EduTips Bangla
16.6K subscribers
259 photos
13 videos
7 files
1.13K links
🎓 EduTips.in – পড়াশোনা ও স্কলারশিপ | Scholarship & Educational Updates for Westbengal Students 🔰
Download Telegram
তোমাদের মনে হয় না..?? এই কোম্পানি গুলো কেন তোমাদের স্কলারশিপ দিচ্ছে... *কি টাকা বেশি হয়ে গেছে*??

🤡 মোটেও তা নয়!! CSR (*কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি*)... সিএসআর এর মূল উদ্দেশ্য হলো i) *ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে ভ্যালু বাড়ানো* (ইনডাইরেক্টলি সেটা *স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে এফেক্ট পড়ে*) এবং ii) অবশ্যই ট্যাক্স সেভিং করা!

তোমরা হয়তো এখন স্কুলের মধ্যে আছো তাই এত ব্যাপারগুলো জানো না... অবশ্যই এটার ভালো দিক রয়েছে এবং *সবকিছুই আল্টিমেটলি এডুকেশন সেক্টরে কন্ট্রিবিউট করে* .... এটা নিয়ে তোমাদেরকে বিস্তারিত একদিন বলব...😄 *বিশেষ কারণে আপাতত youtube টা ভিডিও দিতে পারছি না*..

পড়তে থাকো, জানতে থাকো... *বাংলাকে সবাই মিলে এগিয়ে নিয়ে চলো* ✊️

*EduTips Admin*
Visit: 👉 www.EduTips.in
🎓 পশ্চিমবঙ্গের #1 বাংলা এডুকেশনাল প্লাটফর্ম..✅️
❌️ বর্তমানে টেলিগ্রামে এই ধরনের বিজ্ঞাপন সমস্ত চ্যানেলেই দেওয়া হচ্ছে.. আমাদের চ্যানেলেও আসছে কিছু করার নেই। এটা বন্ধ করার কোন উপায় নেই.. একটু সতর্ক থাকবে এই ধরনের লিংকে কোনভাবে ক্লিক করবে না। কোনটা অ্যাডস আর কোনটা আমরা পোস্ট করছি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু বুঝবে। সতর্ক থাকবে।‼️

📍টেলিগ্রাম দীর্ঘদিন ধরেই ফ্রিতে সমস্ত সার্ভিস দিয়ে আসছে, তো এটা হওয়ারই কথা ছিল.. অনেক আগে থেকেই এই অ্যাডস দেওয়া শুরু করেছে...কিন্তু এখানে যে অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো অনেকটাই আর্থিক প্রতারণার সঙ্গে... তো সেই দিক থেকে সতর্ক থাকাটা জরুরী!!