EduTips Bangla
16.2K subscribers
238 photos
10 videos
3 files
1.09K links
🎓 EduTips.in – পড়াশোনা ও স্কলারশিপ | Scholarship & Educational Updates for Westbengal Students 🔰
Download Telegram
Forwarded from EduTips Study
প্রিয় *মাধ্যমিক পরীক্ষার্থীদের* জন্য উপরোক্ত নির্দেশ ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু কাজ 👇

1. এডমিট এবং রেজিস্ট্রেশন *উভয় 2 Copy জেরক্স* বাড়িতে রেখে যাবে!
2. Double সেট লেখার সামগ্রী রাখবে।
3. জলের বোতল সর্বদা নিচে নামিয়ে রাখবে।
4. *পর্যাপ্ত বিশ্রাম নেবে*.. খুব রাত পর্যন্ত পড়বে না, বা খুব ভোরে উঠবে না (*না হলে দুপুর দুটো পর্যন্ত আর এনার্জি থাকবে না*)
5. প্রত্যেকদিন *পরীক্ষার সেন্টারে তোমাদের স্কুলের একজন প্রতিনিধি স্যার বা ম্যাডাম থাকবেন*।
6. গুজবে কান দেবেনা, শেষ মুহূর্তে নতুন কোন কিছু করার দরকার নেই। শুধু ধৈর্য ধরো নিজের প্রতি বিশ্বাস রাখো 😊

[আজকেই সমস্ত কিছু ব্যাগ গুছিয়ে রাখবে, শেষ মুহূর্তে যাতে কোন ভুল না হয়]

সমস্ত EduTips পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল 💙 #বিজয়ী_ভব 🔥
Forwarded from EduTips Study
Madhyamik 2025: *মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য*👇

https://youtu.be/2Tr0nFQiMzQ?feature=shared

পরীক্ষা দিয়ে এসে বড় মিসটেক🔥 Move On করতে হবে!

✊️ All The Best 💙
Forwarded from EduTips Study
✅️ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 😊

🤫 প্রশ্নপত্র কেমন হয়েছে বা কতটা কমন এসেছে, সেটা তোমরা নিজেরাই বুঝে গিয়েছো 😉!!

📢 কালকে ইংরেজি পরীক্ষা, সময় অপচয় না করে পড়াশোনা কর...

[ *ইউটিউবে এখন অনেক মার্কেটিং এর ভিডিও পেয়ে যাবে সেখান থেকে নিজেকে দূরে রাখো*]

✊️ Edutips #AlltheBest 💙
📍 *GDS 2025*: খুব তাড়াতাড়ি আবেদন শুরু হবে, *পোস্ট অফিস একটা ছোট আপডেট দিয়েছে*.. ডিটেলস জানিয়ে দেবো গ্রুপে। ✅️ #EduTips
📢 REMINDER ⚠️

*রেলের গ্রুপ D ফর্ম ফিলাপ করে নিন*। সার্ভার এখন ঠিক ভাবে কাজ করছে। এই সপ্তাহের মধ্যে ফর্ম ফিলাপ করে নিন।

Railway RRB Group D (Level-1)
32438 Posts Online Form Start. 👇

https://www.rrbapply.gov.in/

LAST DATE:- *22th February 2025*
📢 14 th ফেব্রুয়ারি শবেবরাতের জন্য ছুটি ঘোষণা ছিল, কিন্তু যেহেতু ওটা 13ই ফেব্রুয়ারি পড়ছে.. ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি দুদিনই ছুটি থাকছে সমস্ত স্কুল, কলেজ, ইউনিভারসিটি, সরকারি অফিস 🔰
📢 পশ্চিমবঙ্গের বাজেট ২০২৫ 🎓📚

*বাজেট মানেই শুধু সংখ্যার হিসাব নয়, বরং আমাদের ভবিষ্যতের পরিকল্পনা*।

কী সুবিধা বাড়লো বা নতুন কী সুযোগ এলো, এক নজরে দেখে নাও! ✅️

#Budget2025 #Westbengal #EduTips
🔰 WB GDS 2025: পরীক্ষা ছাড়া পোস্ট অফিসে চাকরি!

* মাধ্যমিক পাশে ২১,৪১৩ শূন্যপদে ডাক সেবক নিয়োগ

https://www.edutips.in/post-office-gds-recruitment/

গুরুত্বপূর্ণ তারিখ, জেলা ভিত্তিক ভ্যাকেন্সি, ডকুমেন্ট, অনলাইন আবেদনের লিংক - *সমস্ত বিস্তারিত তথ্য* ✅️
Forwarded from EduTips Study
🔰 *মাধ্যমিক অংকের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস* (Edutips Math- ম্যাজিক ebook থেকে)...

বিশেষ শারীরিক অসুস্থতার জন্য ভিডিও বানাতে সমস্যা হচ্ছে, *দুই রকম ওয়েদার দিনে গরম রাতে ঠান্ডা সাবধানে থাকো*..

তবুও কালকে একবার চেষ্টা করছি এই সম্পর্কিত শেষ মুহূর্তের কিছু Tips ভিডিওর জন্য... গ্রুপে জানিয়ে দেব ✅️
🤫 একাদশ শ্রেণির *নতুন সেমিস্টার সিস্টেমে সেরা প্রিমিয়াম সাজেশন ই-বুক*![with Answers]

এখনই সংগ্রহ করে নাও অনলাইনে EduTips Store এ..

সাইন্স, আর্টস, কমার্স যেই বিভাগেই হও.. বাংলা ইংরেজি কম্পালসারি..

🙂 অনেকে হয়তো বলবে একাদশের নম্বরের কোন প্রয়োজন নেই,
👉 কিন্তু *বর্তমানে স্কলারশিপ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পেতে প্রত্যেক ক্লাসে সমানভাবে নম্বর স্কোর করা প্রয়োজন*।

তাই বেশি না ভেবে, অনলাইনে UPI পেমেন্ট করে পিডিএফ ডাউনলোড করে নাও..🔥
🔰 Class 11 2nd Semester Bengali Suggestion: *দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন* উত্তর সহ নোট eBook PDF 👇

https://store.edutips.in/product/hs-sem2-bangla/

📍দাম মাত্র ₹৩০ টাকা/-

[ *24 Pages* + full syllabus]
🔰 HS Class 11 2nd Semester English Suggestion: *দ্বিতীয় সেমিস্টার ইংরেজি সাজেশন eBook PDF*👇

https://store.edutips.in/product/hs-sem2-english/

📍দাম মাত্র ₹৩০ টাকা/-

[ *17 Pages* + full syllabus]
Forwarded from EduTips Study
✊️ *সকলের অংক পরীক্ষার জন্য শুভকামনা* 💙 প্রশ্ন সহজ হবে একদম চিন্তা নেই..

1.পরীক্ষার শুরুতেই প্রথম যে অংকটা শুরু করবে সেটা যেন 100% সিওর থাকো যে তুমি করতে পারবে...যেটা প্রথম কোশ্চেন তুমি করতে পারবে না মনে করছ সেটা প্রথমে স্কিপ করবো। ফার্স্ট কোশ্চেন যেন ক্লিয়ারলি করতে পারো।

2.কোন অংক আটকে গেলে সেটাকে স্কিপ করবে অযথা সময় নষ্ট করবে না!

3. কোশ্চেন পাওয়ার পর ১৫ মিনিট যে সময় দেয় প্রশ্ন দেখার জন্য সেই ১৫ মিনিট ভালোভাবে কোশ্চেনটা এনালাইসিস করবে। যে যেগুলো তুমি উত্তর করবে বলে ঠিক করবে সেগুলো দাগ দিয়ে রেখে দেবে।

4. প্রথমে তোমরা যে যে কোশ্চেন গুলো করতে পারবে সেই কোশ্চেনগুলো কোশ্চেন মার্ক দিয়ে সলিউশন করে নেবে যেগুলো পারবেনা সেগুলো শেষই করবে।

5. প্রশ্নটা সমাধান করার সময় প্রশ্ন তো অবশ্যই ভালো করে পড়বে অনেক সময় প্লাস মাইনাসে ভুল হয়ে যায় অংকটা খাতাতে তুলতে গিয়ে।

6. পরিমিতির অংকের ক্ষেত্রে একক লিখতে ভুলবে না যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক বর্গমিটার বর্গ সেমি ইত্যাদি আয়তনের ক্ষেত্রে *ঘন মিটার বা ঘন সেমি*

7. রাশিবিজ্ঞানের অংকের ক্ষেত্রে গড় নির্ণয়, মধ্যমা নির্ণয় সংখ্যা গুরু মান নির্ণয়ের সূত্র গুলো একটু কেয়ারফুলি লিখবে একটু সামান্য প্লাস মাইনাসে ভুল হয়ে গেলে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে।

8. উপপাদ্য ও প্রয়োগ কমন না পেলেও ছবিটা, প্রদত্ত, প্রমাণ করতে হবে এইটুকু লিখে আসবে। প্রমাণ না করতে পারলে এইটুকুতেই দুই এক নম্বর কিন্তু দেবে।

9. পরিমিতির অংকের ক্ষেত্রে যেসব দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি data গুলো দেওয়া থাকে সবগুলো একই এককে আছে কিনা দেখে নিতে হবে কখনো মিটার ডেসিমিটার এইসব একসঙ্গে থাকে এগুলো তখন কিন্তু একই এককে পরিবর্তন করে নিতে হবে।

10. কোন অংকের রাফ এর দরকার হলে রাফ সবসময় উত্তরপত্রের ডান দিকে করতে হবে।

11. অংকের শর্ট প্রশ্নের উত্তর গুলো উত্তর পত্রের প্রথম দিকেই করতে হবে কারণ প্রশ্নের উপরেই লেখা থাকে যে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ ও চার দাগের প্রশ্ন গুলি উত্তর প্রথম দিকে করতে হবে। তাই না পারলে তোমরা খাতা ফাঁকা রেখে দেবে।

12. সম্পাদ্য অংকনের ক্ষেত্রে পেন্সিলের ডবল দাগ দেওয়া যাবে না। অনেকে না মিললে একটু ডবল দাগ দিয়ে বা মোটা দাগ দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। *না মিললেও সেটাই রেখে দেবে তা তো কোন সমস্যা নাই*।

13. জ্যামিতি প্রশ্নের ছবি আঁকার দরকার হলে সব সময় রুল পেন্সিলে ছবি আঁকবে, পেন দিয়ে ছবি আঁকলে অনেক স্যার বিরক্ত হন নাম্বার কেটে নিতে পারে।

14. পরীক্ষার শেষে উত্তর লেখা কমপ্লিট হয়ে গেলে পুনরায় প্রথম থেকে প্রতিটি উত্তর একবার করে চেক করে নেবে, সামান্য ভুল তখন ধরা পড়ে যাবে!

Credit: *Prasenjit Das Sir* (PD's Math Class)

💯 All the best from *EduTips* 💙
Forwarded from EduTips Study
খুবই দুঃখজনক ঘটনা, পিংলার বাগনাবাড় হাই স্কুলের ছাত্র ছিল শুভম!!

*পরীক্ষার নাম্বার কোনদিনও জীবনের থেকে বড় হতে পারে না*.. জীবন অনেক সুপ্রস্থ..

তাই পরীক্ষার কেমন হলো না হলো সেটার জন্য মন খারাপ করবে না.. *পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত যেটুকু তোমার ছিল তুমি বেস্ট দিয়েছো ফলটা সেই হিসাবে তোমার হাতে নেই*।

যদিও পরীক্ষার পরে আমি এগুলো বলতাম কিন্তু এখন এই খবরটা শুনে বলতে বাধ্য হলাম 😪

- *নিজেদের পাশাপাশি বন্ধুদেরও মটিভেট করবে*, কারোর যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে তাকে সবাই মিলে একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করবে, ফোন করে খোঁজ নেবে.. 💙

আর হ্যাঁ আমাদের সরকার পিসিমণি তোমাদের পাশে রয়েছে, একদম চিন্তা করবে না 🤭

All the best 👍 for #ইতিহাস
(কোন প্রশ্ন ছাড়বে না ইতিহাস বানিয়ে লিখে দিয়ে আসবে...)
Forwarded from EduTips Study
📍 *মাধ্যমিক ভূগোলের সাজেশন* (nothing new, তাই আগে যারা সংগ্রহ করে নিয়েছিলে তাদের আর প্রয়োজন নেই)👇

https://www.edutips.in/madhyamik-geography-suggestion/

👉 কিছু গুরুত্বপূর্ণ দু'নম্বর এর প্রশ্ন দেওয়া রয়েছে (with Ans) রিভিশনের জন্য

👉 পাঁচ নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে বইয়ে খুব ভালো করে সব এর উত্তর দেওয়া রয়েছে। *শেষবারের মতো একটু বই থেকেই দেখে নেবে ওগুলো*

👉 আর ম্যাপ পয়েন্টিং গুলো বলে দেওয়া রয়েছে দেখে নেবে।

(*কালকে কিন্তু ছবি আঁকতে হবে*.. তো সেক্ষেত্রে বাড়িতে পারলে কিছু ছবি *ফ্রি হ্যান্ডে একবার দুবার এঁকে নেবে*)

🎗বড় প্রশ্নের ক্ষেত্রে পয়েন্টগুলো এবং ডেটা তথ্য গুলো চোখ বুলিয়ে নেবে ✅️

All the best 💙 EduTips
Forwarded from EduTips Study
🔰 Madhyamik Math 2025: *অংক প্রশ্ন বিতর্ক! সবাই কি পাবে নম্বর*👇

https://youtu.be/Gc0tNNd5zko

👉 মধ্যশিক্ষা পর্ষদের আপডেট + গুরুত্বপূর্ণ কিছু আলোচনা

👉 পরবর্তী সায়েন্স বিষয়গুলোতে *কি কি সতর্কতা নিতে হবে*?

প্রত্যেকটি পাঁচ মিনিট সময় নিয়ে একটু দেখে নাও ✅️