EduTips Bangla
20.8K subscribers
450 photos
26 videos
11 files
1.49K links
🎓 EduTips.in ~ পড়াশোনা করে যে, এডুটিপস কে ফলো করে সে!
🏫 Academic 🎓 Scholarship 👨‍🎓 Career 📲 App👇
https://play.google.com/store/apps/details?id=app.edutips

♾️ A Complete Platform for Students 💙 🙌
Download Telegram
📍সাধারণ ছাত্রছাত্রীরা কেউ ফেল করবে না..কিন্তু যারা *অতি চালাক*.. মানে কি বলতো...!!

এই সেমিস্টারে হয়তো নম্বর কমে যাচ্ছে তো ইচ্ছে করে ফেল হয়ে যাবে।
*পরের সেমিস্টারের নম্বর মেকআপ দেওয়ার জন্য।*

🙂 ইভেন আমার কাছে ইতিমধ্যে অনেক নির্বোধ ছাত্রছাত্রীর এরকম কল এসেছে যে দাদা আমরা এরকম ডিসিশন নিচ্ছি।

আমি তাদের অনেক বুঝিয়েছি যে এটা একটা বড় ফাঁদ.. ২ ঘন্টার একটা পরীক্ষা দিয়ে এক ঘন্টার গ্যাপে আর একটা সেম সাবজেক্ট পেপারে পরীক্ষা।
‼️ যেখানে হয়তো তোমার সব বন্ধুরাও থাকবে না... *তুমি একা থাকতে পারো* কিংবা এক দুজন থাকবে...

*আত্মবিশ্বাস তলানিতে থাকবে...*

সব বন্ধুরা পেপার দিয়ে বাড়ি আসবে, তোমাকে ওখানেই থাকতে হবে আরো একটা পেপার দেওয়ার জন্য...

আগের পরীক্ষাটা যদি কোন কারণে আশানুরূপ না হয়.. তার সম্পূর্ণ প্রভাব তার পরের পরীক্ষাতে পড়বে..

সেখান থেকে বসে সম্পূর্ণ সিস্টেমের বিরুদ্ধে গিয়ে...পরীক্ষা দিয়ে এর থেকে ভালো ফল করবে... যদি কিছু করতে পারো সত্যিই স্যালুট!!

তবে *সাধারণ কলেজ এডমিশনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের নম্বরটা আসলে কাজে লাগে*...

বাকি পরবর্তীকালে একটা এন্ট্রাস পরীক্ষা ক্লিয়ার করে ভালো Rank করলে এইসব কেউ মনে রাখেনা... (তখন এমনিতেই ভালো প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে যাবে)

💙🙏 এভাবেই তোমাদের গাইড করতে থাকবো ..*এরকম সস্তা কিন্তু কার্যকরী টনিক পেতে পাশে থেকো* ~ EduTips 😎
13👍5🫡3🙏2
📍পরীক্ষা শেষে ৩১ অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল প্রকাশ করা হবে... এটার ৭২ ঘণ্টার মধ্যে তোমাদের OMR Scan পেয়ে যাবে স্কুলের মারফতে। একইভাবে যেমন এডমিট পেয়েছ।

🙂 কারো যদি নম্বর কমের জন্য বাড়ি থেকে প্রেসার আছে...

আমার নম্বরটা পার্সোনাল নম্বরটা তোমাদের কাছে আছে জানো *সেকেন্ড হেল্পলাইন নম্বরটা*... পরীক্ষার পরে ওটাতে গার্জেনকে কথা বলিয়ে দিও..🙏

আমি গার্জেনদের বুঝিয়ে দেব..

পুরো সিস্টেম, বোর্ড, নিয়মকানুন ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে চলে গেছে...

💀 *রাজ্য শিক্ষা ব্যবস্থা তো কবেই ডেড বডি হয়ে গেছে!!*

সেখানে যদি আমরাও ছাত্র-ছাত্রীদের পাশে না থাকি এরকম পরিস্থিতিতে অভিভাবকরাও যদি না থাকে...
থাকবেটা কে???

সবসময় "বলির পাঁঠা" ছাত্র-ছাত্রীদের করলে তো হয় না 🫂🥹💙

কালকে শুধুমাত্র ফিলোসফি আছে... পরের দিনে পরীক্ষা জবরদস্ত.. (সাইন্স এর Math খেল দেখাবে... 1 ঘন্টায় 40 টা অংক) 💥💥💥

🙌 শুভকামনা এবং সমবেদনা উভয়ই রইল 💙👍
26😢13
📢 গুরুত্বপূর্ণ নোটিশ 🔰

স্কুল সার্ভিস কমিশন (WBSSC) গ্রুপ সি ও গ্রুপ ডি [ক্লার্ক ও পিয়ন] ফর্ম ফিলাপ 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত হচ্ছে না এবং এর ফরম ফিলাপ পুজোর পরে শুরু হতে চলেছে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

প্রস্তুতি এবং সাজেশন এর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন...
সিলেবাস ভিত্তিক কন্টেন্ট রেডি 🥳

খুব তাড়াতাড়ি আমরা স্টাডি রিসোর্স সকলের সংগ্রহের জন্য Share করছি 🙌
👍41
📢 WBJEE Decentralized Counselling 2025 - *সরাসরি সরকারি কলেজে সুযোগ* ⭐️

🔹 এটা একটা বিশেষ ভর্তি প্রক্রিয়া যেখানে সরাসরি কলেজ লেভেলে কাউন্সেলিং হয়।
🔹 WBJEE-র সেন্ট্রাল ই-কাউন্সেলিং শেষে বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কিছু সিট ফাঁকা থেকে যায় – যেমন যেসব ছাত্রছাত্রীরা IIT, NIT ইত্যাদিতে ভর্তি হয়ে কলেজ ছেড়ে দেয়।
🔹 সেই ফাঁকা সিটগুলো ভর্তি করা হয় Decentralized Counselling-এর মাধ্যমে, যেখানে সরাসরি কলেজে উপস্থিত থেকে ভর্তি হওয়া যায়।
🔹 এডমিশনের জন্য WBJEE Rank Card, Aadhaar Card, Domicile ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
🔹 কলেজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Merit List ও ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশ করে, তাই *ওয়েবসাইটে নিয়মিত নজর রাখা খুব জরুরি*।

📍ওপরটা *পুরুলিয়া গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ* যেখানে 50+ টিরও বেশি সিট ফাঁকা রয়েছে পাঁচটি ডিপার্টমেন্ট মিলে 🙌

👉 যেসব ছাত্র-ছাত্রীদের সরকারি কলেজের পড়ার ইচ্ছে রয়েছে কিন্তু এখনো সুযোগ পাওনি তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন 🙏✅️ ~ EduTips সব সময় ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে 💙✊️
6👍1
HS 3rd Semester Philosophy Question Paper 2025 PDF *[+ Solution]*

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র ২০২৫ 👇

https://www.edutips.in/hs-3rd-semester-philosophy-question-paper-2025/

📍সময়ই এটা পোস্ট হয়ে গিয়েছিল কিন্তু শেয়ার করা হয়নি! পরীক্ষা হয়ে যাওয়ার পর ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে তোমরা *EduTips অ্যাপে আপডেট নজর রাখো*...ওখানে কিন্তু চলে আসছে নিয়মিত।

প্রশ্নপত্র PDF শুধুমাত্র প্রশ্ন দেখার জন্য উত্তর *কনটেন্ট সেকশনে সলিউশন করে দেওয়া হয়েছে।* ✅️
4👍2
🙏🥹 *অংক পরীক্ষার জন্য শুভকামনা রইল*... দেখো প্রশ্ন যেমনই হোক সেটা তো তোমার হাতে নেই... সকলের জন্যই সমান!!

তবুও নিজের বেস্ট দেবে আর *কোন একটা অংকতে খুব বেশি সময় দেবে না*... যদি একবারে না নামে স্কিপ করে পরের অংকে চলে যাবে।

যেহেতু সময় কম একটা অংকে টাইম ওয়েস্ট করতে গেলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে...*কোন অংক কে ইগোতে নেবে না*... যে ওটা নামাতেই হবে সেরকম কোন ব্যাপার নয়... কিছু না হলে শেষমেষ কোন একটা দাগিয়ে দিতে পারবে...

👍 *চেষ্টা করবে পুরো প্রশ্নটা একবার কুইক দেখে নেওয়া* যে কোনটা কোনটা তোমার চেনা লাগছে... বা তুমি পারবে সেগুলো আগে করবে...

‼️ হঠাৎ করে একটা বড় অংক প্রথমে ধরতে যাবে না কিন্তু... কনফিডেন্স ডাউন হয়ে যাবে এবং সময় খুব তাড়াতাড়ি চলে যাবে।

সকলের পরীক্ষা ভালো হোক এটাই আশা রাখি 💙🫂
33🥰7🙏4💯2
Forwarded from EduTips Study
🏆 আজকে সকলের পরীক্ষা কেমন হলো? 👇
Anonymous Poll
29%
⭐️⭐️⭐️⭐️⭐️
24%
⭐️⭐️⭐️
16%
⭐️⭐️
31%
🥲
3
📍 *বায়োলজির লাস্ট মিনিট কমপ্লিট Revision Master Class* চলছে ইউটিউবে রাকেশ স্যারের RM Biology চ্যানেলে 👇

https://www.youtube.com/live/18vujgFhFy8?si=vNCHD0izIJ-9ZFkJ

⭐️সম্পূর্ণ সিলেবাস ক্লাস + মোস্ট ইমপোর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা 🏆

--------

🙏 RM Biology রাকেশ মণ্ডল স্যার × Edutips নিয়ে এসেছে *Smart Masterclass Suggestion PDF* 🔥

⭐️ WBCHSE প্যাটার্নে এক্সক্লুসিভ MCQ + Smart Notes, *পরীক্ষার আগে আর কিছু লাগবে না!*

🎓 Collect Now 👇 https://store.edutips.in/product/hs-sem3-biology/

আমাদের ছাত্র-ছাত্রীদের জন্য Launch Offer *মাত্র ₹59/- টাকা* (*প্রথম ১০০ জন)

📥 সংগ্রহ 👉 লিঙ্কে ক্লিক করো *Buy Now* চাপো ডিটেলস দাও পেমেন্ট করো সাথে সাথে ডাউনলোড

তোমরা চাইলে এই স্পেশাল পিডিএফ Ebook টিও সংগ্রহ করে নিতে পারো। 🙌💙
3👍2
👨‍🎓 *LIC Golden Jubilee Scholarship 2025*

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে LIC, মিলবে ২০০০০ টাকা! *যোগ্যতা ও অনলাইন আবেদন* 👇

https://www.edutips.in/lic-golden-jubilee-scholarship/

📍আবেদনের শেষ তারিখ হল 22শে সেপ্টেম্বর 2025 (22/09/2025) ✅️

📍সবকিছু সহজ করে বোঝানো রয়েছে *বিস্তারিত পড়ে নেবে*...

সবশেষে আবেদনের লিংক দেওয়া রয়েছে...

(*এটা নিয়ে কালকে বিস্তারিত ভিডিও বানিয়ে দেব*) 🏆
🥰6
📍যেখানে আমরা প্রথম থেকে সবাই মিলে বলে আসছি।

ফাইনালি এতদিনে সংসদ স্বীকার করছে যে হ্যাঁ, অংক ফিজিক্স এই বিষয়গুলোতে টাইম কম দেওয়া হয়েছে।

পরেরবার থেকে ওই পেপারগুলোতে বাড়তি মডারেটর থাকবে - যাতে 50% প্রশ্ন মুখে মুখে হয়ে যায়...

তবে আরো একটা ব্যাপার জানিয়েছে যে *মূল্যায়নের সময় নাকি ওই বিষয়টাকে দেখা হবে*... কি দেখা হবে? কিভাবে দেখা হবে? সেটা কিছু বলেনি...

🙌 সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সময় মত পেতে অবশ্যই সঙ্গে যুক্ত থাকুন ~ EduTips
😡18😢4🤬31🥴1
📍WBCHSE Class 12 4th Semester All Subjects Syllabus 🔰

*উচ্চমাধ্যমিক ফাইনাল সেমিস্টার সিলেবাস* 👇
https://www.edutips.in/class12-4th-semester-all-subjects-syllabus/

1. Language Subjects (ভাষা বিভাগ)

2. Science Subjects (সায়েন্স গ্রুপের সিলেবাস)
3. Commerce Subjects (কমার্স গ্রুপের সিলেবাস)
4. Arts Subjects (আর্টস গ্রুপের সিলেবাস)

WBCHSE সংসদের দেওয়ার লেটেস্ট সিলেবাস আপডেট অনুযায়ী রয়েছে 👍

[N.B কোন কিছু আপডেট হলে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।]
3👏2
👩‍🎓 *Scholarship for Girls Student Westbengal* (HS, UG, PG):

ছাত্রীদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ! 👇
https://www.edutips.in/scholarship-for-girl-students-in-westbengal/

সাধারণ যে স্কলারশিপ গুলি থাকে সেগুলো তো থাকছেই তার পাশাপাশি *এইগুলি শুধুমাত্র মেয়েদের জন্য* অগ্রাধিকার...

বাকি প্রত্যেক বছর *কিছু নতুন স্কলারশিপ আসতে থাকে* সেগুলো আমরা টাইম টু টাইম জানিয়ে দেব ✅️
👍54
Kotak Kanya Scholarship 2025 👩‍🎓

*কোটাক কন‍্যা স্কলারশিপ* 👇

https://www.edutips.in/kotak-kanya-scholarship/

📍 উচ্চমাধ‍্যমিক পাশ করে পেশাগত কোর্সে ভর্তি হতে হবে (যেমন - ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল, ইন্ট্রিগ্রেটেড এলএলবি, ডিজাইন, আর্কিটেকচার এবং অন্যান্য)।

📍এটির লাস্ট তারিখ: *30 September* ✅️

এটা সমস্ত দেশজুড়ে, আপাতত সেই হিসাবেই তারিখ করা রয়েছে!

পশ্চিমবঙ্গের কলেজের প্রফেশনাল এডমিশন গুলো এখনো অনেকটাই বাকি রয়েছে... শুধু জেনারেল এডমিশন আর ইঞ্জিনিয়ারিং হয়েছে *তাই পরবর্তীকালে তারিখ বাড়ানো হলে জানিয়ে দেব*💙👍
6
🔱 মহালয়ার প্রভাত দেবীপক্ষের সূচনা, আর আমাদের কাছে প্রতিটি শিক্ষার্থীই জ্ঞানদুর্গার উপাসক। 📖

💙 EduTips পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। 🙏🌸
30🙏9