EduTips Bangla
16.4K subscribers
253 photos
12 videos
5 files
1.11K links
🎓 EduTips.in – পড়াশোনা ও স্কলারশিপ | Scholarship & Educational Updates for Westbengal Students 🔰
Download Telegram
#SmartValue_Scam বেচারা ভুল লোককে কল করে ফেঁসে গিয়েছে..🙆‍♂️💀
........
কিন্তু এরা নিজেরাও একেকজন ভিকটিম,... এরাও একসময় তোমাদের মতন স্টুডেন্টই ছিল.. এখন *এদের ব্রেন ওয়াশ করে এদেরকে দিয়ে আরো স্ক্যাম করাচ্ছে*।

📢 ফাইনালি এটাই বলব, *সতর্ক থাকো আর কি করা যাবে*!! ✊️

কোন কিছু ফ্রিতে পাওয়া যায় না.. দুনিয়াটা স্বার্থ ছাড়া চলে না... "If you are getting something for Free, *then you are the Product*"...🫡

#ToBeHonest আমরা যে তোমাদের আপডেট দিচ্ছি.. *তোমাদের থেকে টাকা না নিলেও... Advertiser রয়েছে তাদের থেকে বিজ্ঞাপনের দরুন আমরা টাকা পাই* (B2B অনেকটাই অল্প যদিও)।

🙏 Love & Thanks for your Support 💙 EduTips.in
🥱 আসলে এ নতুন শিখছে এখনো ভালো করে কথা বলতে পারে না... তাই গড় গড় করে সত্যি কথাগুলো সব বলে দিল!!

অন্যরা যারা অনেকদিন ধরে ধরে টুপি পড়াচ্ছে তারা যথেষ্ট অভিজ্ঞ.. তোমায় কথা ঘুরাবে এত ভালো করে বলবে না ব্যাপার গুলো..

Stay Away from SV Industry Baruipur (Smart Value Scam), IBA, Bada Business... and So on!!
📲 ট্যাবের টাকা জালিয়াতিতে ধরা পড়লো চারজন...আজকাল সাইবার ক্যাফের দাদা বা কাকুদের থেকেও সাবধানে থেকো..💀...

ভরসা করে নিজেদের সমস্ত পারসোনাল ডিটেলস কাগজপত্র শেয়ার করে... কোন ফর্ম ফিলাপ বা কোন অ্যাপ্লিকেশন করা... তারাই যদি এরকম প্রতারণার সাথে যুক্ত থাকে তাহলে আর কিছু বলার নেই...🫡
📍যেখানে সরকারের নাম জড়িয়ে যাবে সেখানে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কি..🥲 যাইহোক খুব তাড়াতাড়ি বাকিরা টাকা পেয়ে যাবে..💙

পরবর্তীকালে *আরো শক্তভাবে এই সমস্ত স্কলারশিপ সরকারি প্রকল্প বলো সেগুলো নিয়ে সরকারের নজর থাকবে* ।

🎓 EduTips.in ✅️
💙 শিশুদিবসে আজকের এবং আগামীর সব শিশুদের স্নেহ ও ভালোবাসা।
তারা এই পৃথিবীর নতুন বাণীর অগ্রদূত হোক, এই কামনা..
শুভ শিশু দিবস - Happy Children's Day!

#14thNovember #EduTips #EducationFirst
📢 পি এম ইন্টার্নশিপ এ আবেদনের লাস্ট ডেট 15/11/2024 👇👇

https://www.edutips.in/pm-internship-scheme/

যারা আবেদন করতে চাও, *যোগ্যতা সহ সমস্ত কিছু + আবেদনের লিঙ্ক* পোস্টে পেয়ে যাবে ✅️
প্রথমেই বলে দিচ্ছি এটা ম্যান্ডেটরি নই! আগেও বলেছি অনেক স্কুলেই এটা দিতে বলা হচ্ছে তো সেজন্য কোন নিয়মে নেওয়া হচ্ছে কি কি করতে হবে.. জেরক্স কপি সেই ব্যাপারগুলো ওইটাই বলে দেওয়া রয়েছে।

কালকে এই সমস্ত কিছু নিয়ে ভাবছি একটা ভিডিও দেবো..ছুটি রয়েছে সবার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে...🫡
Tab কেলেঙ্কারি.... ©️ Mali
◀️ Taruner Swapna Prakalpa Update: 'তরুণের স্বপ্ন প্রকল্প' সমস্ত আপডেট!

📲 ইউটিউবে গিয়ে 👇
*EduTips Bangla* সার্চ করে Channel দেখে নিও.. যখন ফ্রি থাকবে 😊

*অ্যাকাউন্ট জালিয়াতি, বিল জমা Process* - সমস্ত কিছু আলোচনা করা আছে...✅️

*SUBSCRIBE* করে বেল নোটিফিকেশন 👉🔔টা অন করে রাখবে যাতে *ভিডিও গেলে সবার আগে নোটিফিকেশন যায়* 💙
📢 WBPSC Clerkship Question Paper 2024..

*WBPSC ক্লার্কশিপ পরীক্ষা* ২০২৪ আজ (১৬ নভেম্বর) এবং আগামীকাল (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে...

প্রশ্নপত্র পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না। তাই *স্মৃতির ওপর (Memory Based).. গ্রুপ থেকে সংগ্রহ করে* আমরা এখানে আপডেট করতে থাকবো যাতে বাকিদের সুবিধা হয় 👇

https://www.edutips.in/wbpsc-clerkship-question-paper-2024/

সব Shift পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখানেই তখন পিডিএফ আপলোড করে দেওয়া হবে 😊
👩‍🎓 SVMCM Good News Coming Soon...🥱 #StayUpdated with EduTips.in
#InsiderNews খুব তাড়াতাড়ি আবেদন শুরু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর...

👉 কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট। আবেদন শুরু হলেও সঙ্গে সঙ্গে কেউ আবেদন বা রেজিস্ট্রেশন করবে না... ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করবে তারপরেই অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন বা কিছু করবে।

কারণ নতুন পোর্টাল চালু হওয়ার সময় *কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে*... তো প্রথমের দিকে যাতে সেরকম সমস্যা তে না পড়তে হয় তার জন্য অপেক্ষা করে নিয়ে দুদিন তিনদিন পরে আবেদনটা করবে তোমরা...💯

এটা আমার পার্সোনাল সাজেশন এবং অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি.. *সমস্ত কিছু গাইডেন্স এবং ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব*.. সঙ্গে থাকো আপডেট থাকো...🫡

🎃...🩴 *জাস্ট সরকারি ঘোষণার অপেক্ষা*.. একবার *শুরু হলে নেক্সট পাঁচ থেকে ছয় মাসের আবেদন খোলা থাকবে*.. তো তাড়াহুড়ো করার কোন মানে হয় না..💙

Join @EduTipsGroup for All Discussion & Chat 🥱... Share & Follow @EduTipsBangla 🥺