EduTips Study
741 subscribers
46 photos
8 videos
2 files
93 links
📌 EdutipsStudy.com মাধ্যমিক, একাদশ এবং উচ্চমাধ্যমিকের পড়াশোনার এবং স্টাডি মেটেরিয়াল পরীক্ষার আপডেট ✅️
Download Telegram
✊️ *সকলের অংক পরীক্ষার জন্য শুভকামনা* 💙 প্রশ্ন সহজ হবে একদম চিন্তা নেই..

1.পরীক্ষার শুরুতেই প্রথম যে অংকটা শুরু করবে সেটা যেন 100% সিওর থাকো যে তুমি করতে পারবে...যেটা প্রথম কোশ্চেন তুমি করতে পারবে না মনে করছ সেটা প্রথমে স্কিপ করবো। ফার্স্ট কোশ্চেন যেন ক্লিয়ারলি করতে পারো।

2.কোন অংক আটকে গেলে সেটাকে স্কিপ করবে অযথা সময় নষ্ট করবে না!

3. কোশ্চেন পাওয়ার পর ১৫ মিনিট যে সময় দেয় প্রশ্ন দেখার জন্য সেই ১৫ মিনিট ভালোভাবে কোশ্চেনটা এনালাইসিস করবে। যে যেগুলো তুমি উত্তর করবে বলে ঠিক করবে সেগুলো দাগ দিয়ে রেখে দেবে।

4. প্রথমে তোমরা যে যে কোশ্চেন গুলো করতে পারবে সেই কোশ্চেনগুলো কোশ্চেন মার্ক দিয়ে সলিউশন করে নেবে যেগুলো পারবেনা সেগুলো শেষই করবে।

5. প্রশ্নটা সমাধান করার সময় প্রশ্ন তো অবশ্যই ভালো করে পড়বে অনেক সময় প্লাস মাইনাসে ভুল হয়ে যায় অংকটা খাতাতে তুলতে গিয়ে।

6. পরিমিতির অংকের ক্ষেত্রে একক লিখতে ভুলবে না যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক বর্গমিটার বর্গ সেমি ইত্যাদি আয়তনের ক্ষেত্রে *ঘন মিটার বা ঘন সেমি*

7. রাশিবিজ্ঞানের অংকের ক্ষেত্রে গড় নির্ণয়, মধ্যমা নির্ণয় সংখ্যা গুরু মান নির্ণয়ের সূত্র গুলো একটু কেয়ারফুলি লিখবে একটু সামান্য প্লাস মাইনাসে ভুল হয়ে গেলে কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে।

8. উপপাদ্য ও প্রয়োগ কমন না পেলেও ছবিটা, প্রদত্ত, প্রমাণ করতে হবে এইটুকু লিখে আসবে। প্রমাণ না করতে পারলে এইটুকুতেই দুই এক নম্বর কিন্তু দেবে।

9. পরিমিতির অংকের ক্ষেত্রে যেসব দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি data গুলো দেওয়া থাকে সবগুলো একই এককে আছে কিনা দেখে নিতে হবে কখনো মিটার ডেসিমিটার এইসব একসঙ্গে থাকে এগুলো তখন কিন্তু একই এককে পরিবর্তন করে নিতে হবে।

10. কোন অংকের রাফ এর দরকার হলে রাফ সবসময় উত্তরপত্রের ডান দিকে করতে হবে।

11. অংকের শর্ট প্রশ্নের উত্তর গুলো উত্তর পত্রের প্রথম দিকেই করতে হবে কারণ প্রশ্নের উপরেই লেখা থাকে যে একের দাগ দুইয়ের দাগ তিনের দাগ ও চার দাগের প্রশ্ন গুলি উত্তর প্রথম দিকে করতে হবে। তাই না পারলে তোমরা খাতা ফাঁকা রেখে দেবে।

12. সম্পাদ্য অংকনের ক্ষেত্রে পেন্সিলের ডবল দাগ দেওয়া যাবে না। অনেকে না মিললে একটু ডবল দাগ দিয়ে বা মোটা দাগ দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। *না মিললেও সেটাই রেখে দেবে তা তো কোন সমস্যা নাই*।

13. জ্যামিতি প্রশ্নের ছবি আঁকার দরকার হলে সব সময় রুল পেন্সিলে ছবি আঁকবে, পেন দিয়ে ছবি আঁকলে অনেক স্যার বিরক্ত হন নাম্বার কেটে নিতে পারে।

14. পরীক্ষার শেষে উত্তর লেখা কমপ্লিট হয়ে গেলে পুনরায় প্রথম থেকে প্রতিটি উত্তর একবার করে চেক করে নেবে, সামান্য ভুল তখন ধরা পড়ে যাবে!

Credit: *Prasenjit Das Sir* (PD's Math Class)

💯 All the best from *EduTips* 💙
😁 *মাধ্যমিক ইতিহাসের ট্যাবলেট* 💊

⭐️ অধ্যায় ভিত্তিক *সাল তারিখ* PDF! এক নজরে সম্পূর্ণ সিলেবাস 👇

https://edutipsstudy.com/madhyamik-history-sal-tarikh/

📍ইতিহাস *১১০টি One Liner প্রশ্ন উত্তর*! 👇

https://edutipsstudy.com/madhyamik-history-mcq-short-question-answer/

সম্পূর্ণ নোট হিসাবে রয়েছে সবশেষে pdf দেওয়া রয়েছে।

তাই কেউ যদি শুধু চোখ বুলিয়ে নিতে চাও সেটাও পারবে, আর *কেউ যদি PDF ডাউনলোড করে নাও তাহলে পারবে*।

🥳⭐️