?

উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।

প্রশ্ন: চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?

উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।

প্রশ্ন: রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন?

উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।

প্রশ্ন: বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে?

উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।

প্রশ্ন: চন্ডীদাস সমস্যা কি?

উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা ।

প্রশ্ন: বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন?

উঃ তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়?

উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন।

প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?

উঃ বড়ু চন্ডিদাস।

প্রশ্ন: আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?

উঃ ডাক খনার বচন।

প্রশ্ন: মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ?

উঃ ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক।

প্রশ্ন: শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ?

উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)

প্রশ্ন: গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ?

উঃ জয়দেব।

প্রশ্ন: ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি?

উঃ বিদ্যাপতি এবং জয়দেব।

প্রশ্ন: চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে?

উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।

প্রশ্ন: আধুনিক যুগের উদগাতা কে?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ?

উঃ ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত।

প্রশ্ন: বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি?

উঃ চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।

প্রশ্ন: আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত?

উঃ ১৮০১ সাল থেকে বর্তমান।

প্রশ্ন: যুগ সন্ধিক্ষনের কবি কে ?

উঃ ঈশ্বরচন্দ্র দত্ত।
প্রশ্ন: ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়?

উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।

প্রশ্ন: ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?

উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়।

প্রশ্ন: ব্রজবুলি কোন স্থানের উপভাষা ?

উঃ মিথিলার উপভাষা ।

প্রশ্ন: বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?

উঃ কৃত্তিবাস।

প্রশ্ন: রামায়নের আদি রচয়িতা কে?

উঃ কবি বাল্মীকি।

প্রশ্ন: বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?

উঃ কাশীরাম দাস।

প্রশ্ন: মহাভারতের আদি রচয়িতা কে?

উঃ বেদব্যাস।

প্রশ্ন: গীতি কাব্যের রচয়িতা কে?

উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।

প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে?

উঃ ফকির গরিবুল্লাহ।

প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

উঃ মুকুন্দরাম চক্রবর্তী।

প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি?

উঃ কাব্য।

প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: আলাওল কোন যুগের কবি?

উঃ মধ্য যুগের।

প্রশ্ন: মধ্যযুগের অবসান ঘটে কখন?

উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।

প্রশ্ন: উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?

উঃ লালন শাহ।

প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন: আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?

উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: বাংলা ভাষার আদি কবি ?

উঃ কানা হরিদত্ত।

প্রশ্ন: বাংলা গদ্যর উৎপত্তি কখন?

উঃ আঠার শতকে।

প্রশ্ন: কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?

উঃ উনিশ শতকের শেষার্ধে।

প্রশ্ন: বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?

উঃ আধুনিক যুগের।

প্রশ্ন: মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?

উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।

প্রশ্ন: চন্ডীদাস কোন যুগের কবি ?

উঃ মধ্যযুগের।

প্রশ্ন: আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?

উঃ টপ্পাগান।

প্রশ্ন: টপ্পা গানের জনক কে?

উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।

প্রশ্ন: মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?

উঃ উনিশ শতকের শেষার্ধে।

প্রশ্ন: বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?

উঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?

উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?

উঃ বড়– চন্ডীদাস।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?

উঃ চৈতন্যপূর্ব যুগ।

প্রশ্ন: বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?

উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।

প্রশ্ন: উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

উঃ আলালের ঘরের দুলাল।

প্রশ্ন: ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?

উঃ প্যারীচাদ মিত্র।

প্রশ্ন: বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?

উঃ প্রমথ চৌধুরী।

প্রশ্ন: ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?

উঃ নাটকীয়তা ।

প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ?

উঃ কুলীনকুল সর্বস্ব।

প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?

উঃ ভদ্রার্জুন- তারাচরণ সিকদার।

প্রশ্ন: বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?

উঃ মাইকেল মধুসুদন দত্ত।

প্রশ্ন: বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?

উঃ কৃষ্ণকুমারী।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?

উঃ ‘কথোপকথন’।

প্রশ্ন: বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?

উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন: রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি?

উঃ শাহ মুহাম্মদ সগীর।

প্রশ্ন: রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?

উঃ ইউসূফ- জুলেখা।

প্রশ্ন: মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি?

উঃ মুকুন্দরাম

প্রশ্ন: বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন: ‘কথোপকথন’ এর রচয়িতা কে?

উঃ উইলিয়াম কেরি।

প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?

উঃ নীল দর্পন।

প্রশ্ন: কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?

উঃ ভাই গিরিশচন্দ্র সেন।

প্রশ্ন: বাংলা সনেটের জনক কে?

উঃ মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন: সনেটের জনক কে?

উঃ ইটালীর পেত্রাক।

প্রশ্ন: ‘গাজঅকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?

উঃ পুঁথি সাহিত্য।

প্রশ্ন: বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?

উঃ আশরাফ সিদ্দিকী।

প্রশ্ন: রূপকথা কে সংগ্রহ করেছিলেন?

উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।

প্রশ্ন: মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
Freshgk pinned «I Would like to share this with you. Here You Can Download This Application from PlayStore https://play.google.com/store/apps/details?id=com.sr.bengaligk»
#সৌরজগত

১.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
উঃ ৮টি। যথাঃ(১) পৃথিবী (২) বুধ (৩) শুক্র (৪) মঙ্গল (৫) বৃহস্পতি (৬) শনি (৭) ইউরেনাস (৮) নেপচুন। (প্লুটো এখনও বামন গ্রহের তালিকায় আছে, পাঠ্য বইয়ে গ্রহের তালিকায় স্থান পায়নি)
২.প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
৩.প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
উঃ ৫৭৫ (১৮৫টি গ্রহীয় এবং ৩৯০টি গৌণ গ্রহীয়)
৪.প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
৫.প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৬.প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৭.প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৮.প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উঃ শুক্র।
৯.প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উঃ বুধ ও শুক্র গ্রহের।
১০.প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
উঃ শনির (৮২টি)।
১১.প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৮৮ দিনে।
১২.প্রশ্নঃ বুধের ব্যাস কত?
উঃ ৪৮৫০ কি.মি.।
১৩.প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
উঃ ১২,১০৪ কি.মি.।
১৪.প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ২২৫ দিনে।
১৫.প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
১৬.প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
১৭.প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৬৬৭ কি.মি.।
১৮.প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ।
১৯.প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
উঃ ৩,৮৪,০০০ কি.মি.।
২০.প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
উঃ ২,১৬০ মাইল।
২১.সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উঃ প্রক্সিমা সেন্টরাই।
২২.প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
উঃ ২১ জুন।
২৩.কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
উঃ ২২ ডিসেম্বর।
২৪.কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২৫.বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ৪,৩৩৩ দিনে।
২৬.বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
উঃ ১৬ টি।
২৭.সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কি.মি.।
২৮.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
২৯.ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
উঃ ১৭৮১ সালে।
৩০.ইউরেনাস কে আবিষ্কার করেন?
উঃ উইলিয়াম হার্শেল।
৩১.ইউরেনাস গ্রহের ব্যাস কত?
উঃ ৪৯,০০০ কি.মি. প্রায়।
৩২.সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
উঃ ২৮৭ কোটি কি.মি.।
৩৩.সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
উঃ ৮৪ বছর।
৩৪.ইউরেনাসের উপগ্রহ কয়টি?
উঃ ৫ টি।
৩৫.কত সালে নেপচুন আবিষ্কার করা হয়?
উঃ ১৮৪৬ সালে।
৩৬.নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ১৬৫ বছরে।
৩৭.নেপচুনের উপগ্রহ কয়টি?
উঃ ২ টি।
৩৮.সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
উঃ প্লুটো।
৩৯.প্লুটোর ব্যাস কত?
উঃ ৫৯১০ কি.মি.।
৪০.প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
উঃ ২৮৪ বছরে।
৪১.প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
উঃ ১৯৩১ সালে।
৪২.প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
উঃ ১ টি।
৪৩.আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ লুব্ধক।
৪৪.সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ পিস্টল স্টার।
৪৫.সবুজ গ্রহ কাকে বলা হয়?
উঃ ইউরেনাসকে।
৪৬.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।
৪৭.হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
উঃ ১৯৮৬ সালে।
৪৮.কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
উঃ ৭৬ বছর।
৪৯.গ্যালাক্সির বাংলা নাম কী?
উঃ ছায়াপথ।
৫০.পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ সাড়ে ২৯ দিন।
৫১.সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
উঃ ২৮ গুণ।
৫২.পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
৫৩.কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
৫৪.সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উঃ দুবার।
৫৫.বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
উঃ ৫ ঘন্টা।
৫৬.লাল গ্রহ কাকে বলা হয়?
উঃ মঙ্গল গ্রহকে।
৫৭.সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
৫৮.সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
উঃ ইটা ক্যারিনি।
৫৯.সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
উঃ ১৭৫৯ সালে।
৬০.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।
যদি কারো কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে এবং ওয়ার্ডপ্রেস জানা থাকে তাহলে বাড়িতে বসেই কাজ করতে পারেন। এডুকেশন ওয়েবসাইটে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন +91 8348612793
*❇️ Kolkata police notification. exam date- 30.10.2022*
*BREAKING NEWS*
11 ই ডিসেম্বর নতুন প্রাইমারি টেটের online আবেদন আজ বিকেল 4 টা থেকে করতে পারবেন, আবেদনের শেষ দিন 3rd নভেম্বর, 2022.
Join me and 3 Cr Indians on Groww to invest in Stocks and Direct Mutual Funds.
Create your free demat account by using this link here: https://app.groww.in/v3cO/tx0imtyb
আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

1.রাশিয়ার রাষ্ট্রপতি - ভ্লাদিমির পুতিন

2.রাশিয়ার রাজধানী - মস্কো

3.রাশিয়ার মুদ্রা - রাশিয়ান রুবেল

4.সম্প্রতি কোন রাজ্য জহরলাল নেহেরু মার্গের রোডের নাম পাল্টে নরেন্দ্র মোদী মার্গ রাখা হলো ?

ANS: সিকিম

Keypoint:

>> সিকিমের মুখ্যমন্ত্রী: প্রেম সিং তামাং সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ।

5. Shyama Prasad Mukherjee rurban mission এর বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করলো কোন রাজ্য ?

Ans তেলেঙ্গানা

Keypoint:

দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু ও তৃতীয় স্থানে আছে গুজরাট

6.তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

Ans:কে চন্দ্র শেখর  রাও

7.তেলেঙ্গানার রাজ্যপাল - তামিলিসাই সৌন্দরাজন

8.তেলেঙ্গানার রাজধানী - হায়দ্রাবাদ

তেলেঙ্গানা জেলা 33 টি

রাজ্যসভার সিট 7 টি

লোকসভার সিট 17 টি

9.তেলেঙ্গানা জাতীয় উদ্যান - কাসু ব্রহ্মানন্দ রেডিড জাতীয় উদ্যান, মহাবীর হারিনা বানাস্থালি জাতীয় উদ্যান, মৃগাবানী জাতীয় উদ্যান

10.সম্প্রতি প্রয়াত Desmond Tutu কোন দেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ?

ANS:- দক্ষিণ আফ্রিকা

Keypoint:

মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর 1984 সালে ইনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন

11.কোন দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন উদ্বোধন করা হলো?

ANS:- চীন

Keypoint:

চীনের সাংহাই দ্বাধন করা হলো

চীনের রাজধানী- বেইজিং

চীনের মুদ্রা- রেশ্মিনবি

চীনের রাষ্ট্রপতি - সি জিনপিং

12. 2021 সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (sahitya akademi award ) পেলেন কোনরাজ্যের শিক্ষামন্ত্রী ?

ANS:- পশ্চিমবঙ্গ

বাংলার সংস্কৃতি জগতে 2021 সালে সাহিত্য award পেতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার- পরিচালক-অভিনেতা ব্রাত্য বসুকে ( Bratya Basu) 'মীরজাফর ও অন্যান্য নাটক' বইয়ের জন্যই এই পুরস্কার পেতে চলেছেন

13..রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও CEO পদে কে নিযুক্ত হলেন ?

ANS:- বিনয় কুমার ত্রিপাঠী

keypoint:

এর আগে এই পদে নিযুক্ত ছিলেন সুনীত শর্মা রেলওয়ে বোর্ড। নিউ দিল্লি রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠা সাল মার্চ 1905

14.1 জানুয়ারি সালে DRDO কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল ?

উত্তর:- ৬৪তম

keypoint:

.DRDO প্রতিষ্ঠা সাল 1 জানুয়ারি 1958

DRDO সদরদপ্তর নিউ দিল্লি চেয়ারম্যান ডঃ জি সতীশ রেড্ডি

-

15.কোন কেন্দ্রীয় মন্ত্রী 100 দিনের পাঠ অভিযান 'Padhe Bharat' ক্যাম্পেইন লঞ্চ করল ?

ANS:- ধর্মেন্দ্র প্রধান


keypoint:

বর্তমানে "ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রের শিক্ষা মন্ত্রী পদে নিযুক্ত আছেন

16..world CEO winner of the year 2021 পুরস্কার কে জিতল ?

Ans:- কিশোর কুমার ইয়েদাম

keypoint:

ইনি Hyderabad software development company iss 47 বর্তমানে চিফ এক্সজিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন।

17
.Quinton de kock আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ষণা করলেন, ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়ার ?

ANS:- দক্ষিণ আফ্রিকা

keypoint:
রাষ্ট্রপতি সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন প্রিটোরিয়া, ব্লুমফন্টেইন

> মুদ্রা - South African Rand

18.এস বালা চন্দন কোন দেশে ভারতের পরবর্তী হাইকমিশনার পদে নিযুক্ত

হলেন ?

ANS:- বার্বাডোস

keypoint:

> বার্বাডোস রাজধানী: ব্রিজটাউন

মুদ্রা: বার্বাডোজ ডলার

প্রধানমন্ত্রী: Mia Mottley বার্বাডোস দেশটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত

19.আমির সুবহানি কোন রাজ্যের মুখ্য সচিব (চিফ secretary) পদে নিযুক্ত হলেন ?

ANS:- বিহার
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 13-12-2022

1.যক্ষ্মা রোগ প্রতিরোধকারী প্রোগ্রামের জন্য পুরস্কার জিতলো মেঘালয়

2.BWF Female Para - Badminton Player of the Year 2022 অ্যাওয়ার্ড জিতলেন মনীষা রমাদাস

3.2022 Hurun Global 500 Valuable Companies তালিকায় ভারতের স্থান ৫; প্রথম স্থানে রয়েছে আমেরিকা

4.7th ‘Seva Aapke Dwar 2.0' ক্যাম্পেইন লঞ্চ করলো অরুনাচল প্রদেশ

5.চেন্নাই মেট্রো রেল নেটওয়ার্কের জন্য ৭৮০ মিলিয়ন ডলার লোন দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক

6.সম্প্রতি মালদ্বীপের মানিটারি অথরিটির সঙ্গে Currency Swap

Agreement স্বাক্ষর করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

7.আমেরিকান Pottery Barn কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন দীপিকা পাড়ুকোন

8.Ashok Leyland কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন শেনু আগারবাল

9. Rooftop Solar Scheme-এর সময়কাল মার্চ, ২০২৬ পর্যন্ত বর্ধিত করলো কেন্দ্র

10.সম্প্রতি ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে নতুন রেপো রেট ৬.২৫% করলো
আরবিআই
1.Cardiological Society of India-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ড. পি.সি. রথ

2.World Health Organization (WHO)-এর নতুন চিফ সাইন্টিস্ট হিসাবে নিযুক্ত হলেন Jeremy Farrar

3.FIFA বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল স্কোরার হলেন লিওনেল মেসি

4.India International Science Festival (IISF) অনুষ্ঠিত হবে ভোপালে

5.7th India Water Impact Summit শুরু হলো নিউ দিল্লিতে

6.দেশীয় বদ্রী গরুর জিনগত উন্নতি ঘটানোর সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড

7.৫ বছরের জন্য “ New India Literacy Programme”-এর ঘোষণা করলো কেন্দ্র

৪.দিল্লি এয়ারপোর্টের দ্বারা 'Safety Performer of the Year' অ্যাওয়ার্ড জিতলো SpiceJet এয়ার লাইন কোম্পানী

9.টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ হাজার রান সম্পূর্ণকারী তৃতীয় ক্রিকেটার হলেন ইংল্যান্ডের জো রুট

10.SIES Award for Community Leadership দ্বারা সম্মানিত হলেন রতন টাটা
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 16-12-2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 17-12-2022

1.১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতীয় সেনার জয়কে স্মরণ করে রাখতে বিজয় দিবস পালন করা হয় ১৬ই ডিসেম্বর

2.সম্প্রতি Hypersonic Vehicle Test Run সফলভাবে সম্পূর্ণ করলো ISRO

3.National Shooting Championship 2022-এ মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতলেন দিব্যা টি.এস.

4.সম্প্রতি GI Tag পেল আসামের গামছা

5.বিশ্বে প্রথম দেশ হিসাবে স্যাটেলাইট। কট্রাম নিলাম করবে ভারত

6.সম্প্রতি গুজরাটের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হলেন শঙ্কর চৌধুরী

7.২০২২ নভেম্বর মাসে ইরাককে অতিক্রম করে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো রাশিয়া

৪.কাজাখস্তানের সাথে 6th Ex- KAZIND মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত

9.সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধ করতে ২০২৩ সালে HPV Vaccine লঞ্চ করবে ভারত

10.পরবর্তী প্রজন্মের জন্য বিশ্বে প্রথম ধূমপান ব্যান করলো নিউজিল্যান্ড
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 27-12-2022


1.ভারতে বীর বল দিবস পালন করা হয় ২৬শে ডিসেম্বর

2.ফিজির নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Sitiveni Rabuka

3.উড়িষ্যায় অনুষ্ঠিত হতে চলা FIH Men's World Cup 2023-এ ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হবেন হারমানপ্রীত সিং

4.সম্প্রতি ৮৭ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত তেলেগু অভিনেতা Kaikala Satyanarayana

5.Forbes Highest Paid Female Athletes Annual List-এ ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি.ভি. সিন্ধুর স্থান ১২, প্রথম স্থানে রয়েছেন জাপানিজ টেনিস তারকা নাওমি ওসা

6.৩০তম একলব্য পুরস্কার ২০২২ জিতলেন সাইক্লিস্ট স্বস্তি সিং

7. Equitas Small Finance Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় ৩ বছরের জন্য নিযুক্ত হলেন পি.এন. বাসুদেবন

৪.আগামী চন্দ্রযান মি ৪.আগামী চন্দ্রযান মিশন-৩-এ আমেরিকারর উপকরন বহন করবে ISRO

9. United World Wrestling Rising Star of the Year অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলেন ভারতীয় মহিলা রেসলার অন্তিম পানঘল

10.২০২১ সালে ভারতের GDP-তে ১০,০০০ কোটি টাকা অবদান রেখেছে ভারতীয় ইউটিউবাররা
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 28-12-2022
1.আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় ২৭শে ডিসেম্বর

2.নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুষ্প কমল দাহাল

3.চরম হৃদপিণ্ডের সমস্যার মোকাবিলা করার জন্য কৃত্রিম হৃদপিন্ড তৈরি করলো IIT Kanpur

4.কর্নাটকে Sports Science Center-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

5.নতুন বর্ষ উদযাপন উপলক্ষ্যে লোসার ফেস্টিভ্যাল শুরু হলো লাদাখে

6.SBI Funds Management-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন শামসের সিং

7.সম্প্রতি একটি তারা বা নক্ষত্রের নামকরণ করা হলো অটল বিহারী বাজপেয়ীর নামে

8.International Badminton Championship জিতলো অরুনাচল প্রদেশের ৭ বছর বয়সী গেতো সোৱা

9.চেন্নাইয়ে ‘Arnala' নামে দেশীয়ভাবে তৈরি জাহাজ লঞ্চ করলো ইন্ডিয়ান নেভি

10.ভারতের প্রথম রাজ্য হিসাবে কারাগার গুলিকে "মানবিকীকরণ" করবে অরুনাচল প্রদেশ